জল আছে যেখানে, মাছ ধর সেখানে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ জুলাই, ২০১৭, ০৫:২৩:৩৪ বিকাল



সরকার সকল অব্যবহৃত জলাশয়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে এ বছরে ২ থেকে ৩ লাখ টন অতিরিক্ত মৎস্য উৎপাদনের লক্ষ্য নিয়ে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু করেছে। মৎস্য সপ্তাহের প্রধান উদ্দেশ্য হচ্ছে অব্যবহৃত জলাশয়ের কাঙ্খিত ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া, যাতে এ বছর দেশে আরও ২ থেকে ৩ লাখ টন মৎস্য বেশি উৎপাদিত হয়। এ বছরে জাতীয় মৎস্য সপ্তাহের শ্লোগান হচ্ছে, ‘জল আছে যেখানে, মাছ ধর সেখানে’। দেশের মৎস্য সম্পদ সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপকহারে সচেতনতা সৃষ্টি করতে প্রতি বছরের ন্যায় এ বছরেও মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ও গুরুত্ব অপরিসীম। অথচ দেশীয় জাতের মাছ আজ নানা কারণে বিলুপ্ত হতে চলেছে। তাই সুস্বাদু দেশীয় জাতের মাছের সংরক্ষণ ও বংশবিস্তারে গুরুত্ব দিতে হবে। দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্যবিমোচনসহ বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্যসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের গুরুত্ব উপলব্ধি করে এককালে বাঙালির পরিচয় ছিল ‘মাছে ভাতে বাঙালি’। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাছের চাহিদাও বাড়ছে। পাশাপাশি মাছের আন্তর্জাতিক বাজারও সম্প্রসারিত হচ্ছে। এ কারণেই মৎস্য সম্পদের যথাযথ সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক ও পরিকল্পিত উপায়ে মৎস্য চাষ, আহরণ ও পরিচর্যার সকল সহায়তা করছে সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্য-আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে মৎস্য সম্পদ উন্নয়নসহ জনহিতকর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। মৎস্যখাতকে সরকার অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত হিসেবে অভিহিত করেছে। দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিগত সাড়ে আট বছরে বর্তমান সরকার এখাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ফলে জাতীয় অর্থনীতিতে মৎস্যখাতের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত এখাতে অধিকতর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ –এই উজ্জীবনী প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। প্রতি বছরের মতো এ বছরও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপিত হচ্ছে। এই উদ্যোগের দিক নির্দেশনা সমূহ আর প্রণোদনামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের সকল মৎস্য খাতের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। 

বিষয়: বিবিধ

৪৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383584
১৮ জুলাই ২০১৭ রাত ০৯:২৫
হতভাগা লিখেছেন : বৃষ্টির পানিতে ঢাকা শহরে যে জল জমে যায় সেখানেও কি মাছ পাওয়া যাবে ?

সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গার জলে কি মাছ আছে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File