স্বাধীনতার প্রায় সাড়ে চার যুগ পরেও থেমে নেই কুচক্রীদের কূকর্ম

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ মে, ২০১৭, ০৮:৪৯:৩৬ রাত

হাওরে বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে পাল্টাপাল্টি দোষারোপ না করে সংকট মোকাবেলার জন্য দরকার জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় নজর দেয়া। সাম্প্রতিক সময়ে একটি আলোচিত বিষয় হাওরাঞ্চল। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে গত ২৯ মার্চ সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের হাওর অঞ্চল বন্যায় প্লাবিত হয়। সরকারি হিসাবে বন্যায় প্রায় ২ লাখ হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের এই দুর্যোগ মুহুর্তেও হাওরের পানিতে ইউরেনিয়ামের মিশ্রণে মাছ মারা যাচ্ছে বলে অপপ্রচার চালিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে বিএনপি নেতারা অপরাজনীতি করার চেষ্টা করছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের মানুষদের জন্য শতভাগ সহায়তার ঘোষণা করেছেন এবং দুর্গত মানুষদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছেন যা বর্তমানে চলমান এবং দৃশ্যমান। কিন্তু বিএনপি সরকারের গৃহিত পদক্ষেপকে সাধারন মানুষের কাছে হেয় করে উপস্থাপনের চক্রান্তে লিপ্ত হয়েছে। অসহায়, দুর্গত মানুষদের প্রতি তাদের যদি সত্যিকারের সহানুভূতি থাকতো তাহলে সরকারের পদক্ষেপে দোষারুপে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে গঠনমূলক প্রস্তাব এনে কীভাবে সমন্বিত কাজ করা যায় সে বিষয়ে পরামর্শ দিত এবং সরকারের সাথে এক কাতারে নেমে এসে দুর্গত জনগণকে সহায়তা করতো। আসলে তাদের অদৃশ্য চাতুরতাকে অনেক সময় আমাদের খালি চোখে ধরা পড়ে না। সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিলের যুদ্ধে তারা সর্বস্ব পণ করেছে। আজ তাদের কাজে-কর্মে গনতান্ত্রিকতা কিংবা রাজনৈতিক আদর্শ সম্পুর্ন অনুপস্থিত। যে স্বপ্নকে ধারন করে এ দেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল বাংলার স্বপ্নবিলাসী সাত কোটি বাঙালী তা আজ হুমকির সম্মুখীন। কিন্তু স্বাধীনতার প্রায় সাড়ে চার যুগ পরেও থেমে নেই কুচক্রীদের কুকর্ম। দিন বদলেছে আজ তাই সময়ের সাথে সাথে আমাদেরও উচিৎ বদলে যাওয়া। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার সাহস দেখাতে হবে আমাদেরই। কিছু কিছু সময় দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করে পাল্টাপাল্টি দোষারোপ না করে দেশের কল্যাণে হাতে হাত মিলিয়ে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। সাথে সাথে আমাদের দেশের বিত্তশালীদের আরো ভূমিকা রাখা উচিৎ দেশের তরে। তাহলেই চৌষট্টি জেলার দেশে মাত্র ছয়টি জেলাকে প্রাকৃতিক দুর্যোগের সমস্যার বেড়াজাল থেকে উঠিয়ে আনতে খুব বেশি বেগ পেতে হবে না। আসুন সবসময় দেশের কল্যাণকে অগ্রগন্যতা দেই, হোক সে রাজনৈতিক অঙ্গনে, হোক সে সামাজিকতায়।

বিষয়: বিবিধ

৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File