পুলিশ

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ এনামুল রিকু ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০০:১৩ দুপুর

পুলিশ-পুলিশ-পুলিশ,

কাজটা শুধুই ভুলিশ৷

ন্যায়ের পথটা ছেড়ে দিয়ে,

বাঁকা পথে চলিশ৷

স্বার্থের কাছে হার মেনে,

বিবেক আইন ভুলে গিয়ে,

এ কেমন তুই অপরাধ করিস?

পুলিশ-পুলিশ-পুলিশ

কাজটা শুধুই ভুলিশ৷

তোর হাতে বাধা দেশের,

ন্যায়-অন্যায়ের ঝুড়ি৷

বার বার শুধু ভুলে যাস

নিজের হাতে যে নিজেই আইন তুলি৷

পুলিশ-পুলিশ-পুলিশ!

কাজটা শুধুই ভুলিশ!

জনস্বার্থে যে শপথ করেছিলি পাঠ,

এখন তাহা ভঙ্গ করিস প্রতি দিন-রাত৷

ঘুষের টাকায় বানাস বাড়ি,

ঘুরিস তুই মনের মতো করে শখের গাড়ি৷

পুলিশ-পুলিশ-পুলিশ,

কাজটা শুধুই ভুলিশ!

সত্যের মাথায় মেরে বাঁশ,

মিথ্যায় বানাস নতুন সাজ,

গরিবের কথা ফেলে রেখে

ধনীর টাকায় শত হলেও মিথ্যার কাছে মানিস হার৷

পুলিশ-পুলিশ-পুলিশ!

কাজটা শুধুই ভুলিশ!

ছেড়েই দে না তোর নতুন যত কারসাজী,

কীসের বা তোর রাজনীতি?

টাকার কাছে হার না মেনে

আয় রে ফিরে সুখের এ জননীতি৷

বলবে তখন হেসে মন,

এদেশেরই মুক্তিকামীর,

শত্রু নয় তো বন্ধু রে তুই

ছোট্ট এই স্বাধীনভূমির৷

বিষয়: বিবিধ

৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File