আব্বাকে ভুলতে পারবনা কখনো! :'(

লিখেছেন লিখেছেন আরিফার চৌধুরী ১৫ জুন, ২০১৪, ১১:৫৮:২৭ রাত

আজ থেকে আরো ২০বছর আগের কথা।তখন আমি বরিশাল জিলা স্কুলে পড়তাম ক্লাশ সিক্সের ছাত্র।আমিই পরিবারের একমাত্র সন্তান,আব্বার আশা ভরসা ছিলাম।আব্বা আমাকে আদর করে বাবা বলে ডাকতেন ।আমার বাসা স্কুল থেকে বেশি দূর ছিলনা।তখন১টাকায় পেট পুরে খাওয়া যেতো।অনেক কিছু পাওয়া যেতো সেসময় ১টাকায়!আমার আব্বা আমাকে রোজ ১টাকার ২টা পয়সা দিতো আর বলতো "বাবা এই নাও এই ১ টাকা খাবা টিফিনে আর এই ১টাকা খাবা বিকালে।"আমি আনন্দে লাফাতে লাফাতে স্কুলে আসতাম ।আব্বা আমার পিছন থেকে তাকিয়ে থাকত,আমি অনেক সময় দেখেছি আমি যতক্ষন আড়াল না হতাম আব্বা চাতক পাখির ন্যায় আমার লাফানোটা দেখতো ।হয়তোবা আমার লাফানোটা তার কাছে ভাল লাগত।

আব্বা রাত্রে যখন ঘুমাতো একেবারে আমাকে বুকের মধ্যে টেনে নিয়ে ঘুমাতো,আম্মার চেয়েও আব্বা আমার কাছে ছিল প্রিয়।

আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়া,আমাকে গোসল করিয়ে দেয়া এসব আব্বাই করত।মাঝে মধ্যে আম্মা এসে আবদার জুড়ে দিত এই তুমি কি আমাকে একটু ওর যত্ন করতে দিবেনা?আর ওকে শাসন করতেও দাওনা,নিজেও করনা!দুই বাপ ব্যাটা চৌধুরী চৌধুরী ভাব দেখাও তাইনা?

আমার আব্বা মুচকি হেসে জবাব দিতো,ওহে নারী অবলা তুমি কি আমার এই রাজপুত্রের যত্ন করতে পারবে?এ ছেলে আমার হাতে গড়ে তুলব হ্যা!আম্মা নাজেহাল হয়ে মুখ ভেংচিয়ে বলত যাও হয়েছে হয়েছে যা রাজপুত্র একেবারে বদের হাড়ি!

আল্লাহ আমার এই সরল সহজ,সুন্দর আব্বাকে বেশি দিন আমার কাছে রাখলেননা একদিন ক্লাশ করে বাড়ি ফিরেছি,এসে দেখি বাসার সামনে অনেক জটলা !কি হয়েছে দেখতে গেলাম দেখি আমার আম্মা মূর্ছা গেছে পাশে মুখ ঢাকা অবস্থায় কাকে যেন শুইয়ে রেখেছে।এনায়েত কাকা(আমার ছোট চাচা বর্তমানে উনিও মৃত) আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে আর ফোপাচ্ছে!রুবেল ভাই শুয়ে থাকা লোকটার মুখের উপর পরে থাকা কাপড়টা জাগালেন,আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগল!আমার আব্বা শুয়ে আছে।বিশ্বাস হারিয়ে ফেলেছি নিজের চোখের উপর,অনেক চিত্‍কার করে কেঁদেছি,গলা থেকে রক্ত বের হয়েছিল কফের সাথে!তবুও আল্লাহ ফিরিয়ে দেননি আমার পিতাকে!আমার আম্মা এখনো কাঁদেন আব্বার জন্য!আসলে আমার আম্মার মতো এতটা স্বামী প্রেমী মহিলা আমি দেখিনি।

আজ প্রায় ২০বছর হল আব্বাকে হারিয়েছি!এর মধ্যে বিয়ে করেছি সন্তান হয়েছে।ভাবছিলাম সন্তানের চোখের দিকে তাকিয়ে আব্বাকে ভুলে যাব কিন্তু না তা পারিনি!

আমার আব্বার মতো আমার সন্তান কেন আল্লাহ এবং রাসুল সঃ ছাড়া অন্য কেউই অতটা ভাল আমাকে বাসতে পারবেনা।

হায়দার সাহেব ঠিকই গেয়েছিলেন

-যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রনা......!!!

বিষয়: Contest_father

১৪৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235274
১৬ জুন ২০১৪ রাত ১২:১৯
ছিঁচকে চোর লিখেছেন : প্রাণ ছুঁয়ে গেলো লেখাটা।
235284
১৬ জুন ২০১৪ রাত ০১:০২
মাটিরলাঠি লিখেছেন : রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা।
235292
১৬ জুন ২০১৪ রাত ০৩:৫৮
নানা ভাই লিখেছেন : আল্লাহ তাকে বেহেশত নসীব করুন।
235301
১৬ জুন ২০১৪ সকাল ০৫:৫৩
হতভাগা লিখেছেন : এতদসত্ত্বেও বাবারা কিন্তু অবহেলিতই থাকেন । আল্লাহ উনার বেহেশত নসীব করুন - আমিন ।

''তখন ১ টাকায় পেট পুরে খাওয়া যেতো । ''

০ ২০ বছর আগে মানে ১৯৯৩/৯৪ সাল । তখন ১ টাকায় দুটো চকলেটের বেশী পাওয়া যেত না বা একটা ছোট সিংগারা ।
আপনি কিভাবে পেট পুরে খেতেন ১ টাকায় ? বলা যাবে কি ?
235318
১৬ জুন ২০১৪ সকাল ০৯:৫৯
আরিফার চৌধুরী লিখেছেন : আমার কাছে ঝালমুড়িটা খেতে ভাল লাগত আর ১টাকায় বড় ১ঠোঙ্গা ঝালমুড়ি পাওয়া যেত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File