শিক্ষাঙ্গানে সন্ত্রাস কেন?

লিখেছেন লিখেছেন প্রভাত চিন্তা ০৪ অক্টোবর, ২০১৫, ০১:২৪:০৬ দুপুর

শিক্ষাঙ্গানে সন্ত্রাস কেন?

বর্তমানে বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে সেশনজট ছাত্র রাজনীতিতে শিক্ষা কার্যক্রম অনেকটা অচল হয়ে পরছে্ ।কিন্তু কেন আমাদের দেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই বিশৃঙখল সৃষ্টি হয় । তার কারন কোথায়? আমরা কি কখনো খোজার চেষ্টা করছি।আমরা খোজার চেষ্টা করবো কি ভাবে আমরা তো চিন্তা করি কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করা যায়। যার দৃষ্টান্তর হল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীদের উপর ভ্যাট ।আমরা কি কখনো ভাবছি এই ভ্যাট শিক্ষার্থীদেরকে কোথায় নিয়ে যাবে।কতটা তারা উচ্চ শিক্ষার জন্য আগ্রহ হবে। আমরা তা কেন ভাববো কারন আমাদের দেশেতো সঠিক শিক্ষানীতি নেই ।যদি আমাদের দেশে সঠিক শিক্ষানীতি থাকত তাহলে যারা জাতি গড়ার কারিগর তারা টিয়ার সেল ও গরম পানিতে পুরতে হতো না।আমরা কি কখনো ভাবি উন্নতশীল দেশগুলো নিয়ে আজ কিভাবে তারা বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়ে আছে। তার একটাই কারন তারা শিক্ষাকে এবং শিক্ষিত লোককে মূল্যয়ন করতে যানে।কারন তারা আমাদের মত শিক্ষাকে পন্য হিসাবে ব্যবহার করেনা। আমেরিকাতে যদি কোন বড় কর্মকর্তা তার উচ্চমর্যাদা পদ থেকে সরে যায় তাকে বলা হয় না। আপনি এই পদ থেকে কেন সরে গেলেন বা যাচ্ছেন।কিন্তু যদি একজন শিক্ষক তার পথ থেকে সরে যায় তখন তাকে বলা হয় আপনি কেন যাচ্ছেন? কি সমস্যা এবং সমস্যা সমাধান করে তাকে সে পদে রাখা হয়।কিন্তু আমাদের দেশর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্ষমতা ও টাকার বিনিময়ে অযোগ্য লোকদেরকে পদে রাখা হয় এবং যোগ্য ব্যাক্তি সরিয়ে ক্ষমতার বলে অযোগ্য ব্যক্তিদের কে বসানো হয় । তা হলে কি ভাবে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলো ভাল থাকবে বা আদর্শ শিক্ষায় জাতিকে শিক্ষিত করবে।



বাংলাদেশে সর্বপ্রথম 1973 সালে শিক্ষা কমিশন গঠরন করে সে কুদরতে খুদা থেকে শুরু করে এই পর্য়ন্ত নয়বার শিক্ষা নিতি প্রয়োগ করা হয়। কিন্তু আমাদের দেখা উচিত ঐ শিক্ষা নিতীতে কতটুকু আদর্শিক শিক্ষানীতি প্রযোগ আছে কিন্তু আমরা ভাবিনা। বিশ্বের উন্নত যত দেশ আছে সে দেশগুলোতে কখনো শুনেনি তাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে খুন, হত্যা, চাদাবাজী, কিন্তু কেন আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এত রাহাজানী তার একমাত্র কারণ হলো। আমাদের দেশে আদর্শ ও সুশিক্ষার নীতির প্রয়োগ নেই। ততদিন এই সন্ত্রাস, চাদাবাজী, খুন, ধর্ষন চলবে, যতদিন না শিক্ষাঙ্গনে আদর্শিক শিক্ষাব্যবস্থা সুপ্রতিষ্ঠিত না হয়।

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344387
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজনিতি পরিশুদ্ধ না হলে শিক্ষাঙ্গন এমনই থাকবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File