প্রত্যেক উপজেলায় আসছে টেলিটকের থ্রিজি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ আগস্ট, ২০১৫, ০৩:২৬:২৮ দুপুর
সরকারী মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটক ২০১২ সালের ১৪ অক্টোবর দেশে আনুষ্ঠানিক প্রথম থ্রিজিভিত্তিক ইন্টারনেট সেবার মাধ্যমে বাংলাদেশে পথ চলা শুরু।প্রতিযোগিতার বাজারে এবার দেশের ৭টি বিভাগীয় শহরসহ সব জেলা ও উপজেলা শহর থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসছে। আগামী ২০১৭ সালের জুনে এ কাজ শেষ হবে। এর মাধ্যমে দেশের সব উপজেলা শহর, গ্রোথ সেন্টার ও বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থ্রিজি সেবার আওতায় আসবে। এ ছাড়া অন্যান্য স্থানে থ্রিজি সম্প্রসারণে আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ ১২০০ বেজ স্টেশন স্থাপন, থ্রিজি চালু হওয়া স্থানে ক্যাপাসিটি বাড়ানো, টেলিটক থ্রিজি গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য আরও ১৭ লাখ সংযোগ স্থাপন, ই-গভর্নেন্স, ই-শিক্ষা কার্যক্রম, ই-হেলথ সুবিধাদি পাওয়া যাবে। গ্রামাঞ্চলে ২.৫জি বাড়াতে ৫০০টি বেজ ট্রান্সসিভার স্টেশন টাওয়ার করা হবে। গ্রামে এ সেবা দিতে আনুষঙ্গিক ট্রান্সমিশন যন্ত্রপাতিসহ ইন্টারনেট প্রটোকল ও উন্নত প্রযুক্তির কোর নেটওয়ার্ক স্থাপন করা হবে। এ ছাড়া যেসব স্থানে ইতিমধ্যে থ্রিজি চালু করা হয়েছে, সেসব স্থানে হাইস্পিড প্যাকেজ একসেস পদ্ধতি স্থাপন করা হবে তাতে সক্ষমতা বাড়বে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে খুব শিগগির কিছু স্থানে পরীক্ষামূলক ফোরজি সেবা ও চালু করা হবে।
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন