ছি:ছিঃ, ছিঃ ছিঃ ছিঃ

লিখেছেন লিখেছেন কিশোর কারুণিক ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫১:৫৮ দুপুর

ছি:

Ñকিশোর কারুণিক

কান পাতলেই শুনতে পাই

কান্নার আওয়াজ

শিশুর কান্না, নারীর কান্না

নির্যাতিত মানুষের কান্না।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজারে

পকেটে পাঁচটাকা কয়েল

মন অশান্ত, শরীর অশান্ত

অশান্ত সমাজ প্রিয়স্বদেশ।

দেবতারা পূজা নেবার অভিপ্রায়ে

পাঁচতারকা হোটেলে বিলাসিজীবন

ছন্নছাড়া মানুষগুলো ভাসমান

সীমানা কাঁটাতার অতিক্রম করে পরবাসী।

মানুষ দেবতার পাটাতনে

মানুষের স্বপ্নভঙ্গ

দেবতার পৌষ মাস।

জ্বলছে ঘর, পুড়ছে মন

ঝলছে গেছে মাটি

সভ্যতা নামক আধুনিক শব্দটা

দেবতার পায়ে করে লুটোপুটি।

শাসিত জীবন ব্যবস্থায়

শোষিতরা যেন ললিপপ

নিঃশেষের তরে যেন তাদের জীবন যাপন।

চলছে

এই ভাবেই চলছে

সেই আদিম থেকে মধ্যযুগ

এখন বর্তমান।

পাপ বলে যদি কিছু থেকে থাকে

দূর্বলতায় এক মহাপাপ।

নির্বাণ জীবন যাপনে

প্রতি মূহুর্তে প্রতি পদে পদে

নিষ্টা, কষ্ট, কিঞ্চিত সুখ

জীবনটা যেন তৃণসম দূর্বাঘাস।

আমি দূর্বাঘাস হতে চাই না

দেবতার অভিশাপ মাথায় পেতে নিলাম

আর নয় দেবতার পায়ে অর্ঘ্য

অন্তত মনে মনে

মৃদু স্বরে বলে যায়

ছিঃ, ছিঃ ছিঃ ছিঃ

কেমন দেবতা তুমি

ভক্তের কষ্টার্জিত ঘামে রক্তে-

তৃপ্তির ঢেকর তোলে?

ছিঃ

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341606
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫৪
নৌশাদ আল নোমানী লিখেছেন : ছিঃ, ছিঃ ছিঃ ছিঃ
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:২৭
283302
কিশোর কারুণিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
341607
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫৮
নাবিক লিখেছেন : ছিঃ ছিঃ
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:২৬
283301
কিশোর কারুণিক লিখেছেন : আপনাকে ধন্যবাদ
341748
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর লিখেছেনঃ ধন্যবাদ।
341976
১৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:২৬
কিশোর কারুণিক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File