রেল যোগাযোগের নতুন মাত্রা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ আগস্ট, ২০১৬, ০৩:৫৭:০৮ দুপুর



যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন একটি রেলরুট তৈরি করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মধ্যে নতুন এ রুট স্থাপিত হবে। এ সংক্রান্ত ‘আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আখাউড়া-আগরতলা রেল সংযোগ দুই প্রতিবেশী দেশের যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাছাড়া এটি হলে বিদ্যমান আগরতলা-কলকাতা রেলপথ ব্যবহার করেই আখাউড়া থেকে কলকাতা পর্যন্ত যাওয়া যাবে। প্রায় একই সময়ে বাংলাদেশ ও ভারত অংশে নতুন রেলরুট নির্মাণের কাজ শুরু হবে। বাংলাদেশ অংশে ১০ দশমিক ১ কিলোমিটার ডুয়েলগেজ মেইন লাইন এবং চার দশমিক ২৫ কিলোমিটার ডুয়েলগেজ লুপলাইন নির্মাণ করা হবে। আর ভারতের আগরতলা অংশে নতুন করে পাঁচ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় তিনটি বড় এবং ২০টি ছোট সেতু নির্মাণ করা হবে। এজন্য ৫৬ দশমিক ৬১ একর ভূমি অধিগ্রহণের পাশাপাশি তিনটি স্টেশনে কম্পিউটারাইজড ইলেক্ট্র্রনিক সিগন্যালিং সিস্টেম স্থাপনেরও ব্যবস্থা থাকছে। ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশ-ভারতের মধ্যে একাধিক রেলরুট ছিল। পাকিস্তান এবং বাংলাদেশ সৃষ্টির পর একে একে সেগুলো বন্ধ হয়ে যায়। বর্তমানে ঢাকা-কলকাতা রেলরুটটি চালু আছে। বর্তমান প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারতের সাথে রেল যোগাযোগের নতুন মাত্রা যোগ হবে।



বিষয়: বিবিধ

৮০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File