জাপানে দক্ষ জনশক্তির চাহিদা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ নভেম্বর, ২০১৫, ০৩:৪৮:৪৩ দুপুর



দক্ষ জনশক্তি রপ্তানিতে জোর দিচ্ছে সরকার। লক্ষ্য, ইউরোপ-আমেরিকার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানি।দেশের বাইরে যাওয়ার শখ অনেকেরই আছে।বিশেষ করে উন্নত দেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন অনেকেই। আর সেই ক্যারিয়ার গড়ার অফারটা যদি বাংলাদেশ থেকেই নিয়ে যাওয়া যায় তাহলেতো সোনায় সোহাগা। সম্প্রতি জাপানে সেই সুযোগ দেয়া হচ্ছে।দেশটিতে লাখ টাকার অধিক বেতনে চাকরির সুযোগ দেয়া হচ্ছে। জাভা প্রোগ্রামার/সফটওয়্যার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন আইটি খাতে বিপুল চাহিদা রয়েছে।আপাতত উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জাপান, ব্রাজিল, ইতালি, সুইডেন ও সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে, যা কাজে লাগাতে চায় সরকার। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি মাসে তাদের তালিকাভুক্ত ২২টি দেশের শ্রমবাজারে ২৮ হাজার ৩৩৩ জনের কর্মসংস্থান হয়েছে।ফলে প্রতি বছর প্রায় ৫ থেকে ৬ লাখ কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। জনশক্তি খাত থেকে রেমিট্যান্স অর্জনকারী দেশসমূহের মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম। সরকার দক্ষ কর্মী সৃষ্টির লক্ষ্যেও নিয়েছে যুগান্তকারী পদক্ষেপ। বর্তমানে পরিচালিত ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি আরও নতুন ৩৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File