ব্যাংকার হওয়ার মন্ত্র::

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ২০ মে, ২০১৮, ০২:০৩:২১ দুপুর



ব্যাংকার_হওয়ার_মন্ত্র :

বিশ্বের সকল জীবিত মানুষের মধ্যে, সবচেয়ে

বেশি আই কিউ ছিল আলবার্ট আইনস্টাইনের। একদিন

তাঁর গ্রামের এক মূর্খ বন্ধু তার বাড়িতে বেড়াতে

এসে, এক অদ্ভুত দৃশ্য দেখলেন। আইনস্টাইনের

ঘরের দরজায় দুটি ফুটো; একটি একটু বড় এবং

আরেকটি একটু ছোট। ডিনারের সময় তাঁর মূর্খ্ বন্ধুটি

আইনস্টাইনকে প্রশ্ন করলেন: বন্ধু তোমার দরজায়

দুটো ফুটো কেন???

আইনস্টাইন জবাব দিলেন: বন্ধু আমিতো সকল সময়

দরজা বন্ধ রেখে গবেষণা করি। কেউ এসে

আমাকে ডিসটার্ব করুক আমি চাই না।

কেবল মাত্র আমার প্রিয় বিড়ালটি ছাড়া। বিড়ালটি যাতে

আসতে পারে তাই আমি একটি বড় ফুটো করেছি।

কিন্তু কয়েকদিন পূর্বে বিড়ালটি কয়েকটি বাচ্চা

দিয়েছে।

তাই তার বাচ্চাটি যাতে আসতে পারে সেই কারণে

আরেকটি একটি ছোট ফুটো করেছি।

অশিক্ষিত বন্ধুটিতো হেসে খুন। তিনি বললেন: বন্ধু

তুমি এই বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী!!!!

যে ফুটো দিয়ে বড় বিড়াল আসতে পারে, সেই

ফুটো দিয়ে ছোট বিড়ালও আসতে পারবে;

তোমার এই বুদ্ধি টুকু নাই??!!!!!

আইনস্টাইন খুব লজ্জা পেয়ে বললেন; বন্ধু

আমিতো এভাবে ভাবিনি। আর আমি এভাবে ভাবলে

আইনস্টাইনও হতে পারতাম না।

সত্যিই তাই; আইনস্টাইনের নিজের বাড়ির টেলিফোন

নং, বাড়ির ঠিকানাও মুখস্ত ছিলনা। তিনি বলতেন পৃথিবীতে

মুখস্ত করার অনেক জিনিস আছে। নিজের বাড়ির

টেলিফোন নং এর মত তুচ্ছ জিনিস মুখস্ত করে

ব্রেনের সেলগুলোকে ভরিয়ে ফেলতে চাই

না।

আসলেই তাই। আপনি সিরিয়্যাল দেখবেন, বন্ধুদের

সাথে আড্ডাও দিবেন, পার্টিতেও যাবেন, রান্নাও

করবেন, আইপিএল-চ্যাম্পি

য়ন্স লিগও দেখবেন; আবার ব্যাংকারও হবেন... !!!!!

তাহলে অন্য যারা দিন-রাত সবকিছু ভুলে পড়াশুনা করছে,

তারা ব্যাংকার না হয়ে কি ঘোড়ার ঘাস কাটবে????

আপনার অনেকগুলো সামাজিক পরিচয় আছে; আপনি

কারও বন্ধু, কারও সন্তান, কারও বয় ফ্রেন্ড, কারও

গার্লফ্রেন্ড আরও অনেক কিছু। কিন্তু সত্য কথা এই

যে, যতক্ষন পর্যন্ত আপনার একমাত্র পরিচয় হবে;

আপনি ব্যাংকার প্রত্যাশী.. ততক্ষন পর্যন্ত আপনার

ব্যাংকার হওয়া প্রায় অসম্ভব।

সব মেধাবী মানুষরাই অ্যাব-নরমাল হয়। কারণ আমরা

তাদের অ্যাব-নরমাল ভাবি। কারণ তারা আমাদের মত তুচ্ছ

সামাজিকতা, তুচ্ছ বুদ্ধির চর্চা করেনা।

তাই তাদের সাথে আমাদের চিন্তা যায় না। কারণ আমরা

তাদের মত ব্রিলিয়ান্ট না।

উসাইন বোল্ট বলেছিলেন, আমি দৌড়ানো ছাড়া আর

কিছু পারিনা। মাইকেল ফেলপস বলেছিলেন, আমার

কেবল মাত্র ১ টি গুণ আছে আমি সাঁতার কাটতে পারি।

এলভিস প্রিসলি বলেছেন, গান গাওয়া আমার একমাত্র

কাজ। আর তাঁরা একটি কাজ করতেন এবং পারতেন,

বলেই তারা গ্লোবাল স্টার হয়েছিলেন।

ম্যারাডোনার মত ফুটবলার হওয়ার জন্য কি করা দরকার???

ছোট্ট লিওনেল মেসি এই কথার জবাবে, বার্সার

কোচিং চিফ অব স্টাফ বলেছিলেন, ছোট্ট একটি

কাজ করতে হবে। আর তা হচ্ছে....

# Eat football,

# drink football,

# fell football,

# sleep football,

# play football,

# practice football,

# love football,

# passion football,

# emotion football,

# mission football,

# vision football,

# destination football,

# goal football.

অর্থাৎ তোমার সারা অস্তিত্ব জুড়েই থাকবে ফুটবল।

ফুটবল নিয়ে তুমি ফানা হয়ে যাবে।

তাই আজ থেকে আপনি বলে উঠেন; আজ

থেকে আমার কাজ

# Eat Bank,

# drink Bank,

# fell Bank,

# sleep Bank,

# play Bank,

# practice Bank,

# love Bank,

# passion Bank,

# emotion Bank,

# mission Bank,

# vision Bank,

# destination Bank,

# goal Bank.

সুতরাং আপনার সকল অস্তিত্ব জুড়েই থাকবে শুধু

ব্যাংকার না আপনি জীবনে যা হতে চান তা হওয়ার চিন্তা।

আর এই চিন্তায় আপনাকে সফল করবে।

বিষয়: বিবিধ

৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File