বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতির ব্যাপারে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসানীতি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
পিটার হাস বলেন, ‘এটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ব্যক্তিগত বৈঠক। আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছি, আমরা আমাদের গভীর সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। ভিসানীতি নিয়েও আলোচনা করেছি, যা গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশের জনগণ, সরকার এবং প্রধানমন্ত্রী— বাংলাদেশের সবার জন্য, যাতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। নতুন ভিসানীতির বিষয়ে গত বুধবারের বিবৃতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের অংশ।’
এর আগে আজ পিটার হাসের গুলশানের বাসায় বৈঠক করে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। আজ বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি শুরু হয়। বৈঠকটি শেষ হয় বেলা পৌনে ২টায়।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মো. এ আরাফাত। বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আর জাপার পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন