তোলো হাতিয়ার

লিখেছেন লিখেছেন গালিব আক্তার ৩১ মার্চ, ২০১৫, ১০:৫৬:৫৬ সকাল

ফেইসবুকে আনাগোনা এলাম ব্লগে , এখানেও দেখি সেলিব্রেটির তকমা নেই মোর ভাগে ! কোথায় যাব সেলিব্রেটি হতে জায়গা খালি নাই , সত্য বললেই সেলিব্রেটিরা তেলে বেগুনে জ্বলে যায় ।কোথায় মানবতা আর কোথায় প্রতিবাদী মুসলমান ? ইসলামীদের দমনে উঠে পড়ে লেগেছে ব্লগার নামে সেলিব্রেটি শয়তান ! এদের দমনে তোলো হাতিয়ার , চাপাতি নয় কঠোরদের মত শক্ত হাতে কলম ধরো যে এবার ! নয় কোনো রক্তপাত নয় হিংসা বিদ্বেষ ,কলম নামের অস্ত্র দিয়েই নাস্তিক ব্লগারদের অনলাইন থেকে চিরতরে ইনশাআল্লাহ করব যে শেষ ।

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311974
৩১ মার্চ ২০১৫ সকাল ১১:২৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ব্লগ-ব্লগার যত্তসব মাতাল। কিছু বড়লোকের বখাটে সন্তান যারা মদ-নেশা, নারী আর উশৃংক্ষল জীবন-যাপনে অভ্যন্ত_ কেউ বা বিদেশে বসবাসের স্বপ্নে বিভোর। গন্ডমূর্খেরা জাস্ট মুক্তমণা, সামু, নাগরিক, প্রথমআলোতে দু-৩টা ব্লগ আইডি খুলে তারপর ব্লগার টাইটেল নিয়ে ফেসবুক ভিত্তিক প্রচারণা চালায়। ফেসবুকে ইসলাম নিয়ে দু-চারদিন গালাগালি করলেই উগ্র হিন্দুরা অতিউৎসাহে ফ্রেন্ডলিস্টে এসে ভিড় জমায়,সমর্থন যোগায়। আর মুসলিমরা গালাগালি দেয়ার জন্য তাদের ফলোয়ার হয়।উগ্র হিন্দুরা তার ইসলামের গালাগালির মাত্রা দেখে ব্যাপক উল্লসিত হয়, কারণ হিন্দু পরিচয়ে এটা করা খুব কঠিন। তাই মুসলিম নামে কেউ যদি একাজে নামে তাতো অবশ্যই উপভোগ্য অন্যদিকে মুসলিমরা নিয়মিত গালাগালি করে মনের ঝাল মেটায়। তো পরিশেষে ব্লগার টাইটেল নিয়ে হয়ে গেল বিশাল নামডাক। কয়েকহাজার ফলোয়ার, ফ্রেন্ডস আর মস্তিষ্ক বিকৃত ফেসবুকীয় আবালমার্কা পোস্ট। বাহ! সে বিশাল পাবলিক ফিগার। বলদের দল। মরার পরে তো সেই মাটির তলেই যাবি। নে এবার মুড়ি খা। যত্তসব জারজ ইডিয়ট।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২২
253175
গালিব আক্তার লিখেছেন : ধন্যবাদ ভাই
311988
৩১ মার্চ ২০১৫ দুপুর ১২:০১
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : লিখে যান নিজের মনের কথাগুলো, সেলিব্রেটি হওয়ার প্রয়োজন নাই।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২৪
253176
গালিব আক্তার লিখেছেন : ধন্যবাদ ভাই মূল্যবান পরামর্শের জন্য
312022
৩১ মার্চ ২০১৫ দুপুর ০২:৫২
মাজহারুল ইসলাম লিখেছেন : একটা কলম যা পারে তা অস্ত্রেও পারেনা।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২৫
253177
গালিব আক্তার লিখেছেন : ঠিক বলেছেন ভাই ধন্যবাদ
312050
৩১ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : সেলিব্রেটি হতেই হবে, এমন তো কথা নেই, লিখে যান, কাজে দিবে একদিন না একদিন।
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২৭
253178
গালিব আক্তার লিখেছেন : আপনাকে বিশেষ ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File