দেখতে দেখতে হাফ সেঞ্চুরী হয়ে গেল এবং সত্য পথের ব্লগ বন্ধুদের দৃষ্টি আকর্ষণ প্রসঙ্গে...

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৭ জুলাই, ২০১৫, ০২:৩৮:০৭ দুপুর

সমস্ত প্রশংসা মহান বিশ্ব কারিগর আল্লাহ্তায়ালার জন্য। যিনি কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান-বুদ্ধি দিয়েছেন, ইচ্ছের স্বাধীনতা দিয়েছেন, আখেরী নবী(সা)এর উম্মত হিসেবে বাছাই করে ধন্য করেছেন। বাংলাদেশকে প্রিয় জন্মভুমি হিসেবে আমার জন্য বরাদ্দ করেছেন।

আজ ২ মাস ২১ দিন হলো বিডি টুডে ব্লগে আমার পদার্পনের। ব্লগ টুডে কর্তৃপক্ষকে ধন্যবাদ। সে জন্য বরাবরের মত ব্লগবন্ধু বাহার ভাইকে জানাই সবিশেষ কৃতজ্ঞতা। আসলে ব্যস্ততার মাঝেও কিছু লেখার চেষ্টা করি। আহা মরি কিছু না! বন্ধুদের নিরন্তর উৎসাহে লেখালেখিতে এগিয়ে যাচ্ছি। অনেকের সহযোগিতা এবং পরামর্শ চলার পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। প্রবাসী বন্ধু আবদুর রহিম ভাইয়ের পরামর্শ অতুলনীয়। ধন্যবাদ জানাই তাকে, তিনি আমাকে কেন জানি না সদা সুদৃষ্টিতে রাখেন। আল্লাহ তার মঙ্গল করুন। অন্যান্য বন্ধুদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও নিরন্তর শুভ কামনা।

আপনারা জানেন এপর্যন্ত আমার বেশ ক’টি বই/পুস্তিকা বেরিয়েছে। নির্বাচিত ব্লগ বা আমার ব্লগে লেখালেখি নিয়ে কোন বই বের হয়নি। ভবিষ্যতে ইচ্ছা আছে। অচিরেই তা বাস্তবে রূপ দেবে। বই প্রকাশের অন্তরালে অনেক ব্যক্তির অবদান রয়েছে। তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসুন বই পড়ি, সুন্দর এবং আলোকিত সমাজ গড়ি। বই হোক সকলের নিত্যসঙ্গী। বই প্রকাশে লেখককে সকল প্রকার সহযোগিতা করি। আমরা জানি, বই কিনে কেউ দেউলিয়ে হয়নি এবং হবেও না। ভবিষ্যত প্রজন্ম হোক বই মুখী। সুন্দর আগামীর প্রত্যাশায়। বইগুলোর নাম হচ্ছে :

১। হৃদয়ে বাংলাদেশ-(২০০২)



২। ফোরাত তীরে তেল-সম্পদ দখলের লড়াই : রক্তে ভাসে ইরাক-(২০০৩)



৩। গণতন্ত্র সরকার রাজনীতি-(২০০৪)



৪। মন্তব্য নি®প্রয়োজন (কাব্যগ্রন্থ)-২০০৫



৫। আমরা কেন বুঝতে পারছি না-(২০০৬)



৬। বক্ষে আমার কা’বার ছবি : চক্ষে মোহাম্মদ রাসূল (হজ্জ গাইড)-২০০৭



৭। যেমন বাংলাদেশ চাই-(২০০৮)



৮। রাসূল আমার ভালবাসা-(২০১১)



৯। সিরাতুল মোস্তাকিম : জান্নাতের রোডম্যাপ-(২০১২)



১০। সাহারা হজ্জ কাফেলার হজ্জ স্মারক-১৩ (২০১৩)



১১। নারী সমাজের উন্নয়ন : প্রেক্ষিত ইসলাম-(২০১৪)



১২। ইদানীং লিটল ম্যাগ (সদ্য প্রকাশিত জুন ২০১৫ সংখ্যা)



ব্লগবন্ধুদের প্রতি :

-অতএব আমার ব্লগে লেখাগুলো পড়–ন সচেতনভাবে সুন্দর এবং মন্তব্য করুন।

-ভাল, গঠনমূলক মন্তব্য ও পরামর্শ কামনা করছি।

-প্রকাশিতব্য বইতে এখন থেকে মন্তব্য প্রদানকারীর মন্তব্যসহ প্রকাশ করা হবে।

-সেরা মন্তব্যকারীর জন্য রয়েছে দোয়া, ভালবাসা এবং প্রকাশকৃত বই উপহার।


=====

বিষয়: বিবিধ

১৪৯৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331943
২৭ জুলাই ২০১৫ দুপুর ০২:৫০
ফাতিমা মারিয়াম লিখেছেন : অভিনন্দন।

আলহামদুলিল্লাহ! অল্প সময়েই আপনি ব্লগে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন।

আপনার বইগুলি কিভাবে পাওয়া যাবে?
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৫
274235
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
সব বইতো নেই। তবে ৫/৬টা আছে। আপনি কোথায় থাকেন? মোবাইলসহ ঠিকানা আমার ইনবক্স করুন। আর যদি বাসা চট্টগ্রাম শহরে হয়ে থাকে তবে ইনবক্সে আমার নং দেব..অফিসে যোগাযোগ করতে পারেন..
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:৩০
274559
ফাতিমা মারিয়াম লিখেছেন : ঢাকায় কোন বইয়ের দোকানে কি পাওয়া যায় না?
331945
২৭ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাবাস, এগিয়ে যান।
তবে আগামী প্রজন্ম বই বিমুখ হয়ে ইন্টারনেট মুখী হয়ে যাচ্ছে। সামনের কয়েক বছরে হয়তো প্রিন্টিং প্রেস এ চাকুরীরত ভাইদের অধিকাংশের রুটি রুজিতে ভাটা পড়তে পারে, তাই আপনাদের মত ভালো লিখকগন কে এগিয়ে আসা চাই। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০২
274238
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনি ঠিকই বলেছেন আগামী প্রজন্ম বই বিমুখ হয়ে ইন্টারনেট মুখী হয়ে যাচ্ছে। নেট আসক্তি তাদের জন্য বড় রকমের হুমকি হয়ে গেছে। বিশেষ করে শরীর-মন-চরিত্র সব শেষ হয়ে যাচ্ছে। আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
331952
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:০০
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : জাযাকাল্লাহ চালিয়ে যান,সঙ্গেই পাবেন। আপনার মত এমন বিজ্ঞ লেখক হতে মন চায় , দোয়াই কামনা বই হোক নিত্য সঙ্গি ও জীবনের পাথেয়
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৬
274239
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস সালামু আলাইকুম, প্রিয় আবদুল্লাহ ভাই। না ভাই তেমন লেখক হতে পারি নাই..বিবেকের তাগিদে কিছু লিখি , মনটা হালকা করি। আমরা ব্লগ কুটিরে আপনাকে স্বাগতম..ধন্যবাদ
০২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৯
275332
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ লিংটা দিলে কৃতজ্ঞ হব
331968
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৫
রক্তলাল লিখেছেন : এক্টিভ থাকছেন। এটাই সবচেয়ে বড় Happy
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:০৮
274242
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..
331995
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মাশায়াল্লাহ আপনার সুন্দর প্রতিভা! আপনার আরো বহু বই বাজারে বের হোক দোয়া করি। ভাল থাকুন।
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:১২
274254
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন যাতে মিথ্যার বিরুদ্ধে লিখতে পারি..
332006
২৭ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৯
এ,এস,ওসমান লিখেছেন : শুভেচ্ছা রাখবেন। আশা করি আরো বই প্রকাশিত করবেন।
আল্লাহ আপনার লেখার মান আরো ভাল করে দিন। আমিন
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১১
274269
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার প্রতিও শুভেচ্ছা জানাই। দোয়া করবেন যাতে সকলের প্রত্যাশা পূরণ করতে পারি..আমিন।
332024
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
বার্তা কেন্দ্র লিখেছেন : ভাল লাগল,ধন্যবাদ..
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
274284
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
332033
২৭ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : মাছুম ভাই এগিয়ে চলুন। আমরা আপনার সাথে আছি- ইনশাআল্লাহ।
২৮ জুলাই ২০১৫ রাত ০১:২০
274330
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লোকমান ভাই,আমরা অপেক্ষায় আপনারও বই প্রকাশ দেখার জন্য..উদ্যোগ নেন..Good Luck Good Luck Good Luck
332070
২৭ জুলাই ২০১৫ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে তো খেয়াল করিনাই নাইলে হাফ সেঞ্চুরি উদযাপন করতাম!!
আপনার ব্লগ এবং বই দুই ই ভাল লাগে।
২৮ জুলাই ২০১৫ রাত ০১:২৩
274333
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চির সবুজ ভাই, আপনার প্রোফাইলটা কমলা (!) কেন? বদলে ফেলুন..এই নেনGood Luck Good Luck Good Luck
১০
332083
২৭ জুলাই ২০১৫ রাত ১১:৩২
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : যার হ্য় তার নয় বছরে হয়, যার হয়না নব্বই বছরে----
আপনাকে অভিনন্দন। ধারাবাহিকতা অব্যাহত থাকুক রাব্বুল আলামিনের কাছে এ প্রার্থনা করি।
২৮ জুলাই ২০১৫ রাত ০১:২৭
274334
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমিন। আপনার দোয়াই আমার জন্য যথেষ্ট। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
১১
332091
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৩৭
সায়িদ মাহমুদ লিখেছেন : বাহ্ আপনিতো দেখছি একদম জাত লেখক “রক্তে ভাসে ইরাক” বইটি আমি কিনতে চাই। লাইব্রেরির নাম জানালে উপকৃত হবো।
১২
332092
২৮ জুলাই ২০১৫ রাত ১২:৩৭
সায়িদ মাহমুদ লিখেছেন : বাহ্ আপনিতো দেখছি একদম জাত লেখক “রক্তে ভাসে ইরাক” বইটি আমি কিনতে চাই। লাইব্রেরির নাম জানালে উপকৃত হবো।
২৮ জুলাই ২০১৫ রাত ০১:২৮
274335
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাত লেখক হওয়া তো অনেক বড় বিষয়,আপনি আমার সাথে যোগাযোগ করুন..Good Luck Good Luck Good Luck
১৩
332107
২৮ জুলাই ২০১৫ রাত ০১:২৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। লেখাটি পড়েছি পোস্ট দেয়ার পরপরই কিন্তু মন্তব্য করার সুযোগ ছিলোনা ব্যস্ত ছিলাম।

আমাকে এভাবে উপরে উঠিয়ে দেয়া কি খুব জরুরী?

আপনার ব্লগ গুলো পড়ে খুব কমই. জানতাম.... এতগুলো বই প্রকাশিত হলো আগে জানতাম নাহ্। আপনি খুবই ভাগ্যবান আপনার মনের ভেতরের ভাব গুলো বইয়ের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন।

দেশে আসলে বই গুলোর খোঁজ নেব, ইনশা আল্লাহ।

আশা করছি আরো ভালো ভালো লেখা উপহার দিবেন ব্লগে এবং বইয়ের মাধ্যমে...। ধন্যবাদ।
২৮ জুলাই ২০১৫ রাত ০১:৩৯
274336
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আবদুর রহিম ভাইজান,আমি তো যা সত্যি তাই লিখেছি। আপনার জন্য বইয়ের কপি যা আছে জমা রাখব। আপনারা সবাই একটু বেশি বলছেন-কাঁচা হাতের লিখা, যা পড়ে ভাল লাগবে না। দোয়া করবেন যাতে সত্যের পথে থাকতে এবং লিখতে পারি..অনেক ধন্যবাদ আপনাকে..
২৮ জুলাই ২০১৫ রাত ০১:৪৩
274337
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অবশ্যই দোয়া থাকবে।
১৪
332306
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:৫২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার পথচলা আরোও সুন্দর হোক, কলম চলতে থাকুক, অনেক অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে।
২৯ জুলাই ২০১৫ রাত ০১:৪৭
274626
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : প্রিয় মামুন ভাই, আপনাকে জানাই বুকের ভেতর থেকে ধন্যবাদ..Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File