শিক্ষানীয় গল্প-১২

লিখেছেন লিখেছেন ইঞ্জিনিয়ার মুবিন ২৬ আগস্ট, ২০১৪, ০৮:৪৪:৩৯ রাত

একদিন বনের

জন্তুরা সকলে মিলে বাঁদরকে তাদের

নেতা নির্বাচন করল। শেয়াল পাশের বন

থেকে বেড়াতে এসে জানতে পারল যে,

বাঁদর হচ্ছে এই বনের নতুন নেতা।

শেয়াল নতুন নেতার দক্ষতা যাচাই করার

জন্য তাঁর সাথে দেখা করতে চাইল।

শেয়াল বাঁদরের কাছে এসে বলল,

“তুমি এখন আমাদের প্রধান, আমি তোমার

সেবা করতে চাই। এই বনের মধ্যে এক

জায়গায় আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি,

চল আমি তোমাকে দেখাব।”

বাঁদর খুব খুশি হয়ে শেয়ালের সঙ্গে চলল।

শেয়াল বাঁদরকে এক ফাঁদের

কাছে এনে বলল, “এই সেই জায়গা।

তুলে নাও সব, তোমার আগে আমি কিছু

নিতে চাই না।”

বাঁদর যেই না ঐ ফাঁদে তার

থাবা ঢুকিয়েছে অমনি সে ধরা পড়ে গেল।

তখন শেয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গেল

এবং বাঁদরকে দেখিয়ে বলল,

“দেখো তোমরা, এমন নেতা নির্বাচন

করেছ যে কিনা ফাঁদে ধরা পড়ে এমনই

তার বুদ্ধি।”

[মূল গল্প: লেভ তলস্তয়। অনুদিত, পরিমার্জিত

এবং পরিবর্ধিত]

...

এই গল্প থেকে আমরা দুইটি বিষয় চিহ্নিত

করার চেষ্টা করছি।

প্রথমত,

কেউ যদি আমার হিতকামনা চায়

অথবা মঙ্গল চায় এবং সে অনুযায়ী কোন

দিক নির্দেশনা দেয় তবে তাকে অবশ্যই

সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ এবং একই

সাথে প্রমানিত না হউয়া পর্যন্ত সতর্ক

দৃষ্টি রাখা উচিৎ কেননা মুমীন

নিজে ঠকে না কাউকে ঠকায়ও না।

হতে পারে তার মুখে মধুমাখা কিন্তু

অন্তরে বিষগাথা।

তাই সতর্ক পদক্ষেপ সেই বিষ সনাক্ত

এবং তা থেকে হেফাজত করবে।

দ্বিতীয়ত,

আমরা ভোট দিয়ে নেতা নির্বাচন

করি এমন ব্যক্তিকে যার

দক্ষতা সম্পর্কে আমরা বেশীর ভাগই

অনবহিত। শুধু মাত্র রাজনৈতিক প্রতীকই

যেখানে মূল শর্ত হয়ে থাকে।

যে কারনে অযোগ্য লোক

নেতা হচ্ছে এবং বেশীর ভাগ নেতার

বিরুদ্ধেই অর্থলোভীর দোষ পরিলক্ষিত

হচ্ছে। আমরা যদি দক্ষ, বিচক্ষণ, কর্মঠ ও সৎ

'মানুষ' দেখে ভোট দেই তবে এক সময়

রাজনৈতিক দল গুলো সেই রকম 'মানুষ'দের

খুঁজে বের করে মনোনয়ন করতে বাধ্য হবে।

বিষয়: বিবিধ

২৩৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258524
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:০৯
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০১:১৮
202278
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : ভাল লাগার জন্য ধন্যবাদ
258592
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৯
দ্য স্লেভ লিখেছেন : শিক্ষনীয়
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫৮
202306
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : ধন্যবাদ গল্পটি পড়ার জন্য
258631
২৭ আগস্ট ২০১৪ রাত ০৪:৫০
কাহাফ লিখেছেন : প্রচলিত গনতন্ত্রে এমন অবস্হা হয়।ভালো লাগলো,ধন্যবাদ।
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫৯
202307
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ
267843
২৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সঠিক কথাই বলেছেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File