জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি রোধে নাগরিকদের দেওয়া হবে যন্ত্রে পাঠযোগ্য স্মার্টকার্ড

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ মে, ২০১৫, ০২:৪১:০৩ দুপুর

১ আগস্ট থেকে বাংলাদেশের প্রায় ৯০মিলিয়ন লোক পাচ্ছেন অত্যাধুনিক স্মার্টকার্ড। উন্নতমানের এ জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে ১০ বছর। বর্তমানে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা বিনামূল্যে পাচ্ছেন এ স্মার্টকার্ড। জাতীয় পরিচয়পত্রের জালিয়াতি রোধে নাগরিকদের দেওয়া হবে যন্ত্রে পাঠযোগ্য এ স্মার্টকার্ড। জুলাই মাসের শেষ দিকে ভোটারদের স্মার্টকার্ড দেওয়া সম্ভব না হলেও আগস্ট মাসের ১ তারিখ থেকে সবার হাতে তুলে দেওয়া হবে। বর্তমানে চালু লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রটি ফিরিয়ে দিয়ে বিনামূল্যে উন্নত মানের স্মার্টকার্ড পাবেন ভোটাররা। উন্নতমানের স্মার্টকার্ডে তিন স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আটটি বৈশিষ্ট্য নিশ্চিত করা হবে। বর্তমান আইডি কার্ডের এক পৃষ্ঠায় নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ ও আইডি নম্বর এবং অপর পৃষ্ঠায় ঠিকানা-সংবলিত লেমিনেটিং করা কার্ড পাচ্ছেন নাগরিকেরা। স্মার্টকার্ডে নাগরিকের এসব তথ্যই থাকবে।

বিষয়: বিবিধ

৭৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320961
১৯ মে ২০১৫ সকাল ০৫:৩৯
রক্তলাল লিখেছেন : আর তুই ভারতীয় দালাল হবার অপরাধে দেওয়া হবে লোতাং এর বাড়ি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File