103 দেশের প্রতিযোগীকে পরাজিত করে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজ তরিকুল ইসলাম প্রথম

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৬ জুন, ২০১৭, ০৪:১৪:৩৮ বিকাল

ফুটবলে আমাদের দেশ ১৫০

সিরিয়ালেও নেই। তাও

খেলোয়াড় আমিনুল আর মামুনরা

গোল করলে আমরা উল্লাসে

ফেটে পড়ি।

.

ক্রিকেটে কিছুটা সুবিধাজনক

স্থানে থাকলেও আমরা বড়াই

করি যে আমরাই পৃথিবীর সেরা।

অথচ আমরা ভারত অস্ট্রেলিয়ার

ক্রিকেট থেকে অনেক পিছিয়ে।

যে কারণে পৃথিবী ক্রিকেট

দিয়েও আমাদের চিনতে গেলে ৬

নাম্বারে আমাদের নাম আসে।

.

গান, সিনেমা ও অন্যান্য

কারিগরি দিক দিয়েও পৃথিবী

আমাদেরকে অনায়াসে চিনতে

পারার মতো কিছুই আমরা করতে

পারিনি!

.

তবে যেদিক দিয়ে আমরা

পৃথিবীর বিখ্যাত, যেদিক দিয়ে

আমরা পৃথিবীর চ্যাম্পিয়ন,

সেদিকটার মূল্যায়ন আমাদের

কাছে নেই। আমরা যেটার

মাধ্যমে বারবার চ্যাম্পিয়ন হয়ে

আসছি, এক দেড়শত দেশের সাথে

মোকাবেলা করে তাদের

অনায়াসে হারিয়ে দিচ্ছি,

সেইটা যে কোন খেলা তাও

আমাদের জানা নেই। বড় দুর্ভাগ্য

আমাদের। আমরা অবুঝ জাতি।

আসল আর নকল কাকে বলে আমরা

তাও বুঝিনা।

.

আর আমাদের মিডিয়ার কথা কি

বলবো। তারা এতো নিচে

নেমেছে যে নুসরাত ফারিয়ার

বায়ুদূষণ নিয়ে বিশাল নিউজ

করতে তারা দ্বিধাবোধ করে না।

অথচ শত শত মূল্যবান নিউজ

হারিয়ে যায় এই নুসরাত ফারিয়া

আর সালমান মুক্তাদিরদের নিয়ে

করা ফালতু নিউজের ভিড়ে।

.

যাক, এবার আমরাই নিউজ প্রচার

করি। আন্তর্জাতিক হিফজুল

কোরআন প্রতিযোগিতায় প্রতি

বছরের ন্যায় এ বছরও পৃথিবীর

১০৩টি দেশকে পেছনে ফেলে

আমাদের দেশকে চ্যাম্পিয়ন

করেছেন হাফেজ তরিকুল ইসলাম।

এই হাফেজ তরিকুল ইসলাম এর

জন্য দোয়া করার আগে আমরা

নিজেদের জন্য দোয়া করি যেন

আল্লাহ তা'য়ালা আমাদেরকে

সঠিক সমঝ দান করেন। আমীন।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383360
১৭ জুন ২০১৭ সকাল ১০:৩৬
হতভাগা লিখেছেন : নামাজ পড়া,রোযা রাখা , যাকাত দেওয়া ও ক্বুরআন তেলাওয়াত করা এসব কেউ করতেও বলে না বা এসব পালন করলে কেউ হিটও হয় না ।

শিরোনাম হয় সেটা যখন তারাবীর নামাজ ৮ রাকাত না ২০ রাকাত ? সন্মিলিত মুনাজাত ধরা ঠিক না বেঠিক ? এসব নিয়ে যখন রক্তারক্তি হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File