রাজনৈতিক দলগুলির ওয়েবসাইড যেইভাবে আছে -মাত্র ৫টি দলের ওয়েবসাইড দেওয়া হলো।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৪:০৫:২০ বিকাল

জামায়াতে ইসলামীর এবং আওয়ামী লীগের ওয়েবসাইট অনেকটাই হালনাগাদ হলেও বিএনপি-জাতীয় পার্টির ওয়েবসাইটে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। আধুনিকতার তেমন ছোঁয়াও নেই।



জামায়াতে ইসলামী: অনেক দলের চেয়ে তুলনামূলক তথ্যপ্রযুক্তিনির্ভর ওয়েবসাইট রয়েছে জামায়াতে ইসলামীর।অনেকটা নিউজ পোর্টালের আদলে গড়া। এ ওয়েবসাইটে দলটির রাজনৈতিক কার্যক্রম, ছবি-অডিও-ভিডিও সবকিছুই রয়েছে।

দলটির ওয়েবাসাইটের মূল পাতায় আমাদের সম্পর্কে, সংগঠন, নীতিমালা, নিবন্ধ, চলতি বিষয়াবলি, ইসলামী শিক্ষা, সদস্য হোন, সংবাদ, বিজ্ঞপ্তি, অডিও, ভিডিও, প্রকাশনা ও যোগাযোগ অপশন রয়েছে।

জামায়াত সামাজিক যোগাযোগের মাধ্যমেও সক্রিয়। পাশাপাশি দলীয় পৃষ্ঠপোষকতায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানাভাবে সক্রিয় দলটির নেতাকর্মীরা।



আওয়ামী লীগ: ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে ২০০৮ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এর ধারাবাহিকতায় দেশের তথ্যপ্রযুক্তি খাতে যে পরিবর্তন এসেছে তার ছোঁয়া তাদের দলীয় ওয়েবসাইটে দেখা যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের ওয়েবসাইটই সবচেয়ে হালনাগাদ ও আধুনিক।



বিএনপি: অপরদিকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে রয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সম্প্রতি নতুন দলের ওয়েবসাইট তৈরি করেছে তারা। এখনো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়নি। সংবাদমাধ্যমে বিএনপির যেসব বিজ্ঞপ্তি পাঠানো হয় তাতে http://www.bnpbd.org ঠিকানার ওয়েবসাইটটির লিংক দিয়ে দেওয়া হয়।

http://www.jatiyo-party.com

জাতীয় পার্টি: সংসদে বিরোধী দল জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। তাদের ওয়েবসাইট কোনটি, সে বিষয়ে দলীয় শীর্ষ নেতারাই নিশ্চিত নন। অনলাইনে দুটি ওয়েবসাইট দেখা যায় জাতীয় পার্টির। দুটোই একেবারেই দুর্বল। http://www.jatiyo-party.com এই ঠিকানায় ক্লিক করলে দেখা যাবে পুরো পৃষ্ঠাজুড়েই দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং জ্যেষ্ঠ নেতাদের বক্তৃতার খবর। এতে যে কারোরই মনে হতে পারে এটি বোধ হয় কোনো বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় পার্টির দলীয় পতাকা রয়েছে। জাতীয় পার্টির ওয়েবসাইটে জাতীয়, ফোরাম, অন্যান্য, প্রতিক্রিয়া, ইতিহাস, সম্পর্কে, ছাত্রসমাজ, যুবসংহতি নামে আলাদা বাটন রয়েছে।

দলের কোনো কমিটির তালিকা ওয়েবসাইটে নেই। এমনকি অফিসের ঠিকানাও নেই।

http://www.jatiyo-party.org এ শিরোনামের ওয়েবসাইটে গেলে এইচ এম এরশাদের ছবির স্লাইড শো দেখা যাবে। দলের ইতিহাস, প্রতিষ্ঠাকালীন নানা তথ্য রয়েছে। এ সাইটটিও হালনাগাদ নয়।

অন্যান্য রাজনৈতিক দল: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (http://www.jasod.org.bd) ওয়েবসাইটটি হালনাগাদ নয়।জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ওয়েবসাইট সাইটিটির হোম পেজে বেশ কিছু পুরোনো সংবাদ ক্লিপিং থাকলেও অন্যান্য বাটনে ক্লিক করলে কিছুই পাওয়া যায় না। পৃষ্ঠা নির্মাণাধীন বলে একটি বার্তা আসে। একই অবস্থা বাংলাদেশ কল্যাণ পার্টির (http://www.bkp-bd.org) ওয়েবসাইটের। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ( http://www.cpb.org.bd) ওয়েব ঠিকানায় গেলে সার্ভার পাওয়া যায় না। একই অবস্থা বিকল্প ধারা বাংলাদেশের ( http://www.bikolpdhara.com) ওয়েবসাইটের।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295458
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:০৯
295502
১৮ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
প্রেসিডেন্ট লিখেছেন : এ সাইট হতে পারে জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। কুরআন হাদীস ছাড়াও আছে প্রচুর ইসলামী সাহিত্য।
http://www.icsbook.info/1977/shibir

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File