নোংরামীর যতো রং

লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ১৪ মার্চ, ২০১৪, ০৭:৪২:২৭ সন্ধ্যা

ঘটনা-১

টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তৈরীকৃত ফ্লাশ মবের একটিতে দেখি স্বনামধন্য এক মেডিকেল কলেজের হিজাব পরিহিত আপু উদ্দাম নাচুনি দিচ্ছেন .......!!!!!

আহা কি চমৎকার দৃশ্য।উনাদের ভাষ্যমতে এটা মনে হয় ইসলামী স্টাইলে মুজরা ......

ঘটনা-২

সারাদেশে শাহবাগীদের যখন নাস্তিকতার সহযোগী আখ্যা দেয়া হয় তখন এক আপু বলেছিলেন "আমি হিজাব পড়ে শাহাবাগে যাই,আমিতো ধর্মের সাথেই আছি। "

আহা ...!!! কি অমৃত বাণী। সাধু ..... সাধু.....

আপুরা ......

আপনারা হিজাব পড়ে রাস্তায় নর্তকীতের মতো নাচা আর বন্ধুদের সাথে রাস্তায় রাত্রিযাপন করাকে দেশপ্রেম বলতেই পারেন -এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার;কিন্তু দয়া করে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করবেন না। হিজাব পড়ে কনসার্টে নাচলে,বয়ফ্রেন্ডের সাথে পার্কে কিংবা পিয়ালের ফ্লাটে ডেটিং এ গেলে তা ইসলামের দৃষ্টিতে জায়েজ হয়ে যায়না। ইসলামী অনুশাসনের সাথে এসব নোংরামীর বিন্দুমাত্র যোগসূত্র নেই। ইসলামের মর্যাদা এতোটা ঠুনকো হয়ে যায়নি যে কতিপয় নর্তকী,পতিতাদের একটুকরো কাপড় মাথায় পেচানোর জন্যে তার সম্মান সামান্য বৃদ্ধি পাবে। ইসলাম ধর্ম তার শাশ্বত আলোয় ভাস্বর।

প্রকৃত ইসলামী জ্ঞানের অভাব যে দিনদিন প্রকটতর হচ্ছে এসব ঘটনা যেন তারই উদাহরণ বহন করছে....

#সারমর্মঃ

"যথার্থ ধর্মীয় জ্ঞানসম্পন্ন প্রতিটি নারীই হিজাবী

কিন্তু সকল হিজাবী ধর্মীয় জ্ঞানসম্পন্ন নয় । "

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192248
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:২৬
হতভাগা লিখেছেন : এই আপুদের কারণেই ইসলাম ধর্মকে লজ্জিত হতে হয় ।

অথচ অন্য ধর্মের তুলনায় ইসলাম ধর্মই আপুদের অনেক বেশী অধিকার দিয়েছে ।
192421
১৫ মার্চ ২০১৪ সকাল ১০:২৩
সোহান আর চৌধুরী লিখেছেন : জ্বী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File