স্টিফেন হকিং চেপে রাখা কিছু অজানা সত্য

লিখেছেন লিখেছেন আলিম হায়দার চৌধুরী অনিক ২৯ আগস্ট, ২০১৫, ১০:১৪:০৮ সকাল

স্টিফেন হকিং সম্পর্কে কিছু অজানা তথ্য যা বেশির ভাগ লোকেরই অজানা।

১৯৬৮ সালে হকিং Cambridge এর Institute of astronomy তে staf Member নিযুক্ত হন।

Michale white and John gribbin স্টিফেন হকিং এর জীবনি Stephen Hawking a life in a science লিখেন

"Mitton (administrativehead of the institute) recalls that Hawking was not the easiest person to work with .he found him irritatble and impatient. Such moods were perhaps a symptom of mans conditions "page 119-120)

মিটন বলেন

হকিং এর সাথে কাজ করা খুব কঠিন। তিনি হকিংকে বদমেজাজি ও অস্হিরমতি পান। এই স্বভাব তার স্বাস্হ্যগত অবস্হার জন্য।

"his favourute move,when he is annoyed by something has said,is to drive over their toes, page 162

হকিং কারো কথায় কারো ওপর রাগান্বিত হলে সেই ব্যক্তির পায়ের পাতার উপর দিয়ে তাঁর মোটর চালিত হুইল চেয়ার চালিয়ে দিতেন। এটা তার প্রিয় চাল ছিলো।

"He hawking has a stubborn streak and difinite strains of a rebellious natyr,partle cultivated by his circumstances, which give him an appetite for dispute"

page no: হকিং এর ছিলো একগুঁয়ে স্বভাব চিহ্ন এবং বিদ্রোহী প্রকৃতির নিশ্চিত চাপ। এটা তার শারীরিক অবস্হার কারণে হয় আর এটা তাকে অন্যের বিরোধীতা করার জন্য উত্সাহী করে।

"Cambridge university is a very tight community there are numerous rivalries,jealousies,animosities.page 281

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েরঅধিবাসিবৃন্দ একটি আটসাট সমাজে বসবাজ করে সেখানে আছে প্রচুর প্রতিদ্বন্দিতা ঈর্ষা ও শত্রুতা ॥আর ডঃ হকিং ও এ থকে দূরে নন ক্যামব্রিজে বসবাস করে।

উপরের তথ্য গুলোতে তার শারীরিক অক্ষমতা ও বাজে স্বভাবের বর্ণণা করলাম।

হকিং এর নারীদেহের প্রতি লোভ এবং সমকামীতা

Michale white and dr.john gribbin

"Stephen Hawking -a life in a science

" one of the group has science intimated that there was an undobted tinge of school boy homosexuality about the whole thing .

Page no.15

দলের একজন পরবর্তীতে জানায় যে পুরা ব্যাপারটিতে যা ছিল মাঝে মাঝে বিভিন্ন স্হানে একত্রিত হওয়া,নিশ্চিত ভাবে ছিল স্কুল জীবনের সমকামী কার্যকলাপ ।

"stephen loves company of women ,he enjoys flirting ,he appreciates physical beauty:why else would he have a poster of marylin Monoroe in his officer? Hawkings relationship with Elaine mason is not one basec on pity or other such feeble fondations .according to Schramm one of Hawkings Oldest and closet friends who is now at the university of chicago.who has spent a lot of time with the couple there is a genuine love between them,page 288

স্টিফেন হকিং মেয়েদের সাহচর্য পছন্দ করেন তিনি মেয়েদের সাথে ঢলাঢলি উপভোগ করেন তিনি শারীরিক সৌন্দর্যের কদর করেন। না হলে কেন তার দফতরে চিত্র তারকা মেরেলিন মনরোর ছবি থাকবে?ডেভিড ম্যাসনের স্ত্রী এলিন ম্যাসনের সঙ্গে হকিং এর উপর করুণা বা অন্য কোন দূর্বল ভিত্তির উপরে ছিল না।

এলিন ছিলো ডেভিড স্ক্রামের (যিনি একজন অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হকিং এর। তার মতে যিনি হকিং ও এলিন ম্যাসনের সঙ্গে অনেক সময় কাটান হকিং এলিন জুটির ভিতরে সাচ্চা মহবত লক্ষ্য করেন। পৃষ্ঠা ২৮৮

মাইকেল হোয়াইট ও জন গ্রিবিনের মতে পৃষ্ঠা ১২৬

হকিং এর পুরাতন ও ঘনিষ্ট বন্ধু স্ক্রাম জানায়ে যে

হকিং অসংশোধনীয় ভাবে নারী আসক্ত ছিলেন এবং তাঁর চোখ সাংঘাতিকভাবে খারাপ ছিলো।

আবার হকিং জেনের সাথে বিবাহ বিচ্ছেদ করেন নিজের ইচ্ছাতেই। এই জেন তার সাথে পঁচিশ বছর কাটান যখন হকিং এর জীবনে ছিলো অনেক করুণ মূহুর্ত।

ডঃ হকিং এই বিয়ে ভাঙতে দোষী যে তার কথাতেই প্রমাণ মিলে।

"আমার ট্রাকিওষ্টমি অপারেশনের পর আমার চব্বিশ ঘন্টা নার্স লাগত। তার ফলে বিয়েটার উপর ক্রমশ বেশী বেশী চাপ পড়ছিলো শেষে আমি বেরিয়ে এলাম। এখন আমি থাকি ক্র্যাম্বিজের একটি নতুন ফ্ল্যাটে।আমরা এখন আলাদা থাকি।

সুত্রঃ কৃষ্ণগহ্বর এবং শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা স্টিফেন হকিং পৃষ্ঠা নং ১৫৪

।আর সেই নার্স টি হলেন এল্যানে ম্যাসন যার কথা উপরে উল্লেখ আছে।

সে যে অকৃতজ্ঞ ছিলো এটাই তাঁর প্রমাণ।

স্ববিরোধী স্টিফেন হকিং

Any pjysical theory is always provisional in the sense that it is only a hypothesis:you can never prove it.na matter how many times the results of experiments agree with some theory,you can never be sure that next time the result will not contradict the theory .page no 11 a brief history of time.

পদার্থবিদ্যার যে কোনো থিওরি সাময়িক এই দৃষ্টিভঙ্গিতে যে এটা শুধু একটি অনুমান।তুমি কখনই এটাকে প্রমাণ করতে পারনা। এটা যায় আসে না কতবার পরীক্ষা ও নিরীক্ষার ফলাফল থিওরির সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তুমি কখনও নিশ্চিত হতে পারবে না যে পরেরবার পরীক্ষার ফলাফল থিওরির বিরুদ্ধে যাবে না।

এবার দেখুন স্ববিরোধীতার প্রমাণ

তিনি মাধ্যাকর্ষণের কোয়ান্টাম থিওরি দ্বারা ঈশ্বরের চিন্তা একেবারে দূর করতে চান কিন্তু তিনি তাতে ব্যর্থ হয়েছেন

michael whirt And dr.john gribbin তাদের বই sthephen hawking a life in science এর ২৬৬ পৃষ্টাতে উল্লেখ করেছেন

১৯৮৫ সালে আমেরিকার শিকাগো শহরে

সময়ের দিক বা the direction of time শিরোনামে এক বক্তৃতাতে হকিং বলেন যে

ভবিষ্যতে এক সময় মহাবিশ্ব সঙ্কুচিত হবে এবং তখন কাল বা সময় উল্টো পথে চলবে time would reverse

তিনি বলেন মহাবিশ্ব সম্প্রসারণকালে যা যা হয়েছিলো তা তা সবই হবে আবার ঘটবে তবে উল্টো পথে বিপরীতভাবে।

অনেকই সমালোচনা করেন এর মধ্যে উল্লেখযোগ্য তার সহকর্মী ডন পেজও।

পরে ১৯৮৬ সালে তিনি আবার শিকাগোতে এসে বলেন এর আগে যা বলেছিলেন তা ভূল বলেছিলেন। এবার দেখলেন তিনি তার তত্বের স্ববিরোধী ছিলেন।

স্টিফেন হকিং এর যে সব স্বভাব ছিলো সেগুলো হলো

আপন তত্ত্বের বিরোধীতাকারী

সমকামী

যৌনপ্রিয়তা

বদমেজাজি

আক্রমণাত্মক

একগুঁয়ে

ইত্যাদি

আমাদের দেশের দুচারটাকার লোভী নাস্তিকদের সাথে কি স্টিফেন হকিং এর মিল আছে?

বিষয়: বিবিধ

৩৩৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338367
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:১৭
রক্তলাল লিখেছেন : তার গড নিয়ে ডকুমেনটারিতে গাণিতিক কোনো সমাধান দিলেন না। ভাইকিংদের নিয়ে আর এটা সেটার গল্প কিচ্চা ছাড়া বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই।
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:২৬
279863
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : কথাটি বুঝতে পারি নাই
আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলুন
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৬
279864
রক্তলাল লিখেছেন : গড নিয়ে ওনার একটা কনক্লুসিভ ডকুমেন্টারি আছে।
যেখানে আমি আশা করেছিলাম তিনি গণিতের মাধ্যমে ওনার কনক্লুশন ব্যাখ্যা করবেন।
তা না করে তিনি নানা রকম গল্প সল্পের অবতারণা হতাশ করেছেন।
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৫১
279872
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : Happy
338369
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৭
নাবিক লিখেছেন : ব্যাটাতো আস্তা একটা বদমাশ।
২৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৫
279874
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : দুঃখের বিষয় এটাই যে বদমাইশরাই কিছু একটা বের করে আদর্শ হয়ে যায়
আর আদর্শবানরাই হয়ে যায় অনাদর্শ
338370
২৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৫
হতভাগা লিখেছেন :


এই লোক অনেকদিন থেকেই হুইল চেয়ারে । ইনার পক্ষে সমকামীতা করা কি খুব সহজ?
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৫
279868
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : ভাই স্কুল জীবনের কথা উল্লেখ আছে আপনি ভালো করে দেখুন
স্টিফেন হকিং আমার জানামতে ২১ বছরে প্যারালাইজড হন এর আগে
338373
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাতে কি ভাই তার বৈজ্ঞানিক তত্বগুলি ভুল হয়ে যায়??
২৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৫৫
279873
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : অবশ্যই না
যেসব তত্ত্ব ঠিক আছে সেগুলো ঠিক
তবে যখন সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি না নাই তার ব্যাপারে যখন স্টিফেন হকিং কে উপস্হাপন করা হয় তখন ব্যাপার টা খারাপ লাগে আর কি

আর বাংলাদেশের নাস্তিকদের সাথে যে স্টিফেন হকিং এর মিল আছে সেটা আর কি বললাম
২৯ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫৩
279918
রক্তলাল লিখেছেন : নাস্তিকতার পক্ষে হকিং এর কোনো গাণিতিক বিশ্লেষন নেই। আছে শুধু কিছু কেচ্চা কাহিনী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File