বাবার স্মৃতি যা আজও আমাকে কাদাঁয়। (গল্প নয় সত্যি ঘটনা)

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২৪ মে, ২০১৪, ০৯:৫৮:৫৪ সকাল



যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি?

আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ্য বাবা হচ্ছেন আমার বাবা।

২০১২ সালের ২৩ ফেব্রুয়ারী আমার বাবা মরহুম বখতিয়ার উদ্দিন আমাদের পরিবারের সবাইকে এতিম করে না ফেরার দেশে ছলে গেছেন।

আপনাদের সবার কাছে আমি আমার বাবার জন্য দোয়া চাই মহান আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত নসীব করেন।

আমি আজ আপনাদের কাছে আমার বাবাকে নিয়ে ২টি সত্য ঘটনা শেয়ার করবো।

ঘটনা-১) প্রাথমিক চিকিৎসাঃ আমি যখন ছোট ছিলাম সম্ববত ২য় কি ৩য় শ্রেণীতে পড়ি, তখন আমন ধান কাটার মৌসুম একদিন আমাদের ক্ষেতে ধান কাটা চলছিল, আমি বাবার সাথে ধান কাটার দৃশ্য দেখতে গেলাম, এবং আমি বায়না ধরলাম ধান কাটবো বাবা বললেন হাত কেটে যাবে, কিন্তু আমি নাছোড়বান্ধা আমি ধান কাটবোই কাটবো বাবা এক পর্যায়ে আমার কথায় রাজি হয়ে গেলেন এবং আমার হাতে ধান কাটার কাছি ধরিয়ে দিয়ে বললেন নে এবার ধান কাট, আর আমি আনন্দে বাবাকে একটি ছুমো দিয়ে ধান কাটা শুরু করলাম প্রথমেই আমি আমার বাম হাতের কনিষ্ট আঙ্গুল কেটে ফেললাম এবং সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হলো, বাবা সাথে সাথে আমাকে বলল আমি যেন কাটা স্থানে প্রশ্রাব করে দিই, আমি তাই করলাম এবং সাথে সাথে রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেল। আমার যেই আঙ্গুলটি কাটা গিয়েছিল তার দাগ এখনো আছে, কিন্তু বাবা এখন শুধু স্মৃতি হয়ে আছে।

ঘটনা-২) সিগারেট খাওয়াঃ আমি যখন ছোট্ট ছিলাম আমার সমবয়সি অনেকেই তাদের বাবার পকেট থেকে সিগারেট চুরি করে খেত, কিন্তু আমি কখনোই খেতাম না এবং এখন পর্যন্ত খাই না, একদিন হলো কি আমাদের পাট গাছ শুকাতে দিল লাড়কি হিসাবে ব্যবহার করার জন্য, আর আমি তখনি একটি পাট গাছের টুকরো হাতে দিয়ে আগুন জালিয়ে সিগারেটের মত টানতে লাগলাম আমার বাবার নজর পড়লো আমার দিকে সাথে সাথে আমাকে তাড়াতে লাগলো আমি একদোড়ে আমাদের বাড়ি থেকে ১কিলোমিটার দুরে ডাকাতিয়া নদীর পাশে গিয়ে লুকিয়ে ছিলাম, এবং সবাই আমাকে খুজতে অস্থির হয়ে গেল, রাত যখন ৮টা বাজে আমি বাড়িতে আসি বাবা আমাকে তার বুকে জড়িয়ে ধরে কান্না জুরিয়ে দিল, যা আজ শুধুই স্মৃতি।

বিষয়: Contest_father

২২৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225331
২৪ মে ২০১৪ সকাল ১১:০৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লাগল । আপনার প্রিয় বাবাকে আমার আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন । আমীন ।
কাটা অংশে প্রশ্রাব করে দিলে রক্ত বন্ধ হয় এটা এই প্রথম শুনলাম । Good Luck
২৪ মে ২০১৪ সকাল ১১:১১
172454
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
225332
২৪ মে ২০১৪ সকাল ১১:০৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার প্রিয় বাবাকে আল্লাহ জান্নাতে নসীব করুন।
২৪ মে ২০১৪ সকাল ১১:১১
172455
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
225375
২৪ মে ২০১৪ দুপুর ১২:২৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৪ মে ২০১৪ দুপুর ০১:৪৯
172518
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ
225414
২৪ মে ২০১৪ দুপুর ০১:২৯
আমীর আজম লিখেছেন : ভাল লাগল।
২৪ মে ২০১৪ দুপুর ০১:৪৯
172519
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ
225463
২৪ মে ২০১৪ দুপুর ০৩:০৮
বিন হারুন লিখেছেন : আল্লাহ আপনার বাবাকে জান্নাত নসিব করুন. আমীন.
২৭ মে ২০১৪ বিকাল ০৪:২৮
173896
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File