আজব এক দেশের গল্প

লিখেছেন লিখেছেন ভোরের শিশির ১৯ এপ্রিল, ২০১৪, ০৫:২৩:৩৪ বিকাল

এটা আফ্রীকার কোন দেশের ছবি নয়। এটি এমন একটি দেশের ছবি যে দেশের জাতীয় সংগীত গাইতে খরছ করা হয় ৯০০০০০০০০ (নব্বই কোটি) টাকা। যে দেশের অর্থমন্ত্রীর কাছে ৪০০০,০০০০০০০(চার হাজার কোটি টাকা) কিছুই না। যে দেশের প্রধান মন্ত্রী বিদেশ সফরে যায় ১০০ জনের বহর নিয়ে।

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210138
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩০
সালমা লিখেছেন : হত ভাগা,পোরাকপালী জাতী এর চেয়ে বেশি আর কি বা পাবে বলেন।
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৩
161268
ভোরের শিশির লিখেছেন : হতাশার কি আছে? আমরা চেষ্ঠা করলে জাতীর পরিবর্তন করতে পারি, তবে চেতনা ব্যব্সা পরিত্যগ করতে হবে।
210150
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
161269
ভোরের শিশির লিখেছেন : আমিন
210155
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তাই বলে কি আমরা ওসব করবো না? ভারতে তো এখনো ৫০ ভাগেরও বেশী লোক বনবাদাড়ে টয়লেটের কাজ সারে তাই বলে কি তারা পারমানবিক বোমা বানাতে পারবে না? আজগুবি সব উদ্ভট তথ্য এনে হাজির করে সরকারী বিরোধী সেন্টেমেন্ট তৈরি করা রাজাকারদের স্বভাবে পরিণত হয়েছে।
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১১
161280
ভোরের শিশির লিখেছেন : যদি আপনি একটি পরিবারের প্রধান হন, পরিবারের সদস্যদের অভূক্ত রেখে নিজে একা বিলাসী জীবন কাটাতে? আমাদের প্রধানমন্ত্রী তো তাই করছে। জনগনের অর্থ অপচয করছে জনগনকে অভূক্ত রেখে।
210156
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
সন্ধাতারা লিখেছেন : জাতির বিবেক জাগ্রত হও, আর ঘুমিয়ে থেকো না।
210157
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
শেখের পোলা লিখেছেন : আমাদের পিঠে কুজ্ব থাকতে পারে, আমরা ঝুঁকে ঝুঁকে হাঁটি, তাই বলেকি চিৎ হয়ে শোয়ার সখ নেই? আমাদের আছে মহান চেতনা৷ যা সারা বিশ্বে নেই৷
২৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৩
161281
ভোরের শিশির লিখেছেন : আমরা চেষ্ঠা করলে জাতীর পরিবর্তন করতে পারি, তবে চেতনা ব্যব্সা পরিত্যগ করতে হবে।
210167
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
নীল জোছনা লিখেছেন : সত্যি অবাক লাগে দুই একটা উদাহরণ দিয়ে যেখানে সারাদেশকে বিচার করা হয়। হায়রে বাংলাদেশ হায়রে জাতি
210171
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
আবু জারীর লিখেছেন : প্ররতিবেশীদের কাছে টোল চাওয়া অসভ্যতা আর দেশের নাগরিকদের অভুক্ত রাখা মাল মুহিতের কাছে বড়ই সভ্যতা একেবারে আধুনিকতা!
210201
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
ফেরারী মন লিখেছেন : Sad Sad Sad Sad
210219
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
বিন হারুন লিখেছেন : জাতি পান্তাভাত খেয়ে ঝিমুচ্ছে. কবে জাগবে জানি না.
১০
210230
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই টাই আমাদের দেশ!!!!
১১
210250
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
শফিউর রহমান লিখেছেন : এই সমস্ত অভূক্ত মানুষগুলোর অবস্থার উন্নতিই লক্ষ্য যাদের তাদেরকে অনেক মানুষই চিনতে পারলো। কিন্তু যারা এদেরকে দিন দিন আরো খারাপ অবস্থার দিকে নিয়ে যায় তাদেরকেই সাপোর্ট করে।
১২
210467
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৪
আল সাঈদ লিখেছেন : বলার ভাষা নেই।
১৩
211106
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
ভোরের শিশির লিখেছেন : য্খন এমন লাখো মানব সন্তান খিদার জালায় ডাসভীনে খাবার খোজতে ব্যস্ত, ঠিক তখন এ দেশের মন্ত্রীরা জনগনের টাকায় আরাম আয়েশে দামি দামি খাবার নিয়ে ব্যস্ত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File