লাইসেন্সে প্রাপ্ত পতিতা সম্রাজ্ঞি এবং সাবেক পর্নো তারকা সানি লিওনকে না বলুন।

লিখেছেন লিখেছেন নৈশ শিকারী ১৯ আগস্ট, ২০১৫, ০৮:২৭:০৯ রাত

গুঞ্জনের ইতি ঘটিয়ে অবশেষে ঢাকা আসছে নীল জগত থেকে বলিউডে পা রাখা সানি লিওন। বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এ শো’টি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আয়োজক সূত্রে আরো জানা যায়, এই শো'র সর্বনিম্ন টিকেট মূল্য ১৫ হাজার টাকা রাখা হয়েছে। সানি লিওনের বাংলাদেশে আসার কথাটা শোনার পর আমার মনের মাঝে খুব আক্ষেপ, ঘৃনা আর কষ্টের জন্ম নিয়েছে কেন নিয়েছে তা ক্রমানুসারে বলছি,

অই মিঁয়া ফুটানি মারান? বাসের কন্ট্রাকটার ৫টাকা বেশী চাইলে চড় মারেন, ৩জন রিকশাতে উঠে রিকশা ওয়ালাকে ১০টাকা বেশী দিতে গেলে আপনি মিতব্যায়ি হয়ে জান অথবা ভিক্ষুককে ১০টাকা দিয়ে ৫টাকা খুচরা ফেরত নেন, তাহলে সানি লিওনের অর্ধনগ্ন শরীরের কাম উত্তেজক অঙ্গভঙ্গি দেখার জন্য সর্বনিন্ম ১৫০০০টাকা খরচ করতে আপনার বিবেক কিভাবে সায় দিবে? আর তাকে দেখারই বা কি আছে? বুকে হাত দিয়ে বলেনতো অর পা থেকে মাথা পর্যন্ত কোনও অঙ্গ দেখা আপনার বাকি আছে কিনা? তবুও যদি দেখতে মন চায় তাহলে ১৫০০০টাকা খরচ করতে হবে কেন? ১৫টাকার MB কিনলে যার পুরো বডিটা পোশাক সহ অথবা পোশাকহীন ভাবে দেখা যায় সেখানে ১৫০০০টাকা খরচ করাটা আধিক্ষেতা না?

আমাদের দেশের ৯৫%ই মুসলিম জনগন, আর ইসলামি শরিয়তে গান বাদ্য হারাম, এখন যেহেতু আমাদের নাচ গানের মতো আবর্জনা গ্রহনই করতে হবে তাহলে একটু পরিচ্ছন্ন আবর্জনাই কি গ্রহন করা উচিত না? মানে আমি বোঝাতে চেয়েছি নীল ছবির নায়িকার নাচগানকে গ্রহন না করাটাই কি শ্রেয় না ? সে এখন যতই বলুক আমি ভালো হয়ে গেছি, ভার্জিন হয়ে গেছি কিন্তু আসলেই কি সে ভালো হয়ে গেছে? বর্তমানে তার অভিনীত মুভি গুলো একটু দেখলেই বোঝা যায়, আগে পুরো খুলে পারফম করতো আর এখন একটু ঢেকে পারফম করে, যা তার চরিত্রের তেমন পরিবর্তন এনে দিতে সক্ষম হয় নাই।

লিওন কালাচারটা আমাদের দেশের মতো ভদ্র কালচারের সাথে যায়না, এই দেশে যৌন উত্তেজক একটা দৃশ্য প্রচার করা আর যুব সমাজকে ধর্ষণে উৎবুদ্দ করা একই কথা, কিন্তু ভারতের মতো; বিশ্বে ধর্ষণে পঞ্চম স্থান অধিকার কারি দেশের জন্যই লিওন কালচার পারফেক্ট।

ভাইরা সকলের কাছে একটা রিকোয়েস্ট সবায় এক বাক্যে সানি লিওনকে না বলুন, নীল ছবির এই নায়িকার শরীর প্রদর্শনের অপয়া সংস্কৃতিকে না বলুন, এই নোংরা সংস্কৃতি আমাদের দেশে ঢুকলে আমাদের সংস্কৃতির যতোটুকু অবশিষ্ট আছে সেটাও হারিয়ে যাবে।

আপনাদের যার যার জায়গা থেকে এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলুন, আপনার আমার প্রতিরোধ হয়তো সানির মতো নষ্ট পতিতার এদেশে আসাটা আটকাতে পারবে, তাই এখন থেকেই প্রতিবাদ শুরু করেন।

আর যারা আগে থেকেই প্ল্যান করে রেখেছেন যে সানি আসলে বিনোদনের জন্য সেই পার্ফমেনস দেখতে যাবেন তাহলে এখনি থামুন, যদি সত্যিকারের বিনোদন এবং আনন্দ উপভোগ করতে চান তাহলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন সেই টাকা দিয়ে যেই টাকাটা আপনি নোংরামি উপভোগ করার জন্য রেখে ছিলেন। আপনার সেই দানে যখন পথ শিশু গুলোর মুখে হাসি ফুটবে তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন এরচেয়ে সুখের ও আনন্দের আর কিছুই হতে পারেনা।

বিষয়: বিবিধ

১৭৪৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336954
১৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : না বলুন। ইসলামী দলগুলো কই?
১৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৩
278669
নৈশ শিকারী লিখেছেন : ইসলামি দল গুলোর নিরবতা আমাকেও অবাক করেছে।
336961
১৯ আগস্ট ২০১৫ রাত ০৯:২৫
নারী লিখেছেন : বাংলাদেশ নষ্টের মুখে
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৯
278697
নৈশ শিকারী লিখেছেন : যথার্থ বলেছেন, তবে আমার মনে হয় সময় এখনো শেষ হয়ে যায়নি, এই মুহূর্তে সকলে সোচ্চার হলে আমরা আমাদের এই দেশকে রক্ষা করতে পারবো।
336965
১৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



ইসলামি দল গুলোর নিরবতা আমাকেও অবাক করেছে।

যথার্থ বলেছেন, সহমত
যারা চায় মু’মিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক, তারা দুনিয়ায় ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। (সূরা নূর আয়াত ১৬)


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

১৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৭
278673
আবু সাইফ লিখেছেন : সংশোধনীঃ আয়াত নং ১৯
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৩৩
278698
নৈশ শিকারী লিখেছেন : জাযাকাল্লাহ; আপনাকেও অনেক ধন্যবাদ, শুভ কামনা রইলো।
336978
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : সত্যি নির্মাম বাস্তবতা!
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৩৯
278699
নৈশ শিকারী লিখেছেন : এই বাস্তবতা মেনে জাস্ট বসে থাকলে চলবেনা, আমাদের সকলের সোচ্চার হতে হবে; মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভ কামনা রইলো।
336999
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:০২
সালমা লিখেছেন : হায়রে দেশ হায়রে মুসলমান,,,!! ইসলামি দল গুলোর নিরবতা আমাকেও অবাক করেছে।
১৯ আগস্ট ২০১৫ রাত ১১:৫১
278701
নৈশ শিকারী লিখেছেন : দেশ রসাতলে গেলেও মুসলিম হিসেবে আমাদের ঈমান এখনো রসাতলে যায় নাই, ঈমানি দায়িত্ব হিসেবে এই অনাচারের বিরূদ্ধে আমাদের সকলের রুখে দাড়াতে হবে, যদি এতটুকু না করতে পারি তাহলে আমরা কিসের মুসলমান?
337018
২০ আগস্ট ২০১৫ রাত ০১:৫৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। প্রতিহত করতে হবে! ঐসব নর্দমার কিটদের।
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৫
278773
নৈশ শিকারী লিখেছেন : ওয়ালাইকুমাস সালাম, "প্রতিহত করতে হবে! ঐসব নর্দমার কিটদের।" 100% সহমত
337043
২০ আগস্ট ২০১৫ সকাল ০৬:১২
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:০০
278774
নৈশ শিকারী লিখেছেন : অথচ, আমাদের দেশে এই কালচার প্রবেশ করানোর জন্য আমরা উঠে পরে লেগেছি।
337065
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন এক হৃদয়হিন জাতি।
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৩
278777
নৈশ শিকারী লিখেছেন : হৃদয় হীন হলেও আমরা সম্ভবত এখনো বিবেক হীন হয়ে যাই নাই, তাই এখন থেকেই এইসব অনাচার বিবেক দিয়ে প্রতিহত করতে হবে।
337427
২২ আগস্ট ২০১৫ রাত ০৩:৪০
এলিট লিখেছেন : sony থেকে sunny পর্যন্ত - এখানে ক্লিক করুন
২২ আগস্ট ২০১৫ সকাল ০৫:৩৭
279086
নৈশ শিকারী লিখেছেন : Winking
১০
338003
২৭ আগস্ট ২০১৫ রাত ০২:১৩
এলিট লিখেছেন : সানি লিওন বাংলাদেশে আসার খবরটি একটি গুজব - Click this link
২৭ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৮
279560
নৈশ শিকারী লিখেছেন : আসলে ব্যাপারটা এমন কিছু স্বনাম ধন্য অনলাইন নিউজ সহ কিছু ব্লগারের টাইম লাইনে পাওয়া গেছে যে, ব্যাপারটা মিথ্যা হতে পারে সেটা অনেকেরই কল্পনার অতীত হয়ে গেছে। তবে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোটা ঠিক না, আবার এটাও ভাবা যায় যে, "যা রটে তার কিছুটা হলেও ঘটে।" এখন এমনও হতে পারে যে ঘটনা সত্যি তবে সেটা ধামা চাপা দিয়ে দেশের মানুষের ক্ষোভ দূর করার জন্য মিথ্যে নাটক করা হচ্ছে।
২৭ আগস্ট ২০১৫ রাত ০৪:০২
279561
নৈশ শিকারী লিখেছেন : আসলে ব্যাপারটা এমন কিছু স্বনাম ধন্য অনলাইন নিউজ সহ কিছু ব্লগারের টাইম লাইনে পাওয়া গেছে যে, ব্যাপারটা মিথ্যা হতে পারে সেটা অনেকেরই কল্পনার অতীত হয়ে গেছে। তবে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোটা ঠিক না, আবার এটাও ভাবা যায় যে, "যা রটে তার কিছুটা হলেও ঘটে।" এখন এমনও হতে পারে যে ঘটনা সত্যি তবে সেটা ধামা চাপা দিয়ে দেশের মানুষের ক্ষোভ দূর করার জন্য মিথ্যে নাটক করা হচ্ছে।
২৭ আগস্ট ২০১৫ রাত ০৪:০৫
279562
নৈশ শিকারী লিখেছেন : Tongue Winking আসলে ব্যাপারটা এমন কিছু স্বনাম ধন্য অনলাইন নিউজ সহ কিছু ব্লগারের টাইম লাইনে পাওয়া গেছে যে, ব্যাপারটা মিথ্যা হতে পারে সেটা অনেকেরই কল্পনার অতীত হয়ে গেছে। তবে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোটা ঠিক না, আবার এটাও ভাবা যায় যে, "যা রটে তার কিছুটা হলেও ঘটে।" এখন এমনও হতে পারে যে ঘটনা সত্যি তবে সেটা ধামা চাপা দিয়ে দেশের মানুষের ক্ষোভ দূর করার জন্য মিথ্যে নাটক করা হচ্ছে।
২৭ আগস্ট ২০১৫ রাত ০৪:২৩
279563
নৈশ শিকারী লিখেছেন : Tongue Winking আসলে ব্যাপারটা এমন কিছু স্বনাম ধন্য অনলাইন নিউজ সহ কিছু ব্লগারের টাইম লাইনে পাওয়া গেছে যে, ব্যাপারটা মিথ্যা হতে পারে সেটা অনেকেরই কল্পনার অতীত হয়ে গেছে। তবে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানোটা ঠিক না, আবার এটাও ভাবা যায় যে, "যা রটে তার কিছুটা হলেও ঘটে।" এখন এমনও হতে পারে যে ঘটনা সত্যি তবে সেটা ধামা চাপা দিয়ে দেশের মানুষের ক্ষোভ দূর করার জন্য মিথ্যে নাটক করা হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File