নির্লজ্জ এক জাতি।

লিখেছেন লিখেছেন সাজেদুল ইসলাম ৩০ জুন, ২০১৫, ১২:৫৭:৩৬ রাত

আমরা বাংলাদেশীরা বড়ই নির্লজ্জ এক জাতি।আমাদের লজ্জা ও দেশের প্রতি ভালোবাসা মোটেই নেই।আমাদের দেশের প্রতি ভালোবাসা শুধুমাত্র কয়েকটি দিবসের মধ্যে সীমাবদ্ধ।আমার লেখা পড়ে কেউবা অবাক হতে পারেন আবার কেউবা আমায় গালি-গালাজ করতে পারেন।কিন্ত একটি বার চিন্তা করে দেখুন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে আমাদেরকে ইচ্ছা করে হারানো হয়েছিল।তখন আমরা অনলাইনে অনেক লেখা-লেখি করেছি।অনেক প্রতিবাদও করেছি।ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলতেও দ্বিধা করিনি।এর প্রতিবাদে আইসিসি’র প্রেসিডেন্ট পদ থেকে আ ফ ম মোস্তফা কামাল পদত্যাগ করেছিলেন।কিন্ত কিছুদিন যেতে না যেতেই আমরা তা বেমালুম ভূলে গেলাম।শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)আমরা কিছুদিন আগের ঘটনা ভূলে আইপিএল আনন্দে মেতে উঠলাম।তখন আমাদের একবারের জন্যও মনে হয়নি এই ভারতের চক্রান্তেই আমরা হেরেছিলাম।এবার যখন আমরা ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলাম তখন পাকিস্তান থেকে মন্তব্য করা হলো যে ভারত ম্যাচ ফিক্সিং করছে।তারা স্বীকার করতে চায় না আমরা যে আমাদের যোগ্যতার বলে ভারতকে হারিয়েছি।আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের বির্তকিত নো-বলটি ডেকেছিলো পাকিস্তানি আম্পায়ার আলিম দ্বার।অথচ আমরা পাকিস্তান ও ভারতের অন্ধ সাপোর্টার।শুধু পাকিস্তান,ভারত নয় কোন দেশের ক্রিকেট কাউন্সিল চায় না আমরা ভাল খেলে আরো উন্নতি করি।যার জন্য বাংলাদেশ দল চ্যাম্পিয়ান্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করার পর অনেক দেশের আর সহ্য হচ্ছে না।তাইতো তারা বাংলাদেশ যাতে চ্যাম্পিয়ান্স ট্রফিতে না খেলতে পারে সেজন্য নতুন চক্রান্ত শুরু করেছে।যার জন্য পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ কে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে।তাই আমাদের প্রত্যেকের উচিত হবে এদের কাউকে সাপোর্ট না করে আমাদের প্রিয় বাংলাদেশ দলকে সাপোর্ট করা।আমরা এদের সাপোর্ট করতে গিয়ে যে পরিমাণ টাকা ও সময় ব্যয় করি,সে পরিমাণ টাকা ও সময় ব্যয় করে আমরা যদি আমাদের প্রিয় বাংলাদেশ দলকে সাপোর্ট করতে পারি আমার দৃঢ় বিশ্বাস তাহলে আমাদের প্রিয় বাংলাদেশ দলটি আরো ভালো করবে।আমাদেরকে আরো বড় বড় জয় উপহার দিবে।আমাদের প্রিয় বাংলাদেশ দলের প্রতি শুভ কামনা রইল।

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328004
৩০ জুন ২০১৫ সকাল ১০:১৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশ যদি দক্ষিন আফ্রিকাকে কোন একটা ওডিআইতে হারাতে পারে তাহলে ওদের এই আয়োজনে জল ঢেলে দেওয়া যাবে ।

আইসিসির উচিত ছিল ৭-১০ নং এই চারটা দলের মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করা ।

বাংলাদেশ এদের মধ্যে ১ম নাহলেও ২য় হত নিশ্চিত
০১ জুলাই ২০১৫ রাত ০১:৪০
270398
সাজেদুল ইসলাম লিখেছেন : ঠিক।
328011
৩০ জুন ২০১৫ দুপুর ১২:১২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রধানমন্ত্রীকে কটুক্তি করলে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করে ৭ বছরের জেল দেওয়া হয়, কিন্তু নাছির ও মাশরাফির পরিবারের লোকদের নিয়ে কুলাঙ্গারেরা চরম কটুক্তি করলেও তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হলোনা! ইন্ডিয়ার সাথে সিরিজ জিতার পর কেন হঠাৎ কটুক্তি করা হচ্ছে, আগেতো কোনদিন এমন হয়নি! ক্রিকেট ধ্বংসের এই নোংরা রাজনীতি কেন? কাউকে খুশি করার জন্য নয়তো!!!
০১ জুলাই ২০১৫ রাত ০১:৩৯
270397
সাজেদুল ইসলাম লিখেছেন : ভালো লাগলো আপনার কথা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File