তৃণমূলে ডিজিটাল সেবা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৬:৩২:৩০ সন্ধ্যা



বেশিদিন পূর্বের কথা নয়। তখন আমরা আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতাম পত্রালাপের মাধ্যমে। এখনকার দিনে সেটা একেবারেই নেই বললে চলে। পোস্ট অফিসের খোঁজ করতে হতো। আজ একেবারেই বিপরীত চিত্র। আমুল বদলে গেছে দেশ। ডিজিটাল বাংলাদেশ নামে নতুন পরিচিতি পেয়েছে। অভাব অনটনের গল্প পেছনে ফেলে তথ্য প্রযুক্তির দুনিয়ার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। এই সচেতন প্রয়াস ও দূরদর্শী চিন্তার চমৎকার প্রকাশ ‘ডিজিটাল ওয়ার্ল্ড। আধুনিক তথ্য প্রযুক্তির বিশাল ভাণ্ডার দুনিয়ায় যুক্ত হয়েছে বাংলাদেশ। যার যে বিষয়ে কৌতূহল, সেই বিষয়ে সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছেন সকলে। চলছে কেনাকাটা। দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে তথ্য আদান-প্রদানের সুযোগটি কাজে লাগাচ্ছে তরুণ প্রজন্ম। সব মিলিয়ে দারুণ উৎসবের আমেজ। তথ্য প্রযুক্তি বিষয়ে দেশের সবচেয়ে বৃহৎ উৎসব বা মেলাটির নাম ডিজিটাল ওয়ার্ল্ড। ২০১২ সালে প্রথম আয়োজন করা হয়। ২০১৪ সালে এসে আন্তর্জাতিক রূপ পায়। গত বছরও ছিল ব্যাপক আয়োজন। ‘নন স্টপ বাংলাদেশ’ স্লোগানে এর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসিস, প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিগত দিনের তুলনায় এবারের ডিজিটাল ওয়ার্ল্ড আরও বড় আরও বিস্তৃত হয়েছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিবছরই এতে যোগ দেন। এবার সংখ্যাটা অনেক বেশি। নেপাল, ভুটান, সৌদি আরবসহ ৭ দেশ থেকে এসেছেন ৭জন মন্ত্রী। মাইক্রোসফট, ফেসবুক, জেডটিই, একসেন্সার, হুয়াওয়েসহ পৃথিবী বিখ্যাত বহু প্রতিষ্ঠান উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে। সফটওয়্যার প্রতিষ্ঠানের কথা বিশেষভাবে বলতে হয়। উৎসবে শুধু সফটওয়্যার কোম্পানি আছে ৪০০টি। এছাড়া রাখা হয়েছে সফটওয়ার শো- কেসিং, ই-গভর্নেন্স এক্সপোজিসন, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো ও স্টার্টআপ জোন। ডিজিটাল বাংলাদেশ যে কথার কথা নয়, সেটি মেলা ঘুরে বোঝা যায়। কোন কোন উন্নতি দেখে অবাক হতে হয়। সব মিলিয়ে মহাযজ্ঞ। ডিজিটাল বাংলাদেশের যে চিত্র এখানে দৃশ্যমান হয়েছে তা সত্যি অবাক হওয়ার মতো। একেবারে তৃণমূলে ডিজিটাল সেবা পৌঁছে যাচ্ছে। কিছুদিন আগেও যা ভাবনায় ছিল না, এখন তা-ই হচ্ছে।

বিষয়: বিবিধ

৮৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380665
১৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৩
স্বপন২ লিখেছেন :
380668
১৩ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
হতভাগা লিখেছেন : জয়ভায়া কি এ প্রোগ্রাম প্রিসাইড করবেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File