গণতন্ত্রের সংলাপ: সাপ লুডু খেলার সরকার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ জুলাই, ২০১৭, ০৪:০২:০১ রাত

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

কাঙ্খিতা: আজ আষাঢ়ের সজল আকাশ,বৃষ্টি ভেজা দুপুর,

বাজায় কি মনে ফেলে আসা কোনো স্বপ্ন স্মৃতির নুপুর?



স্বপ্নীল: ছোট বেলার আনন্দ মেলা,

হাসি, গান, সাপ লুডু খেলা

নিয়ে কাটতো নিত্য দিন,

আহ,ছিল কি অমলিন!



কাঙ্খিতা: বন্দি বর্ষায় সবাই মিলে সাপ লুডু খেলতাম,

লুডুর উঁচু সিঁড়ি থেকে নিচুতে কত যে পড়তাম !

নিশ্চিত কথা ছিলো যে গেমটা শুধুই জিতবার,

অজগরের পেটে যেতেই তাতেই হার বারবার !



স্বপ্নীল: ছোট বেলার সাপ লুডু খেলবার

মতো, খেলছে আমাদের সরকার!

হেঁচড়ে পাঁচড়ে যেই উঠছে লুডুর সিঁড়ির উঁচুতে,

স্বৈরচারী কাজেই গড়িয়ে পড়ছে সে সিঁড়ির নিচুতে |



কাঙ্খিতা: কেন ছুলে অম্লান স্মৃতিগুলো আমার,

সরকারি কাজ দিয়ে যা বিশ্রী কদাকার?



স্বপ্নীল: প্রধানমন্ত্রী পেলেন "চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ" পুরস্কার,

ভেবেছি,সাপ লুডুর সিঁড়ি বেয়ে দেশ বুঝি পার হবে এবার |

ওমা,ইউনেস্কোর বিবৃতিতে সরকার মিথ্যা জড়িয়ে,

রামপাল কাণ্ডে দেশই পড়লো খাদের অতলে গড়িয়ে!



কাঙ্খিতা: বাক স্বাধীনতা পরিমাপ গণতন্ত্রের সিঁড়িতে বেয়ে উঠবার,

অজস্র গুম খুনে সে সিঁড়ি থেকেও গড়িয়ে পড়ছে সরকার !



স্বপ্নীল: গণতন্ত্রের সিঁড়ির উঁচুতে স্থান ভোট,সুষ্ঠু নির্বাচন,

ভোটারহীন নির্বাচনে সে সিঁড়ি থেকেও কি নিদারুন পতন!



কাঙ্খিতা: সরকারি কাজে সাপ লুডু খেলার ছাপ বোঝা নয় কষ্ট,

গণতন্ত্রের বসনে স্বৈরাচারে গড়িয়ে পড়া আজ স্পষ্ট |



স্বপ্নীল: সরকার উঠতে চায় যদিও সিঁড়ির উঁচুতে খুঁড়িয়ে,

স্বৈরাচারী কান্ডে নিমেষেই পড়ছে খাদে গড়িয়ে |

বাক ব্যক্তি স্বাধীনতাহীন দেশেও বইছে গণতন্ত্রের নহর!

স্বৈরাচার গিলতে সিঁড়ির উঁচুতে লুকানো আছে কোন অজগর?



বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File