মেরু বিন্যাস

লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ২১ জুন, ২০১৪, ০৯:০৮:১৯ সকাল

রাস্তায় কুড়িয়ে পাওয়া সম্পর্কে

শুধু শুধু চিড় ধরাতে চেয়ে না ,

সে যেমন বইছে তাকে বইতে দাও ।

মাঝে মাঝে হাঁপিয়ে উঠলে পাখার বাতাস দিও

জল তেষ্টায় পরম আদরের বৃষ্টিকণা

আর রাস্তার মোড়ে দু দণ্ড সময়কে

দাঁড়াতে বলেই তুমি চলে যেও না ;

তাহলে সম্পর্কের নিষ্ঠুরতা প্রকাশ্যে বেরিয়ে পড়বে ।

মতের বিনিময়ে যে ভগ্নাংশ ধরা পড়বে

তাকেই লালিত করে

সামাজিক অবক্ষয়ের দীনতা

রাস্তার আঁকে বাঁকে মাইল স্টোন করে বসিয়ে দিও না ।

তাকে পথের ধুলো ভেবে

ঘরে এসে ধুয়ে ফেলতে পারো

ক্ষত ভেবে দূর করতে

তখন আবার অন্য রাস্তা নিতে হবে ;

আর সম্পর্কও তখন অন্যমাত্রা পেতেও পারে

আবার হারিয়ে গিয়ে

রাস্তাটাই না ঘরের দুয়ারে ভিড় করে দাঁড়ায় ।

চিনে নিতে কষ্ট হলেও

চোখ কান খোলা রাখতেই হবে ।

-০-০-০-

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File