ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে বোরকা পরে নারীর ছদ্মবেশে চুরি করার সময় সাব্বির (১৭) নামের এক কিশোরকে আটক করেছেন আনসার সদস্যরা। গত রবিবার রাতে হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল ব্যাপারী বলেন, ‘রবিবার রাতে ২০৪ নম্বর ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় সাব্বির নামের এক কিশোরকে আটক করি আমরা। এ সময় চুরি যাওয়া সাড়ে পাঁচ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়।
বোরকা পরে নারী সেজে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে চুরি করত বলে সে স্বীকার করেছে। এর আগেও সে নাকে স্প্রে করে নারীর কানের দুল, মোবাইল ফোন ও টাকা চুরি করেছে বলে স্বীকার করেছে।’
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘একজনকে বোরকা পরিহিত অবস্থায় ২০৪ নম্বর ওয়ার্ড থেকে আটক করেন আনসার সদস্যরা। পরে বোরকা খুলে দেখা যায়, সে একজন ছেলে।
তার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন