আসুন বাস্তবতাকে নিয়ে একটু ফান করি।

লিখেছেন লিখেছেন অচীন পথিক ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০৫:১০ সকাল

একদিন এক

গ্রামে একটি বিমান

বিধ্বস্ত হলো।

গ্রামবাসী যাত্রীদের

মৃত

মনে করে সবাইকে কবর

দিয়ে দিলো।

সেখানে এক

মন্ত্রী ছিলো তাকেও

কবর দিয়ে দিলো।

এই

ঘটনা শুনে সাংবাদিকরাও

আসলো। আসার পর

গ্রামের এক

বৃদ্ধকে জিজ্ঞেস

করল_’আপনারা কি নিশ্চিত

সবাই মারা গেছে?

বৃদ্ধ উত্তর দিল

’মন্ত্রী সাহেবকে কবর

দেওয়ার সময়

তিনি বলেছিলেন

তিনি জীবিত কিন্তু

রাজনীতিবিদ হওয়ায়

আমরা বিশ্বাস

করিনাই’।

মোরাল-

আসলে এ সত্যিকার

অর্থে আজকের সমাজে

সেচ্ছাচারি রাজনীতিবিদদের

অভাব যার কারণে আমাদের সমাজ,দেশ

ও আমরা এখনো এত অবহেলিত ।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263193
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪০
ফেরারী মন লিখেছেন : সত্য বলেছেন।
263195
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
কাহাফ লিখেছেন : করুণ একটি ফান,কোথায় গিয়ে পৌচেছে রাজনৈতিকদের কথার উপর জনগনের বিশ্বাস। এরপরেও কী হুশ ফিরে আসবে না নেতাদের........?
263206
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটা এখন আর ফান নাই। সত্যি হয়ে গিয়েছে!
263297
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৭
আবু জান্নাত লিখেছেন : পিলাচ
263322
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫২
শফিউর রহমান লিখেছেন : দূর্ভাগ্য হলো, এখনো অনেক মানুষ রয়েছে, যারা মন্ত্রীদেরকে বিশ্বাষ করে এখনো। কারণ তাদের ওদের ব্যাপারে তাদের অবিশ্বাষ জিনিসটাই মারা গেছে।
তেমনিভাবে অনেকে আছে, যাদের বিশ্বাষ জিনিসটাই মরে গেছে তাদের উপর, যারা ইসলামের কথা বলে। এরা হলো আজকের শিক্ষা ব্যবস্থার উপহার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File