স্বাগতম হে বসন্ত : তুমি এসো এসো.........

লিখেছেন লিখেছেন রাজু আহমেদ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৭:৩৫ বিকাল

কবি বলেছেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত । ষড় ঋতুর বাংলাদেশে আজ আগমন ঘটল ঋতুরাজ বসন্তের । কেমন করে বসন্ত বরণ করব সেটাই ভাবনা । ছোটবেলায় যখন গ্রামে কাটাতাম তখন প্রকৃতির পরিবর্তন থেকেই টের পেতাম বসন্তের আগমন । গ্রামের পর গ্রাম ছেয়ে যেত শিমুল ফুলে । কোকিলের ডাকে মূখরিত হয়ে উঠত গ্রাম্য পরিবেশ । সে যেন এক আলাদা জগৎ, আলাদা পৃথিবী । বসন্তের আগমনে গ্রামে বাসন্তী রঙের শাড়ি পরে কোন তরুনীকে ঘুরতে না দেখা গেলেও সমস্ত পরিবেশ প্রকৃতি বাসন্তি রঙের শাড়িতে জড়িয়ে রাখত । সকাল বেলায় পাখির কলতানে ঘুম ভাঙত । গোটা শীতের মওসুমে যখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে শরীরে শীতের কাঁপন ধরিয়ে দিত সেখানে আজই প্রথম দক্ষিণা বাতাস শরীরে শিহরণ জাগিয়েছে । জীবনের আঠারোটি বসন্ত গ্রাম্য পরিবেশে কাটানোর কারনে বসন্তের সাথে একেবারেই ওতোপ্রতোভাবে জড়িয়ে গিয়েছিলাম ।

হঠাৎ করেই এবছর ঘটেছে বিপত্তি । শহরের শহুরে পরিবেশে প্রথমবারের মত কাটাচ্ছি বসন্তের প্রথম দিনটি । সকালবেলা কলেজে গিয়েই প্রথমবারের মত টের পেলাম আজ বসন্ত । শত শত ষোড়শী-অষ্টাদশী তরুনী বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে, খোপায় গাঁধা ফুল এঁটে কলেজময় ঘুরে বেড়াচ্ছে । একেবারে যে খারাপ লেগেছে সেটা বলব না । তবে ভাললাগার মাত্রা ছিল ঠিক এরকম, কোন গ্রামের ছেলে শহরে আগমন করার পর বিদ্যুতের জলকবাতি দেখে যেমন অবাক হয় ঠিক সেরকম । কোথাও খুঁজে পাইনি গ্রাম্য বসন্তের প্রাকৃতিক পরিবেশ । সেই কোকিলের ডাক, সেই শিমুল ফূল । এখানে শুধু কৃত্রিমতা আর কৃত্রিমতা । পাখির কলধ্বনির বদলে শুনতে পাওয়া যায় যানবাহনের কান ফাটানো চিৎকার অথবা কাকের কা-কা ধ্বনি । শিমুল ফুল নেই তবে রাস্তার মোড়ে মোড়ে আছে লাইট পোষ্টের উচু স্তম্ভ যা কেবল রাত্রে আলো ছড়ায় । এত আক্ষেপের পর তবুও বলতে হবে আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন । তোমাকে স্বাগতম সু-স্বাগতম । আসুন জেনে নেই কেন বসন্তকে ঋতুরাজ উপাধি দেয়া হল –

বসন্ত কালে আমরা শীতকালের হাঁড়কাপানো শীতের প্রভাব থেকে মুক্ত হই ।

বসন্তকালে গাছে গাছে নতুন পাতা এসে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয় ।

দক্ষিণা হিমেল হাওয়া আমাদের হৃদয়ে জাগায় প্রাণের স্পন্দন ।

বসন্ত কালে আম গাছে বোল আসে এবং সে বোলের মৌ-মৌ গন্ধে আমরা মাতোয়ারা হই ।

বসন্ত ঋতুর নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আমাদের শরীর ভালো থাকে এবং মনে আসে প্রফুল্লতা ।

ছোটবেলার হারিয়ে আসা সে সময় পাল্টেছে । খেলতে খেলতে এসেছে দায়িত্ব । আজ আর ইচ্ছা করলেই গ্রামে গিয়ে প্রাকৃতিক পরিবেশে বসন্তকে বরণ করতে পারিনা । ভোর বেলায় ঘুম থেকে উঠে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর হাটা হয়না সে অনেকদিন । প্রতি মুহূর্তে ফিরে যেতে ইচ্ছে করে শৈশবে ফেলে আসা সে দিনগুলোতে । ইচ্ছে করে গ্রাম্য একঝাঁক কর্মহীন বন্ধুর সাথে বসন্ত বরণ করতে । উম্মুক্ত বাতাসে বুক খুলে দৌড়াতে । তা আর হবে না জানি । তাইতো বলতে ইচ্ছে করে, আমি বন্দি কারাগারে । বসন্তের আগমনে সকলের জীবন ফুলে ফুলে ভরে যাক । অতীতের সকল কালিমা মুছে আবারও ছুটি নব-দিগন্তেরপাণে । হে বসন্ত তোমায় আমার গৃহে , আমার দেশে স্বাগতম, সু-স্বাগতম ।

রাজু আহমেদ । কলাম লেখক ।

বিষয়: বিবিধ

১৪৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176694
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অতীতের স্মৃতি রোমন্থন করে মনটা ব্যাকুল করে দিলেন। সত্যি ফিরে পেতে ইচ্ছে করে অতীতের হারানো দিনগুলো। Sad Sad
176697
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
রাজু আহমেদ লিখেছেন : ইচ্ছা করলেই তো আর সব কিছু হয় না । ধের্য্য ধারণ করুন । দুঃখ করে আর কি লাভ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File