গতকালের উপজেলা নির্বাচনের সঠিক ফলাফল, বিএনপি জোট ৫৬ টি, আওয়ামী জোট ২৮ টি ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৫:৪৭ সকাল

গতকাল অনুষ্ঠিত হলো প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতযতাবাদী দল বিএনপির নেতৃত্তাধীন ১৯ দলীয় জোট অংশ গ্রহন করে ৷

নির্বাচন হওয়ার কথা ছিল ৯৭ টি উপজেলায়, কিন্তু শেষ পর্যায় এসে নির্বাচন হয়েছে ৯০ টি উপজেলায় ৷ বাকি ৭ টি উপজেলায় সরকারের কারচুপির কারনে ১৯ দল নির্বাচন বর্জন করেছে, সে ৭ টিতে আওয়ামীরা বিরোধী পক্ষ বিহীন জয়ী হয়েছে ৷ তাই যৌক্তিক কারনেই সেই ৭ টি উপজেলাকে নির্বাচনের আওতায় ধরা যাবেনা ৷ আবার ব্যলট পেপার ছিনতাইয়ের কারনে ১ টিতে ফলাফল স্থগিত করা হয়েছে ৷ তার মানে হিসেব হবে ৮৯ টি উপজেলার উপর ৷

৮৯ টি থেকে ১৯ দলীয় জোটের পার্থি জয়ী হয়েছে ৫৬ টিতে, এর মধ্যে বিএনপি ৪৩ টিতে আর জামাত ১৩ টিতে ৷

১ টিতে জাতীয় পার্টি, ২ টিতে পাহাড়ি সংগঠন, ২ টিতে সতন্ত্র ৷

আর বাকি ২৮ টিতে ব্যলট পেপার ছিনতাই করে, পুলিশকে দিয়ে ভোট দিইয়ে, জোর করে প্রহসনের মাধ্যমে আওয়ামী লিগ নেতৃত্তাধীন ১৪ দলীয় বাম জোট জয়ী হয়েছে ৷

টোটাল ফলাফল হলো ৷

বিএনপির নেতৃত্তাধীন ১৯ দল ৫৬ টিতে জয়ী হয়েছে ৷

আওয়ামী লীগের নেতৃত্তাধীন ১৪ দল ২৮ টিতে জয়ী হয়েছে ৷

জাতীয় পার্টি ১ টিতে জয়ী হয়েছে ৷

পাহাড়ি সংগঠন ও সতন্ত্র ৪ টিতে জয়ী হয়েছে ৷

এত কিছুর পরেও আওয়ামী লিগ বিএনপি জোটের অর্ধেক উপজেলায় জয়ী হয়েছে !!!

বিষয়: রাজনীতি

১০৪১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179727
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৮
হতভাগা লিখেছেন : বাহ! বেশ তো !

তো বিএনপি জোটের কাছে কখন ক্ষমতা হস্তান্তর করছে আওয়ামী লীগ ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File