রূপকল্প ২০২১ বাস্তবায়নে শতভাগ সাফল্যের পথে সরকার

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ অক্টোবর, ২০১৫, ০৩:৪২:০৩ দুপুর





বিদ্যুত নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। জোট সরকার বিদ্যুত খাতে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্নীতির চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। ‘খাম্বা দুর্নীতি’ আজও সাধারণ মানুষের মুখে মুখে। মানুষের জন্য অপরিহার্য বিদ্যুতের ঘাটতি যে অচিরেই পূরণের পথে যাচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনী অঙ্গীকারের ‘রূপকল্প ২০২১’-এর অন্যতম ঘোষণা সবার জন্য বিদ্যুত সুবিধা নিশ্চিত করার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে দেশ। বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ক্ষেত্রে সেঞ্চুরি পূর্ণ করেছে দেশ। বিদ্যুত কেন্দ্রের সংখ্যা এখন এক শ’। শততম উৎপাদন কেন্দ্রই বলে দেয় সরকারের উন্নয়নযাত্রা রয়েছে অব্যাহত। আগে যেখানে ৬০ শতাংশের বেশি মানুষ বিদ্যুত সুবিধার বাইরে ছিল এখন তা কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশের ওপরে, যা সরকারের অব্যাহত উন্নয়ন পরিকল্পনার সুফল। শতভাগ মানুষকে বিদ্যুত সুবিধার আওতায় আনা এখন সময়ের ব্যাপার। মানুষকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনায় শতভাগ সাফল্যের পথে সরকার। নানা প্রতিকূলতা পেরিয়ে এখন প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন সম্ভব হচ্ছে। সরকারের যে পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে তাতে ২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট উৎপাদন পূরণ হবে বলে প্রত্যাশা করা যায়।এসবকে ছাপিয়ে সবচেয়ে আশার অফুরন্ত দিগন্ত উন্মোচন করেছে সৌরবিদ্যুত। অন্যদিকে আশার আলো জাগিয়েছে পারমাণবিক বিদ্যুত। রাশিয়ার সহায়তায় রূপপুরে পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্রের অগ্রগতি লক্ষণীয়।

বিষয়: বিবিধ

৮২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File