একটু কি ভাববেন, সময় হবে কি?...

লিখেছেন লিখেছেন দিশারি ১৮ অক্টোবর, ২০১৪, ১১:৩১:৩২ সকাল

আমরা যখন মায়ের গর্ভ হতে এ ধরার বুকে প্রথম পা রাখি...পুরো ঘরময় তখন আনন্দের রোল পড়ে যায়। আর বাবা মা যে কি পরিমাণ খুশি হন তা কেবল যারা সে সৌভাগ্য অর্জন করেছেন তারাই বলতে পারবেন।

এরপর কেবল একটাই চিন্তা উঁকি দেয় সকলের মাঝে। কি নাম হবে আমার খোকা অথবা খুকির? এভাবেই এগিয়ে চলে মানুষের চিন্তা...

কিন্তু হায়! ভাবতেই খুব কষ্ট হয়। এই আমরাই আবার একদিন চলে যাবো এই বসুধার বুক ছেড়ে দূরে বহু দূরে... যেখান থেকে আর ফিরে আসা যাবে না এই মমতা ঘেরা দুনিয়াতে।

মৃত্যুর সাথে সাথেই আমাদের নাম হয়ে যাবে "লাশ"। আমাকে আর কেউ আদর করে ডাকবে না আমার সেই সুন্দর নামটি ধরে, যে নামটি আমি খুব পছন্দ করতাম এই নিথর দেহে প্রাণ থাকাকালে। বড়ই পরিতাপের বিষয়, এটাই হল দুনিয়ার জীবন!!

লোকে বলবে- "লাশের" পা টা একটু সোজা করুণ, "লাশকে" গোসল করাতে হবে। "লাশকে" খাটিয়ায় উঠান, জানাযার মাঠে নিয়ে যেতে হবে। ধরেন, শক্ত করে ধরেন, "লাশকে" কবরে নামাতে হবে...!!

তখন কেউ আর নাম ধরে ডাকবে না, ডাকবে না কোন ম্যাডাম অথবা স্যার বলে; তখন মাত্র একটাই নাম আমরা পাবো আর তা হল "লাশ"!!

অনেকে আবার আমার চেহারাটাও দেখবেনা, রাতে ভয় পাবে বলে! কতইনা কষ্টের সেই সময়টা!... যখন আপনার আপনজন আপনাকে কাধে নিয়ে আপনার ঘর থেকে আপনাকেই বের করে দেবে। আর বাড়ীর পাশে অন্ধকার একটা জায়গার দিকে আপনাকে নিয়ে যাবে...!!

যেই জায়গারটির পাশ দিয়েই হয়তো আপনি হাজারবার বন্ধুদের নিয়ে হাসতে হাসতে পথ চলতেন! আমরা সেদিন কতইনা অসহায় হব, দেখব, শুনব, কিন্তু কিছুই বলার থাকবে না!!

সেটা এমনই একটি জায়গা, যেখানে ঈমান আর আমল ছাড়া কিছুই যাবেনা!! সে জায়গায় যাওয়ার আগে কিছু আমল করার দরকার আছে কি......??

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275584
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৩
ফেরারী মন লিখেছেন : এই ভয়টাইতো তাড়া করে ফেরে প্রতিনিয়ত। সারাক্ষণ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি। কেনো তিনি আমাদের সৃষ্টি করলেন আবার কেনই বা তিনি আমাদের তার কাছে নিয়ে যাবেন। এই খেলাতে তিনি কি আনন্দ পান? (নাউজুবিল্লাহ) একদিন এই মায়ার বাঁধন ছিন্ন করে সবাইকে চলে যেতে হবে তবুও জীবন সংগ্রামে টিকে থাকতে কত কিছুই না করছি। আপনার লেখাটি মনে কিছুটা হলেও রেখাপাত করলো। অনেক অনেক ধন্যবাদ
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৩
219465
দিশারি লিখেছেন : ভাইয়া আমিও মাঝে মাঝে আপনার মতই চিন্তা করি...
আল্লাহ্‌ আমাদের দুনিয়ায় পাঠালেনও আবার নিয়েও যাবেন। ভাবতে খুব কষ্ট হয়।
কিন্তু পরক্ষেণেই আবার মনে আসে আল্লাহ্‌ তো এভাবেই মানুষকে পরীক্ষা করবেন।
275592
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৫
219468
দিশারি লিখেছেন :
সুশীল ভাইয়াকেও ধন্যবাদGood Luck
275626
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২০
আফরা লিখেছেন :
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৯
219603
দিশারি লিখেছেন : বোন অসংখ্য ধন্যবাদ। খুব প্রিয় একটি গানই কমেন্ট করলেন। Good Luck
গানটি লেখার সাথে পুরোই মিলে গেছে।
275733
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাজাকাল্লাহু খাইর। মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য।
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:১২
219604
দিশারি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য। তবে আপনার লেখাগুলো পড়ে অনেক ভাল লাগে Good Luck
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৩
219636
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি খুব খুব খুশি হয়ে শোনে আমার লিখা আপনার ভাল লাগে! দায়িত্বটা বেড়ে গেলে আমার, ভাল লাগা অব্যাহত রাখার জন্যো যে ভাল লিখতেই হবে।
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৭
219649
দিশারি লিখেছেন : তা তো অবশ্যই ভাইয়া Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File