আমরা অনেক মিথ্যা অগ্রগতির দাবি করলেও নেপালের কাছেও হেরে গেলাম ! নেপাল ইন্ডিয়ান সমস্ত টিভি চ্যানেল বন্ধ করেছে আর আমরা সোশাল মিডিয়া বন্ধ করেছি ছিঃঃ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ৩০ নভেম্বর, ২০১৫, ১১:৩৩:০৭ সকাল

নেপাল হিন্দু রাস্ট্র হয়েও সময়ের সঠিক সিদ্ধান্ত ই নিয়েছে।✔



ভারতকে অনিরাপদ রাষ্ট্র ঘোষণা রাশিয়ার

ভারতে বাড়তে থাকা ধর্মীয় চরমপন্থাকে উল্লেখ করে পর্যটনের জন্য অনিরাপদ রাষ্ট্র ঘোষণা করল রাশিয়া। সেই সাথে রাশিয়ার সব ধরনের নাগরিককে ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার এক খবরে বলা হয়েছে, ভারতের চলমান অবস্থা স্থায়ী হলে সেখানে রাশিয়ার কোনো নাগরিক ভ্রমণে যেতে পারবে না। রাশিয়ান ইনফরমেশন সেন্টারের প্রধান আত্রিনা ব্লাইভেক বলেন, ভারত রাশিয়ানদের জন্য নিরাপদ রাষ্ট্র নয়। যতোদিন দেশটির অবস্থা উন্নতি না হবে ততদিন এ নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352135
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নেপালীদের দেশপ্রেম অনেক বিশাল! ধন্যবাদ
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৪
292346
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : good
thanks
352145
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৬
আবু আশফাক লিখেছেন : নেপালিরা হিন্দু হয়েও আধিপত্যবাদী ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে দেশের স্বার্থ্য ১৬ আনা বুঝে, কিন্তু আমরা ভারতের পা চাটায় প্রতিযোগীতায় মেতে উঠি।
৩০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
292358
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার কথা বলেছেন ভাই সাহেব
স্যালুট আপনাকে
ধন্যবাদ
352149
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১২
কুয়েত থেকে লিখেছেন : আমাদের প্রিয় বাংলাদেশের দালাল এবং লম্পট শ্রেনি ছাড়া কেউ ভারতকে পছন্দ করেননা। লেখাটি ভালো লাগলো আপরাকে ধন্যবাদ
৩০ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৫
292363
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
352163
৩০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
ছিদ্দীক লিখেছেন : আওয়ামীরা কোন ব্যাপারে ইন্নাডিয়াকে না করার যোগ্যতাই হারিয়ে ফেলেছে। না হয় সকালে উঠে ক্ষমতা থেকে চিৎপটাং অবস্থায় দেখতে হবে।
৩০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
292389
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঠিক বলেছেন
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File