নারীর ক্ষমতায়নে সরকারের সাফ্যল্য দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ নভেম্বর, ২০১৫, ০৩:২৪:৪৬ দুপুর



নারী-পুরুষের আয়বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে বাংলাদেশ। জেনেভা ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম 'বিশ্ব লিঙ্গবৈষম্য প্রতিবেদন ২০১৫' প্রকাশ যে, বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে নারী-পুরুষের আয় সমতায় আজ বাংলাদেশের অবস্থান ৬৪। এ ক্ষেত্রে ভারতের অবস্থান ১০৮ আর পাকিস্তানের ১৪৪-এ। বিশ্বে নারী ও পুরুষের মধ্যে আয়বৈষম্য ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে কম। গত এক বছরে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন এই চার বিভাগে প্রতিবছর এ সূচক প্রকাশ করা হয়। সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতির পাশাপাশি স্কোরেও অগ্রগতি হয়েছে। গত বছর বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক ৬৯৭, এবার তা বেড়ে শূন্য দশমিক ৭০৪ হয়েছে। সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে স্বাস্থ্য খাতে। এই মাপকাঠিতে আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১২২তম। এবার ২৭ ধাপ এগিয়ে ৯৫তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৯৭১।বাংলাদেশ গত বছরের তুলনায় দুই ধাপ করে এগিয়েছে নারীর শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নেও। শিক্ষায় অংশগ্রহণে এবার বাংলাদেশের অবস্থান ১০৯তম, স্কোর শূন্য দশমিক ৯৪৮। গত বছরের মতো এবারও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ। রাজনৈতিক ক্ষমতায়নে গতবারের দশম থেকে এগিয়ে বাংলাদেশের অবস্থান এবার অষ্টম; স্কোর শূন্য দশমিক ৪৩৩।বর্তমান সরকারের উন্নয়নে উন্নয়নের অগ্রযাত্রা বিশ্বদরবারে স্বীকৃত এ অগ্রযাত্রায় ২০২১ সালের মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম হবে বলে আশা করছি আর এর জন্য প্রয়োজন আমাদের সকলের সহযোগিতা ।

বিষয়: বিবিধ

৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File