পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কেউ লিখে না!!!!!

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ০৪ জুন, ২০১৪, ০৩:০৪:১১ দুপুর

নারী নির্যাতনের বিরুদ্ধে ।অনেক পুরুষকে সোচ্চার হতে দেখি

কিন্তু পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কাউকে সোচ্চার হতে দেখিনা

অথচ সমাজের আনাচে কানাচে শতশত পুরুষ নির্যাতিত হচ্ছে নানা ভাবে !! আমি একজনকে বলতে শুনেছি এই মাসেই তাকে ফ্লাট কিনতে হবে না হয় স্ত্রীপক্ষথেকে সমস্যা আছে। আর একজন কে বলতে শুনেছি তার স্ত্রী শশুর-শাশুডীর সাথে থাকবে না । তাকে আলেদা বাসা নিয়ে দিতে হবেঅ এবং সে বাধ্য হয়ে আলেদা বাসা নিয়ে দিয়েছে । এসব বি পুরুষ নির্যাতন নয়!!!!!!!!

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230519
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:১৭
ডক্টর সালেহ মতীন লিখেছেন : কে বলেছে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কেউ কথা বলে না ? খুব শীঘ্রই বাজারে আসছে একটি প্রামাণ্য গ্রন্থ ‘এক অত্যাচারী বউয়ের গল্প’। আইনগত সমর্থন ও সহানুভুতির জন্য নারীরা এ ক্ষেত্রে বেশি সুবিধা পাচ্ছে নিঃসন্দেহে বলা যায়। আপনাকে অনেক ধন্যবাদ।
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:২২
177203
আলোকর্বর্তিকা লিখেছেন : শুনে খুশি হলামা ধন্যবাদ
230527
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৪০
প্রবাসী মজুমদার লিখেছেন : আল্লাহ যাদেরকে দুনিয়া নেতৃত্বের দায়ীত্ব দিয়ে পাঠিয়েছে, তারা যদি সে দায়ীত্ব নিজেই ছেড়ে দেয়, তাহলে এতে কিই বা করার আছে। এজন্য পুরুষ নির্যাতনের কথা না বলে পুরুষত্বহীনদের রক্ষায় কথা বলার শ্লোগানই শ্রেয়। কারণ আমি সেই অথর্ববেদের দলে অন্তর্ভক্ত হতে চাইনা। এটি পুরুষ নামেরও কলঙ্ক। ধন্যবাদ।
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৫৫
177220
হতভাগা লিখেছেন : ভাই কিছু করতে গেলে তো আপনারা আইন বানিয়ে রেখেছেন নারী নির্যাতনের নামে ।

যেখানে শরিয়তেই বলা আছে একটা বিশেষ পর্যায়ে গিয়ে স্বামী তার স্ত্রীকে প্রহার করতে পারবে , সেটার বিপক্ষে আপনারা নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছেন !

আল্লাহ যেখানে পুরুষদের বলে দিয়েছেন শর্ত সাপেক্ষে ৪ টা পর্যন্ত বিয়ে করতে , সেখানে আপনারা আইন বানিয়েছেন যে এ ব্যাপারে আগের স্ত্রীর অনুমতি লাগবে !

আজ যদি আপনি আপনার স্ত্রীকে শরিয়ত মোতাবেক প্রহার করতে যান , সে কি আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে ?

যে পুরুষ সবার দায়িত্ব নেয় সে কেন দায়িত্ব ছেড়ে দেবে ?

সমাজটা যদি শরিয়ত মোতাবেক চলতো এবং আমাদের নারীরা যদি সত্যি সত্যিই ইসলামী শরিয়তের অনুসারী হত তাহলে (গাছেরটাও খায় আবার তলারটাও কুড়ায় এমন মানসিকতার না হত) তাহলে সমাজটা খুব সুন্দর ভাবে চলতে পারতো।
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:৫২
177251
প্রবাসী মজুমদার লিখেছেন : জনাব, পুরুষ নির্যাতন শব্দটাই কেমন জানি পুরুষের জাতের সাথে মশকরার মত। খুব অসহায়ের মত মনে হয়। আর এটা দিয়ে পক্ষ বিপক্ষ না করে সমস্যার সমাধানের আরও গ্রহনযোগ্য পথ খুজে নেয়া প্রয়োজন। বরং বলতে পারি নারী নির্যাতন আইন না হয়ে স্বামী স্ত্রী অধিকার আইনে পরিণত হোক। আমার মুল উদ্দেশ্য হল, লম্পট পুরুষদের লাম্পট্য তার কারনে যেমন নারী নির্যািুতত হয়, তেমনি নারী লোভী রাই নারী নির্যাতন আইন করেছে। বিষয়টাকে এমন ভাবে আমি নিতে চাইনি যেমন ভাবে উত্তর দেয়া হয়েছে। ধন্যবাদ।
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫১
177283
হতভাগা লিখেছেন : 'জনাব, পুরুষ নির্যাতন শব্দটাই কেমন জানি পুরুষের জাতের সাথে মশকরার মত। খুব অসহায়ের মত মনে হয়।''

০ হ্যাঁ মশকরার মতই মনে হয় ।

ভাইজান , নির্যাতন কি শুধু শারিরীকভাবেই হয় ?

'' ফিতনা হত্যার চেয়ে জঘন্য '' - এটা পবিত্র ক্বুরআনে বলা আছে ।

আর ''নারীদের ছলনা ভয়ংকর'' এটাও বলা আছে পবিত্র ক্বুরআনে ।

তাই নারীরা ছলনা , ফিতনার মাধ্যমে পুরুষদের মনে আঘাত তথা মানসিক নির্যাতন করে , যার আসলে কোন পরিমাপই সম্ভব না ।
ইদানিং দেখা যায় বিভিন্ন ছবিতে এবং বাংলাদেশেও যে - গে / সমকামিতা নিয়ে নাটক , সিনেমা হয় । আবার কয়দিন আগে তাদের নাকি র‍্যালীও হয়েছে । নাটক সিনেমাতে এমন ভাবে এটাকে পেশ করা হয় যা সবাই হাসি ঠাট্টা হিসেবেই নেয় ।

কিন্তু এটা তো ভয়ানক খারাপ কাজ । পাত্তা না দিতে চাইলে এক সময়ে তা সনাজকে কলুষিত করবে , পরে কঠিন আযাব এসে হাজির হবে ।

মহান আল্লাহ কি পুরুষ নির্যাতনটাকে মশকরা মনে করে এর সাথে যে ইনভলড তাকে রেহাই দেবেন ?

আমরা পুরুষরাই নারী নির্যাতনের বিপক্ষে নিজেদের স্বজাতির অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ বা প্রতিহত করি নিহতও হই , কোন নারী কি তার স্বজাতি কর্তৃক কোন পুরুষ নির্যাতিত হলে তার প্রতিবাদ করে ? এমন কি বোনও তার ভাইয়ের পক্ষে রাস্তায় নামে ?

আমাদের পুরুষদের বড় সমস্যা কি জানেন ? নারীরা যেভাবে নিজেদের কাজে(পুরুষ কর্তৃক নির্যাতিত হয়ে ) পুরুষকে লাগাচ্ছে , পুরুষরা তো নারীদের কর্তৃক নির্যাতিত হয়ে পুরুষদেরই সাপোর্ট পায় না নারীর সাপোর্ট তো দূরের কথা । মাস খানেক আগে একটা জরিপ এসেছিল এর পক্ষে টুডে ম্যাগাজিনেই।

নিজ স্বজাতির জন্য নিজেই যদি এগিয়ে না আসি তাহলে আত্মসন্মান নিয়ে চলা যাবে না ।

আর যতদিন এসব ডাবল স্ট্যান্ডার্ড মনোভাব চলবে ততদিন সমস্যাও থাকবে ।

230531
০৪ জুন ২০১৪ দুপুর ০৩:৪৬
আলোকর্বর্তিকা লিখেছেন : ঐ পরিস্থিতিতে পড়লে বুঝতেন। বড বড কথা বলে লাব নেই।
230545
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৪
নোমান২৯ লিখেছেন :






আমি মনে করি বাংলাদেশের ৮০%পুরুষ নিরবে-নিভৃতে নির্যাতন সয়ে যায় ।
আর এর বিরুদ্ধে সোচ্চার হওয়া'র স্বপ্ন এই জনমে দেখলেও স্বপ্ন অধরাই থেকে যাবে ! ধন্যবাদ ।
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
177243
আলোকর্বর্তিকা লিখেছেন : ১০০% সঠিক
230547
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
আলোকর্বর্তিকা লিখেছেন : হতভাগ@ খুব ভাল লিখেছেন
230577
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৬
কুশপুতুল লিখেছেন : কে বলেছে লেখে না? এই যে আপনি লিখেছেন। আপনি নির্যাতিত হয়েছেন, তাই লিখেছেন। আল্লাহ আপনাকে দজ্জাল নারীর হাত থেকে রক্ষা করুন!

আর যে ঘটনা লিখেছেন,বলুন তো এখানে কে কাকে নির্যাতন করছে?
নারী যদি দেখে পুরুষটা খালি মেও মেও করে তখনই চান্সটা লয়। পুরুষ থাকতে হবে পুরুষের মতো।
একটা নারী অন্য একটা পরিবার থেকে এসে স্বামীর পরিবারটা তছনছ করে দিবে আর পুরুষরা বলবে, আমাকে নির্যাতন করছে। বিষয়টা আমি মানি না।
নারীর অন্যায্য ও একতরফা আবদার রাখতে যায় কেন পুরুষেরা। পরামর্শ করে নিতে পারে না?
পুরুষ তুমি পুরুষ হও, নারী হও নারী
থাকবে না ঝগড়া, মিছে বাড়াবাড়ি!
বুঝেছেন এবার?
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:৫২
177286
হতভাগা লিখেছেন : ''নারী যদি দেখে পুরুষটা খালি মেও মেও করে তখনই চান্সটা লয়। পুরুষ থাকতে হবে পুরুষের মতো। ''

০ তো কি করা উচিত ? আইন তো একটা বানিয়ে রেখেছেন ।

নাকি মজা নেন !
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
177300
কুশপুতুল লিখেছেন : আইন না থাকলে তো বউকে পিটিয়ে ছাতু বানাবেন, তখন?
আইন দিয়ে সংসার করে কেউ?
০৪ জুন ২০১৪ রাত ০৯:৫২
177399
হতভাগা লিখেছেন : আল্লাহর আইনের পরও মনুষ্য আইনের দরকার পড়ছে ,তাহলে ইসলামকে কি পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করেন না ?

আইন দিয়েই তো আপনারা সংসার করেন যেখানে স্বামীর হাত পা বেঁধে রাখা হয় । টাকা তার , কিন্তু তা দেদারসে খরচ করবে আরেকজন , সংসার তার কিন্তু বসিং করবে আরেকজন ।
আপনারা সংসারে বসিং করেন স্বামীর উপর শরিয়তপরিপন্থীভাবে ।

দুনিয়াতে হয়ত নারীর প্রতি একরোখা পক্ষপাতিত্ব পরিবেশের জন্য পার পেয়ে যাবেন , পারবেন পরকালে আল্লাহর আইন পরিবর্তনের জন্য আল্লাহর হাত থেকে রেহাই পেতে ?
230622
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০০
নূর আল আমিন লিখেছেন : ভাবি কি আন্নেরে নির্যাতন করে? :-P :-P :-P
230833
০৫ জুন ২০১৪ সকাল ১০:২১
আলোকর্বর্তিকা লিখেছেন : নূর আল আমিন@ আমারে নির্যাতন করতে হবে কেন!!! আমিতো সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছি মাত্র।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File