মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব-০৮)

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:২৪:১২ রাত



পরিবার, বিয়ে, দাম্পত্য সম্পর্ক, সন্তান প্রতিপালন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার, অন্তত আমার মতো আবিয়াইত্তার জন্য। কিন্তু মানুষের কাছ থেকে ভালো ভালো পরামর্শগুলো সংগ্রহ করে সবার মাঝে বিলিয়ে তো দিতে পারি। তাই মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ নিয়ে হাজির হলাম। পরামর্শগুলো দিয়েছেন ‘শেখ মুহাম্মদ আল মুনাজি’। আমি ইংরেজি থেকে বঙ্গানুবাদ করেছি মাত্র। তাহলে চলুন দেখে আসি সে পরামর্শগুলো কী।

ঘরে মধ্যে শয়তান


২৬- স্বামীর অনুপস্থিতিতে ঘরে গায়রে মাহরাম আত্মীয়দের প্রবেশে স্ত্রী বা নারীদের সতর্কতা বজায়ে চলতে হবে।

২৭- পারিবারিকভাবে একে অন্যের বাড়িতে বেড়াতে গেলে পুরুষ মহিলাদের আলাদা আলাদা স্থানে বসা উচিৎ।

২৮- ঘরে পুরুষ ড্রাইভার আর মহিলা কাজের মেয়ে পরস্পরের সাথে মেলামেশার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

২৯- অসৎ লোকদের কোনোভাবেই ঘরের ভেতরে থাকতে দেওয়া যাবেনা।

৩০- টেলিভিশনে পরিবেশন করা ক্ষতিকর অনুষ্ঠানগুলো সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

৩১- টেলিফোন, মোবাইল অথবা অন্যান্য ইলেক্ট্রনিকস পন্যের অপব্যাবহারের উপর সজাগ দৃষ্টি রাখতে হবে।

৩২- ঘরের ভেতরে বিধর্মীদের মিথ্যা ধর্ম, তাদের গড দেব দেবী, এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রতীক সম্বলিত ছবি বা অন্য কিছু থাকে, তাহলে সেসব অবশ্যই সরিয়ে ফেলতে হবে।

৩৩- ঘরে ভেতরে থাকা প্রাণীর ছবি সরিয়ে ফেলবে।

৩৪- ঘরে ধূমপানের অনুমতি দেবেনা

৩৫- ঘরে কুকুর পালন করা বা রাখা মোটেও উচিৎ নয়।

৩৬- ঘরকে খুব বেশি সজ্জিত না করে অনেকটা সাধারণ হালতে রাখাই উচিৎ।

আগের পর্বগুলো দেখতে-

মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব-০১)

মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব- ০২)

মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব- ০৩)

মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব- ০৪)

মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব-০৫)

মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব-০৬)

মুসলিম পরিবারের জন্য ৪০ টি পরামর্শ (পর্ব-০৭)



বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378103
৩০ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:২১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ধন্যবাদ আপনার মূল্যবান ধারাবাহিকের জন্য।
৩০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৯
313387
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহু
আপনাকেও ধন্যবাদ ধারাবাহিকটির সঙ্গ দেওয়ার জন্য
378106
৩০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:৫২
মনসুর আহামেদ লিখেছেন :
৩০ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৯
313388
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ
378222
০৩ অক্টোবর ২০১৬ দুপুর ০২:১৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ছোট ভাই।

আপনার প্রাঞ্জল অনুবাদ অতুলনীয় গুণের বার্তাবাহক।

সুচারুরূপে আন্তরিকতার সাথে অব্যাহত থাকুক। এটাই প্রত্যাশা।
০৪ অক্টোবর ২০১৬ রাত ১১:১৬
313487
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপা
আপনার মূল্যায়ন যেন আমার গতিকে সচল রাখতে সহায়ক হয়ে থাকে
আপনার প্রত্যাশা, আমার চেষ্টা সাধন ....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File