কোরআনের সত্য

লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ৩০ এপ্রিল, ২০১৪, ০৯:৩১:১৫ সকাল

আল কোরআনের সত্য বানী,

রাসুল মানলে নাই পেরেশানি।

তাঁকে মানলে আল্লাহ-ই মানি,

স্বাক্ষী দেয় কোরআনের বানী।

রাছুলের অবাধ্য হয় যে জন,

সাফায়্যাত না পাবে সে জন।

ভোটে যে পাইবে না পার,

আসলে যারা দোজখের হকদার।

হাসান হুসাইন বেহেস্তের সরদার,

বেহেস্ত আশার আগেই জানা দরকার।

মা ফাতেমা বেহেস্তের নারীর সরদার,

এই ওসিয়ত ছিল নবী মোস্তফার। (সা.)

মা ফাতেমা কান্দিয়া বলে যায়,

দিওনা দাড়াইতে মোর যানায়ায়।

যানাযায় না দাড়াইবে তারা,

জামানার প্রথম খলিফা যারা।

ফাতেমা মায়ের হত্যা করে যারা,

বেহেস্তের লাইনের সামনে খাড়া।

কেমন যে তারা পাইবে পার,

হাসান হুসাইন তো বেহেস্তের সরদার।

ফকির উয়ায়ছী বলে সময় থাকিতে,

কোরআন হাদিস বুঝ নিজ জ্ঞানেতে।

বিষয়: সাহিত্য

১২২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215267
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
নীল জোছনা লিখেছেন : চমৎকার লিখেছেন অনেক ভালো লাগলো পড়ে
215291
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
ঠোঁটকাটা পাগল লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File