যেসব কারণে রোজা ভঙ্গ হয়ে যায়

লিখেছেন লিখেছেন মাঈনউদ্দিন মিয়াজী ০৮ জুন, ২০১৬, ০৩:১৯:৩২ দুপুর

জেনে নিন, যেসব কারণে রোজা নষ্ট হয়ে যায় !

১. ইচ্ছাকৃত পানাহার করলে।

২. স্ত্রী সহবাস করলে ।

৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।

৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে।

৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল প্রবেশ করালে।

৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে ।

৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেমাগে ওষধ পৌছালে।

৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।

৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।

১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।

১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।

১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।

১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে ।

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371430
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:৫৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।
371431
০৮ জুন ২০১৬ বিকাল ০৪:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। পড়ে আবারো ফিরে আসলাম।

আপনার মূল্যবান লিখাটি পড়ে আবারো জানা হল রোযা ভঙ্গের বিভিন্ন কারনসমূহ মাশাআল্লাহ।

সুন্দর প্রচেষ্টার জন্য জাজাকাল্লাহু খাইর।
০৮ জুন ২০১৬ রাত ১১:৪৯
308245
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : সবাই কে ধন্যবাদ। আসলে আমি ব্লগে আমি নতুন। তাই আপনারা আমাকে সর্বাত্মক সহায়তা করবেন।
371437
০৮ জুন ২০১৬ বিকাল ০৫:১৭
কুয়েত থেকে লিখেছেন : রোযা ভঙ্গের কারন ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০৮ জুন ২০১৬ রাত ১১:৪৯
308246
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : সবাই কে ধন্যবাদ। আসলে আমি ব্লগে আমি নতুন। তাই আপনারা আমাকে সর্বাত্মক সহায়তা করবেন।
371448
০৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : সবাই কে ধন্যবাদ। আসলে আমি ব্লগে আমি নতুন। তাই আপনারা আমাকে সর্বাত্মক সহায়তা করবেন।
371463
০৮ জুন ২০১৬ রাত ১০:১১
আবু জান্নাত লিখেছেন : প্রয়োজনীয় পোষ্ট। জাযাকাল্লাহ খাইর
০৮ জুন ২০১৬ রাত ১১:৪৯
308247
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : সবাই কে ধন্যবাদ। আসলে আমি ব্লগে আমি নতুন। তাই আপনারা আমাকে সর্বাত্মক সহায়তা করবেন।
371468
০৮ জুন ২০১৬ রাত ১০:২৪
আফরা লিখেছেন : সুন্দর পোষ্টের সাথে আপনাকেও ব্লগে স্বাগতম । আরো বেশি বেশি লিখুন ।
০৮ জুন ২০১৬ রাত ১১:৪৯
308248
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : সবাই কে ধন্যবাদ। আসলে আমি ব্লগে আমি নতুন। তাই আপনারা আমাকে সর্বাত্মক সহায়তা করবেন।
371478
০৮ জুন ২০১৬ রাত ১১:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে আপনাকে স্বাগতম।
371482
০৯ জুন ২০১৬ রাত ১২:২৮
ইরফান ভাই লিখেছেন : খুব ভাল পোস্ট ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
371489
০৯ জুন ২০১৬ রাত ০১:১০
মামুন আব্দুল্লাহ লিখেছেন : খুব ভালো পোষ্ট । রামাদান কারীম ।
১০
371534
০৯ জুন ২০১৬ দুপুর ০২:৪৭
হতভাগা লিখেছেন : রোজা রেখে অফিসে কাজ করার সময়/ অনেক ক্ষেত্রে প্রচন্ড মাথা ব্যথা করে । দেখা যায় যে অন্য সময়ে Icy cool Max ব্যবহার করে বা Voltalin 50 mg suppository নিলে সেই ব্যথা মাশা আল্লাহ চলে যায় ।

প্রচন্ড মাথা ব্যথায় এমন পরিস্থিতির উদয় হল যে রোজা ভাঙতে হবে , কিন্তু মন সায় দিচ্ছে না ।

এক্ষেত্রে বাম/সাপোজিটরি ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে ?
১১
371539
০৯ জুন ২০১৬ বিকাল ০৪:৩১
মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : ন ভাঙ্গবে না।
১২
371540
০৯ জুন ২০১৬ বিকাল ০৪:৩৪
মাঈনউদ্দিন মিয়াজী লিখেছেন : #গাজী ভাই কোন লেখা বা কমেন্ট এডিট করার অপশন আছে কি না? এখানে একেঅপরের সাথে যোগাযোগ করার সিস্টেম কী?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File