বিডিআর বিদ্রোহের বিষয় কিছু প্রশ্ন, এবং খালেদা জিয়ার বাসা থেকে অন্যত্র চলে যাওয়া ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৫:২১ রাত

এক

বিডিআরের হত্যাকান্ড কিছু প্রশ্নের জবাব চাই ৷

বিডিআরের দরবার হলে বার্ষিক অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী প্রধান অথিতি থাকেন দেশের প্রধানমন্ত্রী; আরো অথিতি থাকেন সেনাপ্রধান, সরাষ্ট্রমন্ত্রী, সামরিক উপদেষ্টারা ৷ ২০০৯ সালের বিডিআরের বার্ষিক অনুষ্ঠানেও সে অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেয়া হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে এসে তিনি সে অনুষ্ঠানে যোগদেননি !!

প্রশ্নঃ

✍| হাসিনা কেন গেলেননা সেই অনুষ্ঠানে ?

✍| সেনাপ্রধান কেন যায়নি ?

✍| সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন কেন যায়নি ?

✍| সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী কেন যায়নি ?

✍| তাহলে কি তাদের কাছে সেখানে এমন কিছু ঘটতে পারে মর্মে তথ্য ছিল ?

✍| যদি তথ্য থেকে থাকে তাহলে কেন সে অনুষ্ঠানটি বাতিল করা হয়নি ?

আসল কথা তো এইটাই যে; হাসিনার পরিকলনা অনুযায়ী এই নির্মম হত্যাকান্ড টি ঘটানো হয়েছে ৷ ইনশা আল্লাহ একদিন এর বিচার হবে, দেশীয় আদালতে না হলে আন্তর্জাতিক আদালতে হবে ৷

দুই

বিডিআর বিদ্রোহের দিন কি বেগম জিয়াকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল ??

হাসিনা বার বার বলে বিডিআর “বিদ্রোহের দিন বেগম জিয়া কেনো বাসা থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলেন”

___হাসিনার এমন কথা বলার পিছনে বড় ধরনের একটা উদ্দেস্য লুকায়িত আছে, হাসিনা এবং ভারত চেয়ে ছিল সেইদিন বিডিআর বিদ্রোহের সাথে খালেদা জিয়াকেও খতম করে দিতে !

খালেদা তখন ক্যান্টরম্যান্ট এলাকায় থাকতেন, সেদিন যদি বেগম জিয়াকে হত্যা করে ফেলা যেত, তখন সরকার বলত এটা বিডিআরের বিদ্রোহীরা ঘটিয়েছে !! প্রয়োজনে কিছু বিডিআর সদস্যকে তাত্ক্ষনিক মেরে ফেলা হতো, তারপর এটাকে বিডিয়ার হত্যাকান্ড বলে চালিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলা যেত ৷

সব প্লান ভেস্তে যায় বেগম জিয়া বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাবার কারনে ৷ সেদিন বেগম জিয়া সেনানিবাসের বাসা থেকে অন্যত্র চলে যান ৷ এটাই হাসিনার দুঃক্ষ; তাই হাসিনা আজ ৫ বছর যাবত একই কথা বলছেন “খালেদা জিয়া কেনো সেদিন বাসা ছেড়ে চলে গিয়েছিলেন” (না চলে গেলে তো কবরে পাঠিয়ে দেয়া যেত ৷)

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182840
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৪
সজল আহমেদ লিখেছেন : আমরা তাদের ভুলবনা।
182844
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
আহমদ মুসা লিখেছেন :
সব প্লান ভেস্তে যায় বেগম জিয়া বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাবার কারনে ৷ সেদিন বেগম জিয়া সেনানিবাসের বাসা থেকে অন্যত্র চলে যান ৷ এটাই হাসিনার দুঃক্ষ; তাই হাসিনা আজ ৫ বছর যাবত একই কথা বলছেন “খালেদা জিয়া কেনো সেদিন বাসা ছেড়ে চলে গিয়েছিলেন” (না চলে গেলে তো কবরে পাঠিয়ে দেয়া যেত ৷)

আপনার এই কথাটি শুনতে কিছুটা কঠিন মনে হলেও দেশের বেশির মানুষ তাই বিশ্বাস করে।
182847
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৭
মাজহার১৩ লিখেছেন : প্রাইভেট গোয়েন্দা দরকার।
182863
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে ডিজিটাল হত্যাকান্ড।
182905
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডিজিটাল প্রশ্ন?
তাই উত্তরটাওয় ডিজিটালদের দেওয়ার দরকার।
182915
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৪
মুক্তআকাশ লিখেছেন : ভালো লাগলো পিলাচ স্বাগতম
182923
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ভাবনার বিষয়, ধন্যবাদ
182924
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২০
সজল আহমেদ লিখেছেন : এসব প্রশ্নের উত্তর তারা দিতে পারবেনা।
182955
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,আপনার পোস্টটি অনেক গুরুত্বের। অনেক ধন্যবাদ
১০
183015
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:১০
সাদাচোখে লিখেছেন : খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার প্রশ্নের বিপরীতে আপনার যে উত্তর - তা কতকটা লজিক্যাল। কিন্তু বাংলাদেশের মানুষ এ নিয়ে খালেদা জিয়ার উত্তর শুনতে চায়। আশা করি সে সময় এখনো হয়নি।
১১
183040
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হুম ভাই- এগুলা আমার প্রস্ন-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File