সোশ্যাল এন্টারপ্রাইজে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশী তরুণরা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ অক্টোবর, ২০১৬, ০৬:৪৪:৪৮ সন্ধ্যা

সোশ্যাল এন্টারপ্রাইজ হচ্ছে একটি ব্যবসা। এতে মালিক ও অংশীদারদের মুনাফার চেয়ে সামাজিক কর্মকাণ্ডের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়। এটা বাংলাদেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান ও গতিশীল খাত। আর এতে নেতৃত্ব দিচ্ছেন তরুণরা। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল ‘দ্য স্টেট অব সোশ্যাল এন্টারপ্রাইজ ইন বাংলাদেশ’ এবং ‘সোশ্যাল এন্টারপ্রাইজ পলিসি ল্যান্ডস্ক্যাপ ইন বাংলাদেশ’ শীর্ষক দুইটি জরিপ এ তথ্য জানানো হয়। দেশে সোশ্যাল এন্টারপ্রাইজের ওপর এটিই প্রথম কোনো গবেষণা। এর প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল এন্টারপ্রাইজ খাতে বাংলাদেশে প্রতিনিয়ত উন্নয়ন ঘটছে। বর্তমানে এ খাতে বার্ষিক গড় আয় ২ দশমিক ১ মিলিয়ন টাকা এবং আগামী অর্থবছরে এ খাত এক-তৃতীয়ংশ বাড়বে। এ খাত বেশিরভাগই কম সময় প্রতিষ্ঠিত, আর এগুলোর নেতৃত্ব দিচ্ছেন তরুণরা। মোট ১৪৯টি প্রতিষ্ঠান এ জরিপে অংশ নেয়। দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৫০ হাজার সোশ্যাল এন্টারপ্রাইজ পরিচালিত হচ্ছে। এতে নারী নেতৃত্ব ৬ শতাংশ, যা গতানুগতিক ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে বেশি। দেশে গতানুগতিক ব্যবসায় নারী নেতৃত্ব ৫ শতাংশ। এখানে নারীরা ফুলটাইম কাজে ৪১ শতাংশ সক্ষম, যা গতানুগতিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। সারা দেশে এ খাতের কাজ ব্যাপক পরিসরে পরিচালিত হচ্ছে। যার কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

বিষয়: বিবিধ

৯১৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378642
১২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
স্বপন২ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File