আওয়ামী পন্থি বিএনপিরাই খালেদা জিয়াকে তখন সঠিক সিদ্ধান্ত নিতে দেয়নি নইলে আজ বিএনপি জামায়াতের অবস্থা এমন হতো না

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৫ এপ্রিল, ২০১৫, ০৫:৫৫:২৬ বিকাল

দুনিয়াতে যারা কাজের সময় নিজের প্রাপ্যটাকেই নিজের বলে মনে করে তারাই কিন্তু সফলতা লাভ করতে পারে। আমাদের আশে পাশে অনেক লোক আছে যারা মনে করে আরে আমি বড় ডিগ্রিধারী বড় বংশের লোক অথবা বড় দলের লোক অথচ আমার থেকে ছোট হওয়ার পরেও অমুক কেন আমার থেকে বেশী অগ্রাধিকার গ্রহন করবে?

বাংলাদেশের রাজনিতিকে জামায়াতে ইসলামী জন্য বিএনপি যেমন বড় আর্শিবাদ স্বরুপ দল ঠিক তেমনি বিএনপির জন্য জামায়াতে ইসলামীর জন্য ।

ততকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন সময়ে গুরুত্বপুর্ন কাজের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন। মাঠে ময়দানে একক নেতৃত্বে জামায়াত শিবির দাপিয়ে বেড়াইয়া অসুরের সুড় দুমড়ে মুচড়ে দিয়েছিলো কিন্তু বিপএনপির ছাত্র রা টেন্ডার নিয়ে চাদাবাজীর ক্ষেত্রে কোন কোন স্থানে জামায়াতের বিপক্ষে গিয়ে আমবালিগের সাথেও যোগ দিয়েছিল।

সচিব পদের অসংখ্য পদ খালি ছিল কিন্তু বেগম খালেদা জিয়াকে বলা হলো ম্যাডাম যদি এখন নিয়োগ দেন তবে অধিকহারে শিবির ঢুকে পড়বে । কারন হিসেবে বলা হলো মেধা তালিকাতে বেশির ভাগ মেধাবি শিবিরের লোক । সুতারাং এখন নিয়োগ না দিয়ে নির্বাচনের পরে দিবেন ।

আবার অধ্যাপক গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমি ব্রিগ্রেডিয়ার জেনারেল নিয়োম মোতাবেক সে হয় সেনাবাহীনির প্রধান। তাকে সেনাবাহীনির প্রধান না করতে খালেদা জিয়াকে চাপ দিয়ে মঈনউ আহমেদকে সেনাবাহীনির প্রধান করা হলো । সেই ব্যাক্তি বেগম খালেদা জিয়াকে জেলে পুরে রাখলো , তারেক রহমানের মেরুদন্ড ভেংগে দিল মাসকে মাস রিমান্ড দিয়ে তাকে শেষ করে দেওয়ার ইচ্ছা ছিল ।

তাই স্বাভাবিক ভাবে বলা যায় যে আওয়ামী পন্থি বিএনপিরাই খালেদা জিয়াকে তখন সঠিক সিদ্ধান্ত নিতে দেয়নি নইলে আজ বিএনপি জামায়াতের এমন দুরাবস্থা হতো না

বিষয়: রাজনীতি

১০২০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313088
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
অভিমানী বালক লিখেছেন : শেষমেষ আওয়ামীপন্তী বিএনপির নেতারা বিএনপিকে ধ্বংস করে ছাড়বে।
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
254092
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হয়তো বা
কিন্তু এখন খালেদা জিয়া সব কিছু বুঝতে পেরেছে তাই ওদের কথার আর তেমন গুরুত্ব দিচ্ছেনা
Good Luck
Good Luck
Good Luck
313100
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক সিদ্ধান্ত সফলতার মূল মন্ত্র সে ক্ষেত্রে বিএনপির উচ্চমহল ব্যর্থ
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২০
254096
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দুপিটই তো সমানরে ভাই কি করা আছে
313103
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২০
254097
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জাজাকাল্লাহ
313131
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৮
হতভাগা লিখেছেন :
বাংলাদেশের রাজনিতিকে জামায়াতে ইসলামী জন্য বিএনপি যেমন বড় আর্শিবাদ স্বরুপ দল ঠিক তেমনি বিএনপির জন্য জামায়াতে ইসলামীর জন্য ।


০ জামায়াতের জন্য বিএনপি অবশ্যই আশীর্বাদ স্বরুপ - কারণ বিএনপির সাথে থাকলে জামায়াতকে আওয়ামীরা গিলে ফেলতে পারে না । বিএনপি ছাড়া হলেই তাদের নিয়ে হালুম করে ঝাঁপিয়ে পড়ে । ১৯৯৬ এবং ২০০১ এ জামায়াতের আসন সংখ্যা দেখলেই তা টের পাওয়া যাবে ।

আর বিএনপির জন্য জামায়াত সিনবাদের ভূতের মত । বিএনপির বর্তমান পরিনতির জন্য তাদের জামায়াত ঘেষা নীতিই দায়ী ।

এর জন্য বিএনপিকে যে আর কত মাসুল গুনতে হবে আল্লাহই মালুম।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৭
254128
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হা জনাব আপনি ঠিক্ই বলেছেন
তবে একটা বাস্তব কথা দেখেন যেহেতু দেখেন না তাই বলা লাগে । ২০০৭ সালে থেকে জামায়াত যদি বিএনপির সাথে না থাকতো তবে হয়তো আওয়ামিলীগ নামক মেশিনটা বিএ্নপির সমর্থকদের গিলে ফেলত।
এই দির্ঘ সময় জামায়াতে ইসলামী বিএনপিকে সেলাইন দিয়ে বাচিয়ে রেখেছে।
ও হ্যা আর একটা সত্য কথা না বললেই না। জামায়াতের যুদ্ধাপরাধিদের যেই ভাবে বিচার হয়েছে বিএনপির যুদ্দাপরাধীরও তো বিচার হয়েছে ভাই । কথা সবটুকু মনে রাখা দরকার
০৫ এপ্রিল ২০১৫ রাত ১০:০৯
254130
হতভাগা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
313133
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দর ও যৌক্তিক ভাবে বিষয়টা তুলে ধরেছেন! ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৮
254129
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দেখেন না আপনার পুর্বের মন্তব্যকারী কেমন অহেতুক কথা বলল !
যাযাকাল্লাহ
Good Luck
313158
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন :
কারন হিসেবে বলা হলো মেধা তালিকাতে বেশির ভাগ মেধাবি শিবিরের লোক । সুতারাং এখন নিয়োগ না দিয়ে নির্বাচনের পরে দিবেন ।


অপ্রিয় সত্য কথাটাই বলেছেন। স্বার্থকেন্দ্রিক চিন্তা না করে বৃহত্তর চিন্তা করলে আজ সব ডিপার্ট্মেন্টে বি এন পি জামাতের লোকের এমন আকাল পড়ত না!
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:২৮
254138
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জনাব ভাই জান সালাম নিবেন
আসলে কথা হলো কি ক্সেত্র বিশেষ স্বার্থ না দেখলে তো চলে না । যেমন ধরুন ১৯৯১ সালে বিএনপিকে জামায়াত নিস্বার্থভাবেই সমর্থন দিয়েছিল তখনকা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File