টাইগারদের নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ ডিসেম্বর, ২০১৬, ০৪:৩৪:২৯ বিকাল

সময় যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আলোচনা ততই বাড়ছে। একটি ভিন্ন কন্ডিশনে আসন্ন এই সিরিজে কেমন করবে বাংলাদেশ, তা নিয়ে সমর্থকদের চিন্তার শেষ নেই। অবশ্য স্বাগতিক নিউজিল্যান্ড চিন্তিত বাংলাদেশের দুই ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব ইতিমধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। ব্যাট অথবা বল হাতে বিশ্বের যেকোনো দলের বিপক্ষে রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখেন, তা কারোরই অজানা নয়। এই সিরিজে তিনি যে প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারেন তা নিয়ে কিছুটা চিন্তিত নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন। তিন ঘরানার ক্রিকেটে বিশ্বের সাবেক এক নম্বর অলরাউন্ডার যেকোনো দলের বিপেক্ষেই ভালো কিছু করার ক্ষমতা রাখেন। শুধু সাকিবই নন, চোট থেকে মাত্রই সেরে ওঠা মুস্তাফিজুর রহমানকে নিয়েও চিন্তিত নিউজিল্যান্ড। আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি। অস্ট্রেলিয়ার সিডনিতে নয়দিনের অনুশীলন ক্যাম্প শেষেই ২৩ সদস্যের দল এখন নিউজিল্যান্ডে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিডনিতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে বাংলাদেশ দল, একটিতে হেরেছে, অন্যটিতে জিতেছে তারা। নিউজিল্যান্ড সফরে সফল হবে বাংলাদেশ টাইগার্সরা এমনটাই আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।



বিষয়: বিবিধ

৭৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380800
২০ ডিসেম্বর ২০১৬ রাত ১০:০৮
হতভাগা লিখেছেন : নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো কঠিন হবে । আশংকা করতেছি বাংলাদেশ না আবার গো-হারা হেরে বসে প্রতিটা ম্যাচে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File