কুলখানী-চল্লিশা-ভূড়িভোজ-চেহলাম-শিরনী, যা মূলত; সূন্নতে ফেরাউনিয়াহ !!! অর্থাত ফেরাউনের সূন্নত !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ ডিসেম্বর, ২০১৫, ১২:১২:৪৮ রাত

https://www.youtube.com/watch?v=E0trZb01IdQ&hd=

কেউ মারা গেলে মৃতের বাড়িতে দাওয়াতের আয়োজন করা বিদআত। সাহাবায়ে কেরামের যুগ থেকেই এটিকে নিষিদ্ধ ও মন্দ কাজ গণ্য করা হত। হযরত জাবির বিন আবদুল্লাহ রা. বলেন, আমরা মৃতের দাফন কার্য শেষ হওয়ার পর তার বাড়িতে একত্রিত হওয়া এবং (আগতদের জন্য) খাবারের আয়োজন করাকে নিয়াহা (নিষিদ্ধ পন্থায় শোক পালন) এর অন্তর্ভুক্ত গণ্য করতাম। [মুসনাদে আহমাদ, হাদীস ৬৯০৫] এ ভিত্তিতে ফুকাহায়ে কেরাম এটিকে বিদআত বলেছেন। কেননা দাওয়াতের আয়োজন তো করা হয় কোনো আনন্দ উৎসবের সময়, কোনো বেদনার মুহূর্তে নয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত তো হল মৃতের পরিবার-পরিজনদের জন্য প্রতিবেশীর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা, যেন তাদেরকে মৃতের জন্য ব্যস্ততা ও শোকাহত থাকার কারণে অনাহারে থাকতে না হয়। আর প্রশ্নোক্ত কাজটি এর সম্পূর্ণ উল্টো ও বিপরীত। তাই এর থেকে অবশ্যই বিরত থাকতে হবে। [সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৬১২; ফাতহুল কাদীর ২/১০২; রদ্দুল মুহতার ২/২৪০; ইলাউস সুনান ৮/৩২৯]

বিষয়: বিবিধ

১৩৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355361
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:০৩
শেখের পোলা লিখেছেন : বর্তমানে কোথাও কোথাও আভিজাত্য বাড়াবার জন্য প্রতিযোগীত চলে৷ প্রতিবেশী ১০টি গরু জবাই করেছে আমি কম পক্ষে এগারোটা না করলে ইজ্জত থাকে কি করে৷ আমার ফ্যামেলী ও নিকট আত্মীয়দের পথে আনতে সক্ষম হয়েছি৷শুধু মাত্র ফকীর মিসকীনদের জন্য করে থাকি৷ধন্যবাদ৷
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৬
295112
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
355371
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : দেন মোহর বড় অংকের ধার্য্য করা এটা কার সুন্নত ?
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৯
295113
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধনিরা তাদের বাহাদুরি জাহের করতে এমনটি করে
ধন্যবাদ
355380
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২১
আবু জান্নাত লিখেছেন : এসবই যষ খ্যাতির জন্যই করা হয়। লিল্লাহিয়্যাত একেবারেই অনুপস্থিত। ধন্যবাদ
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩০
295116
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File