এক নজরে সাকা চৌধুরীর যত বিখ্যাত বচন :স্পিকারকে সাকা, আমি সংসদে কাউকে চোর বলতে পারি"স্পিকার-"না" সাকা চৌধুরী "তাহলে আমি শেখ সেলিমকে চোর বললাম না।"

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২১ ডিসেম্বর, ২০১৬, ০৩:০৪:৪৯ দুপুর

মুক্তিযুদ্ধে ৩০ লাখ বাঙালি রক্ত দিয়েছে। অথচ একটি কলমের কালি খরচ করে কোন বাঙালি একটি জাতীয় সঙ্গীত লিখতে পারল না। এটা বললে পত্রিকাওয়ালারা বলে বেয়াদবি করে ফেলেছি॥" - সাকা চৌধুরী

# "সোনা মিয়া"-কে বানাইসে "লাল মিয়া" আর "লাল মিয়া"-রে বানাইসে "সোনা মিয়া" । এখানে মিয়া-মিয়া কিন্তু ঠিকই আছে। 'সোনা' ডা শুধু "লাল" হইয়া গেছে।

# আংগুল দেখাবেন না, ওই আংগুল-এ রিং পরানোর কথা ছিল- হাসিনাকে

# আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজই কুত্তা নাড়ায়।

# হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার সোনা নিয়ে এতো টানাটানি কেন?

# শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায় সাকা বলেন, " আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না।"

# নারী নির্যাতন বিষয়ে কামরুলের একটি বক্তব্যের জবাবে সাকা বলেন," তিনি কেরানীগজ্ঞের একজন প্রমোদ বালক, এটা কি আমি কখনও বলেছি?"

# বিচারপতির প্রতি সাকার উক্তি - 'ডোন্ট শো ইয়োর রেড আইজ' ।

# আমি বাংলায় সাক্ষ্য দিতে পারবো না, ইংরেজিতেই দেবো। কারণ, আমি বাঙালি না চাটগাঁইয়া।

# বঙ্গবন্ধু 'ঘোষক হলে', আমি মুক্তিযুদ্ধের সমর্থক।

# আমি বাঙালি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি। আমার মাতৃভাষা বাংলা নয়, চাটগাঁইয়া।

# তালাক দেওয়া বিবির সাথে ঘর করা যায়না ।

# ভোটের আগের দিন কাঁঠাল পাতা ছিটালেই ছাগলদের সমর্থন পাওয়া যাবে। আমি এসেছি কাঁঠাল পাতা খাওয়াতে।

# বঙ্গবন্ধুর কল্লাটা দাফন করাই আমার রাজনৈতিক দায়িত্ব।

# সংসদ গোরস্থানে পরিণত হয়েছে শুধু আগরবাতি দেয়া বাকি।

# প্রধানমন্ত্রী তীর্থে যাচ্ছেন দিল্লির লাড্ডুর আশায়।

# সুশীল সমাজ মানে ভাল নাপিত।

# বাবু (চুরুঞ্জিত) ওআইসি নিয়ে কথা বলার কে, উনাকে ওআইসি নিয়ে কথা বলতে হলে,আমি ছোট বেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি, আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে। তারপর বাবুকে ওআইসি নিয়ে কথা বলতে বলেন।

# মাননীয় স্পিকার এদেশে নতুন একধরনের ডিজিটাল মেশিন আবিষ্কৃত হয়েছে, যার একপাশ দিয়ে রাজাকার ঢুকিয়ে দিলে, অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। আর সেই মেশিনটির নাম ডিজিটাল আওয়ামীলিগ মেশিন।

# ওই মহলটি কি জানে না যে তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই বিলের বক।

# আমার না হলে, ফাঁসি কারো হবে না।# কলকাতার জেলে পাঠাবেন না।

# যেটা পড়া হয়নি সেটা পড়েন, পড়ে চলেন বাড়ি যাই।

# প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম ট্রাইব্যুনালকে বলেন, “সাকা আমাকে হালুম বলেন।”

# "মাননীয় স্পিকার,আমি কি সংসদে কাউকে চোর বলতে পারি ?" স্পিকার বলেন- "না পারেন না।" সালাহ উদ্দিন কাদের চৌধুরীর উত্তর, "তাহলে আমি শেখ সেলিম সাহেবকে চোর বললাম না।"

সংগ্রহিত

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380820
২১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন সত্যগুলি বলার সাহস আর কারো নাই।
২২ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:৩২
315098
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই কারনে সাকাকে হত্যা করেছে
জামায়াতের লোকদেরকে তো রাজনৈতিক প্রতিহিংসা সেটা বিশ্ববাসী জানে
ধন্যবাদ
380824
২১ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:৫৩
হতভাগা লিখেছেন :
# হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার সোনা নিয়ে এতো টানাটানি কেন?


০ এটা বলে সাকা নিজের পায়ে কুড়ালই মেরেছিলেন।
২২ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:৩৫
315099
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : প্রতিহিংসায় যে সমস্যা তৈরী হয় সেটা রাজনৈতিক মহল মনে করে কিন্তু হাসিনা না কারন সে কোন ....সময় আসলে সে বুঝবে কিন্তু তখন পস্তানো ছাড়া ইনু-মতিয়ারা কেউ পাশে থাকবে না যারা ঐ লেডির খয়ের খা
লোকজন তখন হাRolling on the Floor করে হাসবে ইনশাআল্লাহ
380855
২২ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

উনি আসলেই একজন স্পষ্টবাদী ছিলেন।

সুন্দর লিখাটি জন্য জাজাকাল্লাহু খাইর।
২৪ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:১৬
315125
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপু আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File