শৈশব নিয়ে লিখতে গিয়েও পারলাম না

লিখেছেন লিখেছেন উম্মে আদনান ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৪১:১৪ সন্ধ্যা

কিছুদিন হলো লক্ষ্য করছি ব্লগে যেন পাল্লা দিয়ে শৈশবের কাহিনী বর্ণনা চলছে। এক বন্ধুর কাছে শুনলাম পাল্লা নয়, টুডে ব্লগে শৈশব মেলা চলছে। দারুণ!!

ব্লগার হিসেবে আমি শুধু যে নবীন তা-ই নয়, একেবারে আনাড়িও। ব্লগে পড়ার জন্যই শুধু আসা হয়, কখনও হয়তো কারো লেখায় মন্তব্য করি, তবে তা খুবই বিরল। তবে ইচ্ছে হয় নিয়মিত হওয়ার কিন্তু উপায় নেই। সংসার আর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ আমার জগত।

আজ মনে হলো- সবাই যেহেতু শৈশব নিয়ে লিখছে, আর আমিও যেহেতু স্বপ্নের শৈশব অতিক্রম করেছি; তাই এ বিষয়ে কিছু লিখি। কিন্তু না; লিখতে বসে দেখলাম, কাজটা শুধু কঠিন নয়, আমার জন্য প্রায় অসম্ভব একটি বিষয়।

অপরের লেখা পড়ে তার গুণাগুণ বর্ণনা যত সহজ, নিজে থেকে কিছু লেখা ততটাই যেন কঠিন।

আমার শৈশব কেটেটে গুড় নদীর তীরে এক অজপাড়া গা-এ। শৈশবে খুব একটা দুষ্ট হয়তো ছিলাম না, তবে শাপলা তোলা, ঝিনুক কুড়ানো, মাঝ ধরা, সাতরিয়ে নদীর এপার-ওপার করা এগুলো ছিল মামুলি বিষয়। একবার নদীতে হাস ধরতে গিয়ে প্রায় অচেতন হয়ে পরেছিলাম। সেসব কথা মনে হলে এখন হাসি পায়।

যা-ই হোক! বলেছি যে, শৈশব শুধু নয়, কোনো বিষয় নিয়েই লেখা আমার কম্ম নয়। তবুও ব্লগে আছি, থাকবো আর বিখ্যাত সব ব্লগারদের ব্লগ পড়ে সময় কাটানোর ইচ্ছা রইলো।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263371
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
আফরা লিখেছেন : এই তো কত্ত সুন্দর লিখতে পরেছেন আপু ।আর পারবেন চেষ্টা করেন পারবেন ।ইনশা আল্লাহ !
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
206967
উম্মে আদনান লিখেছেন : উতসাহের জন্য ধন্যবাদ আপুনি। Rose Rose Rose

এটা যদি কোনো লেখা হয়ে থাকে তাহলে লেখা শুরু করা যায়!!!!!!!!!
হা হা হা
263380
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লেখা শুরু করেছেন!!
শেষ করতেই হবে।
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
206983
উম্মে আদনান লিখেছেন : এটাকে কি শুরু বলে ভাইজান? আমি আপনাদের মতো ব্লগারদের ব্লগ পড়তেই বরং স্বাচ্ছন্দবোধ করি।
263387
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসসালামু আলাইকুম..
আপনার লেখা মোটেও নতুনদের মতো নয়। আপনার লেখা যথেষ্ঠ সুন্দর, লিখতে থাকুন আপু। আর সম্ভব হলে বেশি বেশি মন্তব্য করুন।

এই পোস্টেতো আপনি কিছু না লিখেও অনেক কিছু বর্ননা করতে সক্ষম হয়েছেন শৈশব নিয়ে। যেটা আমার দ্বারা এখনও সম্ভব হয়ে উঠে নি। চিন্তা করবেন না একদম, আপনার মতো আমিও আনাড়ি। লিখতে পারি না তেমন কিছু। তবুও মাঝেমধ্যে চেষ্টা করি। আপনিও চেষ্টা করুন।

সাথেই থাকবো ইনশাআল্লাহ্। ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
206985
উম্মে আদনান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম।
আপনার লেখাও আমি পড়েছি। নামে (সূর্যের পাশে হারিকেন) আর মন্তব্যে যতই বিনয় প্রকাশ করুন না কেন, মুলত আমি কিন্তু আপনাদের পাশে সূর্যের পাশে মোমবাতি বৈ নই।
তবে চেষ্টা করবো আপনার উপদেশ পালন করার।
263421
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! ছোট এতটুকুতেই এত সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছন তাতে আপনার থেমে যাওয়া মোটেই ঠিক হবে না! আশাকরি লিখবেন তাই লিখতে থাকুন এই শুভকামনা রইলো Good Luck
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৬
207038
উম্মে আদনান লিখেছেন : উতসাহ দেয়ার জন্য ধন্যবাদ। আসলে আমার বাসায় একজন ব্লগারের বসবাস। তার বার বার তাগিদ দেয়ার কারণে তাকে দিয়েই একটি আইডি খুলেছি। ভেবেছিলাম মাঝে মাঝে তো এমনিতেই ব্লগ পড়া হয়, সাথে না হয় যা-ই হোক একটু লিখবও। কিন্তু লিখতে দেখি ওরে বাবা!! এর চেয়ে কঠিন কাজ আর হয় না।
263447
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩১
সন্ধাতারা লিখেছেন : Chalam. Your writing is short but beautiful. Plz keep trying more for making us happy. Jajakallah.
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫১
207056
উম্মে আদনান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম। শুধু শর্ট নয়, পাগলের প্রলাপের মতো। তারপরও আপনাদের মতো উতসাহদাতা বোনদের পেয়ে কি যে ভালো লাগছে!!
যাজাকাল্লাহ খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখেরাহ।
263460
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৩
আবু জান্নাত লিখেছেন : আপনি লিখছেন, "মন্তব্য করা যত সহজ পোষ্ট লিখা অত শহজ নয়।" আপতত পোষ্ট না লিখলেও মন্তব্য লিখতে থাকেন। এক সময় লিখতে ইচ্ছে করবে। অনেক ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
207101
উম্মে আদনান লিখেছেন : ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
263486
১০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৪
শেখের পোলা লিখেছেন : অনেকের চাইতেও গোছানো লেখা৷ চেষ্টা করুন আরও সুন্দর হবে৷ অন্ততঃ আমার চাইতে ভাল হবে৷
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৩
207102
উম্মে আদনান লিখেছেন : চেষ্টা করলে শুধু আপনার চেয়ে কেন, রবীন্দ্রনাথের চেয়েও ভালো হওয়া সম্ভব!! কিন্তু সেই চেষ্টা করার যোগ্যতা আবার থাকতে হবে তো?
263520
১০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৬
আবু আশফাক লিখেছেন : কে বলেছে আপনি লিখতে পারেন না? খুব সুন্দর হয়েছে। চালিয়ে যান।
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪০
207451
উম্মে আদনান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File