খইরাতি বড়লোক হৈলেও খইরাইত্তা নজর যায়না।

লিখেছেন লিখেছেন মোঃ সুজন হাওলাদার ০৭ মার্চ, ২০১৪, ১০:১২:২৮ রাত

একদিন একটি সংগ্রহশালায় এক গাইড একদল পর্যটককে ঘুরিয়ে সব দেখাচ্ছিলেন, তাঁদের সঙ্গে এক মোল্লা সাহেবও ছিলেন । এই যে মুর্তিটা দেখছেন ওটা পাঁচ হাজার বছরের পুরোনো । এরকম পুরনো মূতি আর কোথাও দেখতে পাবেন না । মোল্লা পর্যটকদের মাঝখান থেকে শুধরে গিয়ে বললেন, না না , পাঁচ হাজার তিন বছর । সবাই অবাক হয়ে গেলেন, মোল্লার এ ধরনের চুলছেরা হিসাবের বহর দেখে । এতে গাইডও একটু অপ্রস্ত্তত হয়ে পড়লেন । গাইড আবার একটা জিনিশ দেখিয়ে বলতে লাগলেন, এই মাকুটা আরাই হাজার বছর পুরনো আর চমকপ্রদ । মোল্লা সঙ্গে সঙ্গে বললেন উঁহুঁ হলো না দু হাজার পাঁচশ তিন । গাইড যা যা বলেন মোল্লা সাহেব তার সঙ্গে তিন যোগ করে দেন । এতে মোল্লার উপর চটে গিয়ে গাইড লাল বেগুন হয়ে গেলো । আচ্ছা মশাই, আপনি এরকম পাকা হিসাব টিসাব দিচ্ছেন কী করে ? আপনি কি সবজান্তা পীর সরমেস নাকী হ্যাঁ । এই বলে গজগজ খচখচ করতে লাগলেন তিনি । না না এতো খুব সোজা ব্যাপার, তিন বছর আগে আমি যখন এখানে এসে ছিলাম তখন আপনি একই কথা বলে ছিলেন ।

বিঃদ্রঃ আমাদের সমাজের কতিপয় মানুষ আছেন যারা অতি নিম্ন পরিবারে জন্ম নিয়ে সময়ের পরিপেক্ষিতে বড় হয়ে আজ আবার ঐ নিম্ন পরিবারটাকে অবহেলার চোখে দেখেন ।

( ভিখারি প্রচুর টাকার মালিক হলেও ভিখারীর ছোট নজরটা যায় না )

ইসলামিক ব্লগসাইট

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188588
০৭ মার্চ ২০১৪ রাত ১০:১৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
০৭ মার্চ ২০১৪ রাত ১০:২৬
139871
মোঃ সুজন হাওলাদার লিখেছেন : ধন্যবাদ
188600
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৩৬
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল মামা।
188616
০৭ মার্চ ২০১৪ রাত ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো অনেক ধন্যবাদ
188632
০৭ মার্চ ২০১৪ রাত ১১:৩৩
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : আসলেই ...সত্য কথা...
188648
০৮ মার্চ ২০১৪ রাত ১২:২৮
সায়িদ মাহমুদ লিখেছেন : কি ভাই? “রতও দেখলেন কলাও বেচলেন” ভালোতো ভাল না?
189281
০৯ মার্চ ২০১৪ দুপুর ১২:১৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File