Letter And Alphabet (বর্ণ ও বর্ণমালা)

লিখেছেন লিখেছেন জহুরুল ২৯ জুন, ২০১৭, ০৮:৪৮:৪৩ রাত

ইংরেজী ভাষার জন্য যে সাংকেতিক চিহ্ন (A,B,c,d) ব্যাবহার করা হয় তাকে letter বলে ।

ইংরেজীতে মোট ২৬টি অক্ষর আছে। A থেকে Z পর্যন্ত মোট ২৬টি অক্ষরকে একত্রে বর্ণমালা বলে।

Lettr কে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা: 1) Capital letter (বড় হাতের অক্ষর) 2) Small letter (ছোট হাতের অক্ষর)।

Capital ltter : A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y,Z

Small letter: a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z

বাংলায় যে কোন কিছুর নিদিষ্ট নাম (vocabulary বা শব্দভান্ডার নয়) লিখতে হলে, ইংরেজীর বর্ণের সঠিক ব্যাবহার জানতে হয়। ইংরেজী বর্ণের বাংলা কি বর্ণ হয় তা নিম্নরুপ।

A-আ B-ব C-চ D-ড,দ E-এ F,Ph-ফ G-গ H-হ I-ই,ঈ J-জ,য K-ক L-ল M-ম N-ন,ণ O-অ,ও P-প Q-ক R-র,ড় S-স,ছ T-ট,ত U-উ,ঊ V-ভ W-আ,ও,ওয়া X-ক,ক্স,জ Y-য় Z-জ,য

Ai-ঐ Ou-ঔ kh-খ Gh-ঘ Ng-ঙ,ঞ Ch-ছ Jh-ঝ Th-ঠ,থ Dh-ঢ,ধ Bh/V-ভ Sh-শ,ষ Rh-ঢ় Kt-ক্ত Dd-দ্দ Riৃ Ao-ঔ Th-ৎ Qq-চন্দ্রবিন্দু KKh/ksh-ক্ষ Gg-জ্ঞ Shn-ষ্ঞ ব-ফলা -Sw-শ্ব Rh-ড় Hm-হ্ম Nc- ঞ্চ

কার চিহ্নসমূহ: A-া I-ি,ী- E-ে- Oi-ৈ O-ো U- ‍ু, ‍ূ Ou-ৌ Y-য্ফলা Rri-‍ৃ Rr-রেপ

ব্যাবহার: বাংলাদেশ=B-ব A-া Ng-ং L-ল A-া D-দ E-ে Sh-শ= BANGLADESH

EXAMPLE

আব্দুর রহমান-Abur Rahaman আব্দুস সালাম-Abdus Salam আব্দুর রাজ্জাক-Abdur Razzak আব্দুল লতিফ-Abdul Latif আব্দুল মাজীদ-Abdul Mazid হামিদ-Hamid সিরাজ-Siraz মুনির-Monir খলিল-Kholil আদিল-Adil সাদিক-Sadik রাউফ-Rauf ইকবাল মাহমুদ-Iqhal Mahamud আনসারুল হক-Ansaraul Haq ইজাজুল হক-Ijajajul Haq আমিনুল হক- Aminul Haq ইমদাদুল হক-Imdadul Haq আমানউল্লাহ-Amanullah সানাউল্লাহ-Sanaullah জাফর সাদিক-Jafar Sadik খালিদ সাইফুল্লাহ-Khalid Saifullah রিদওয়ানুল হক-Ridwanul Haq জাহিদ হাসান- Jahid Hasan সাখাওয়াত হুসাইন-Sskhawaat Husain সাজ্জাদ হুসাইন- Sajjad Husain সুলতান আহমেদ- Sultan Ahamed শামীম আহসান-Samim Ahasan

আজমালুন্নিসা-Ajmalunnisa আছিয়া খাতুন-Asiya Khatun আসমা-Asma আমিনা-Amina জান্নাতআরা-Jannatara জামীলা-Jamila হুমায়রা-Humaira হাফসা-Hafsa জাকিয়া- Jakia খাদিজাতুল কোবরা-Khadijatul Kobra রাবেয়া-Rabeya সাজিদা-Sajeda শামীমা আফরোজ- Shamima Afroz শীরিন আখতার-Shirn Akhtar আনিকা রায়হানা-Anika Raihana আফিয়া মাহমুদা-Afia Mahmuda আসমা আনিকা-Asma Anika আসমা রায়হানা-Asma Rahana আসমা সাদিয়া-Asma Sadia আতিয়া আয়েশা-Atiya Aisha হুমায়রা বিলকিস-Humayra Bilkis মাহফুজা শাহানা-Mahfuza Shahana নাফিসা রায়হানা-Nafisa Raihana মাহফুজা সাবিহা-Mahfuza Sabiha

[N.B:সব সময় মূল বর্ণের পরে কার চিহ্নগুলো বসবে।যেমন: রাজশাহী (RAZHAHI)। এখানে মূল বর্ণের পরে কার চিহ্নগুলো বসেছে।

আলোচনা: মনে রাখতে হবে, সব সময় এই নিয়ম কার্যকর নাও হতে পারে। কেননা, ব্যাতিক্রমী জিনিসের উধারণ হয় না।যেমন: রহিমা লেখার সময় ’রোহিমা’ লেখা হয় না। কিন্তু ইংরেজী করার সময় ROHIMA হয়।এখানে বাংলায় ো উহ্য আছে।ইংরেজী O নিতে হয়।নিজের সুবিধামত শব্দ ব্যাবহার করতে হবে।

EXERCISE

আব্দুল ওয়াহিদ,আব্দুস সামাদ,আব্দুল আওয়াল, আজমাল,আসাদ,আফতাব,ইজাজ,তারিক,হাসান,আতিকুল্লাহ,ফজলুর রহমান,ফিরোজ অঅহমদ,লোকমান হুসাইন,মুশতাক আহমেদ,মাসুম বিল্লাহ,মানসারুল হক,হারুনুর রশিদ,আতিক শাহারিয়ার,ফাহিম আহমেদ,ফারহান মাসুদ,হুসাইন আহমাদ,মাহির আশহাব,ওসামা, তকী ওসমানী,ফয়জুল করিম,ইছাহাক,সুদায়ছি,হায়বাতুল্লাহ,ওমর,আওলাকি,হানীন ইলদারম,হাসান জামীল, তারেক জামীল, কাসেম নানুতবী,আশরাফ আলী, শাহ ওয়ালিউল্লাহ,আজাদ, শামিম,ইকবাল, ইমতিয়াজ,জামান তোফায়েল,নাহিদ,

সায়েমা খাতুন,সালেহা,আরিফা খানম,ফারহানা,ফাতেমা বেগম,ফযীলতুন্নিসা,উম্মে কুলসুম,মাহবুবা,মুনিরা,মাসুমা নিশাত রায়হানা,রিফা তামান্না,রামিসা, বিলকিস,নিশাত তাসনিম,জেবা মায়মুনা,জেবা রাইসা, ফেরদৌসী,আফিফা,মাকসুদা,মাহমুদা,শম্পা,সাবিহা,সুরভী,কেয়া, জয়নব,যীনাত, তাবাসসুম,তাসনিয়া, নুসরাত,ফারজানা, ফাহমিদা,ফারহানা।

সর্তকতা: ইংরেজী বর্ণের বাংলা বর্ণ কি হয় না জানলে কোন কিছুই লাভ হবে না। তাই ওগুলো ভাল মত মুখস্ত করতে হবে।

বিষয়: বিবিধ

৩৫৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383471
৩০ জুন ২০১৭ সকাল ০৯:৪৩
হতভাগা লিখেছেন : ছোট কালে আমরা Z কে পড়তাম জেড । এখন দেখি এর উচ্চারণ জি ।

Car মানে গাড়ি এর উচ্চারণ হত কার, এখন এটা উচ্চারিত হয় খার । ক্যাট (Cat)এর উচ্চারণ খ্যাট ।

আব্দুর রহমান-Abur Rahaman আব্দুস সালাম-Abdus Salam আব্দুর রাজ্জাক-Abdur Razzak


০ আব্দুর রহমান - রহমান এর ম এর সাথে আকার আছে বিধায় m এর পর a বসেছে .

র ও হ এর সাথে তো আকার নেই তাহলে a বসেছে কেন ?

http://www.espncricinfo.com/pakistan/content/player/39037.html

পাকিস্তানী ক্রিকেটার আজহার আলী , আ দিয়ে নাম শুরু। নামের শুরুতে A বসেছে .

http://www.espncricinfo.com/pakistan/content/player/259410.html

আহমেদ শেহজাদ । এনার নামের শুরুও আ দিয়ে এবং A বসেছে .

http://www.espncricinfo.com/pakistan/content/player/38967.html

সাবেক ঢ্যাশিং ওপেনার । ইনার নামের শুরুও আ দিয়ে , কিন্তু Aa ডাবল বসেছে শুরুতে।

http://www.espncricinfo.com/pakistan/content/player/38970.html

ইনারও তাই ।

আবার Psychology , pneumonia , Tsunami ........ এরকম বহু শব্দ আছে যা শুরুর বর্ণমালার উচ্চারণে উচ্চারিত হয় না ।

A এবং E এর উচ্চারণ কি একই হয় ? তাহলে Father এর উচ্চারণ ফাদার না হয়ে ফাথার বা ফাথের বা ফাথির হওয়া উচিত ।

O এর উচ্চারণও কি আ এর মত হবে নাকি ও এর মত হবে ?

Mother, Modern, Mood, Morning - এসব শব্দসনূহে M এর পর O বসেছে । শব্দগুলোর উচ্চারণ কি একইভাবে ধ্বনিত হয়?

কত কঠিন কেন Daughter এর উচ্চারণ ? Dotar কি করা যায় না?

আমাদের বিখ্যাত জেলাগুলোকে কিভাবে বানান করিয়ে দিয়ে গেছে - Jessore (যেস্সোরে) , Sylhet(সিলহেট) , Bogra (বগ্রা).

Dacca (ডাক্কা)কে পরে Dhaka বানানো হয়েছে। দাদাবাবুরা Calcutta (কালকুট্টা) কে Kolkata(কলকাতা) বানিয়েছে। ( দাদাবাবুরা অ কার কে O দিয়ে পেশ করেছে)

http://www.espncricinfo.com/england/content/player/22182.html

সাবেক ইংলিশ অধিনায়ক । ভনের ইংলিশ উচ্চারণ এমন হয় ?

http://www.espncricinfo.com/england/content/player/22182.html

গফ এর উচ্চারণ এরকম হয় ?


ইংরেজরা সারা বিশ্বে ঔপনিবেশিকতা করেছে বলে তাদের এই ভগঘট ভাষা বিশ্ববাসীর উপর চাপিয়ে দিয়েছে ।

৩০ জুন ২০১৭ দুপুর ০২:৩৮
316576
জহুরুল লিখেছেন : Love Struck অাপনি ঠিক বলেছেন। আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়াছে ওদের উদ্ভট যত্তসব নিয়ম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File