নববর্ষ পালনের যৌতিকতা কোথায় ?

লিখেছেন লিখেছেন গালিব আক্তার ১৪ এপ্রিল, ২০১৫, ০৫:৩৮:৩২ বিকাল

ফেইসবুকে তো আছেই ! এখন ব্লগে এসেও দেখি নববর্ষের ছড়াছড়ি ! এত নববর্ষের ছড়াছড়ি কেন অনলাইনে ? গতরাতে অনেক অনিয়মিত ইউজারকে অনলাইনে পাওয়া গেছে ।বিশেষ দিন ছাড়া তেমন একটা অনলাইনে থাকে না ।আবার রাত ১২টার পর তারা আবার হাওয়া ! গত ইংরেজী নববর্ষে দীর্ঘ দিনের এক ফ্রেন্ডকে কল করেছিলাম ,ঠিক রাত ১২টার সময় ।কল ওয়েটিং ।আমি এত দিন জানতাম সে এত রাত পর্যন্ত জেগে থাকে না ।তাকে একটু কর্কষ ভাষা-ই তিরস্কার করেছিলাম ।কারণ সে বলেছিলো " Happy new year " ।আমি মুসলিম আমার জন্য কিসের এই নববর্ষের পালনের আগ্রহ ।যদি বিদেশী নববর্ষ পালনের এতটাই দৌড়ঝাঁপ , তবে কেন আরবী নববর্ষ পালন করতে এতটা মাথা ব্যথা ।মুসলিমদের তো আরবী ভাষার সাথে নিয়মিত মিলন ঘটে ।নামাযে আরবী ব্যবহার বাধ্যতামূলক ।কিন্তু সেই ভাষার প্রতি আমাদের কোনো টান আছে বলে মনে হয় না ।বাংলাদেশী বিধায় বাংলা আমাদের মাতৃভাষা কিন্তু বড়ই পরিতাপের বিষয় সেই ভাষা চর্চার ক্ষেত্রেও আছে অনীহা ।কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো , বাংলা ভাষা চর্চা করি আর নাই বা করি পহেলা বৈশাখ পালন করতেই হবে ।যারা আমাদের ক্ষতি করেছে আর এখন ও করছে সে বিদেশী ইংরেজদের মাতৃভাষা পালনে আমাদের নামধারী মুসলিম ছেলে মেয়ে যে ভাবে উঠেপড়ে লেগেছে তা বলাবাহুল্য যে এক দিন তারা নিজ মাতৃভাষা তো ভুলবেই আর আরবী ভাষা যে জানে তেমন একজন পাওয়া দুষ্কর হবে ।জানি আমার এই ব্লগ পড়ে অনেক নামধারী গালিব আক্তারকে মাতৃভাষা বিরোধী বলে আখ্যায়িত করতে পারেন ।কিন্তু যে আখ্যায় আখ্যায়িত করুন না , অবসরে একটু ভেবে দেখুন তো আসলে এই সকল প্রথা পালনের যৌতিকতা কোথায় ?

বিষয়: বিবিধ

১১৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314902
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সবাই সব কিছু জানে-বোঝে তবুও স্রোত যেদিকে চলে তারাও সেদিকে গা ভাসায় এই আরকি।
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
255906
গালিব আক্তার লিখেছেন : কথাটি ঠিক বলেছেন
314953
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৯
সামছুল লিখেছেন : পড়ে ভালো লাগলো ভাই
১৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৬
256676
গালিব আক্তার লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File