সব পুরুষকে বিবাহের বিষয়ে অবরোধ ডাকা উচিৎ(re-post)

লিখেছেন লিখেছেন আলোকর্বর্তিকা ২৮ মে, ২০১৪, ১২:৫৬:৪২ দুপুর

কোন ভূমিকা না করে সরাসরি পয়েন্টে আসছি। বর্তমানে অধিকাংশ নারী বিবাহের পর স্বামী ও স্বামী পরিবারের সাথে খুব ভাল আচরণ করে এবং তাড়াতাড়ি সন্তান নেওয়ার জন্য তাগিদ দেয়। সন্তান নেওয়া হলেই তাদের এ্যাকশন শুরু হয়ে যায়।

শ্বশুর শ্বাশুরিকে রাখা যাবেনা । স্বামীর আত্মীয়-স্বজনদের খোঁজখবর নেওয়া যাবে না ইত্যাদি। এই কথাগুলো তার অনেক সময় সরাসরি বলে না কিন্তু আচরণ দিয়ে করে থাকে। বেচারা স্বামী হয়ে যায় অসহায়। অনেক সময় সে সন্তানে মুখের দিকে তাকিয়ে মা-বাবাকে ত্যাগ করে !!! আত্মীয়-স্বজনদের খোঁজখবর নেয় না ! তার কি করার আছে!! মা-বাবার কথা চিন্তা করলে সন্তান হবে মা হারা (কারণ স্ত্রী তার শ্বশুর শ্বাশুরিকে কোন ভাবে মেনে নেয় না এই প্রেক্ষাপটে স্ত্রীকে ত্যাগ করা ছাডা কোন উপায় থাকে না) আর সন্তানের দিকে তাকালে মা-বাবাকে ত্যাগ করতে হয়। কি ভয়ংকর পরিস্থিতি একজন পুরুষের জন্য তাই না!!!!! তাই সব পুরুয়ের উচিৎ বিয়ের আগে এগ্রিমেন্ট করা উচিৎ যে তারা তাদের শ্বশুর শ্বাশুরিকে কখনও ত্যাগ করতে পারবে না।

বিষয়: বিবিধ

৯০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227381
২৮ মে ২০১৪ দুপুর ০১:১৫
ভিশু লিখেছেন : বিষয়টি সক্রিয় বিবেচনার দাবী রাখে! অনেক তাকওয়াসম্পন্ন ফ্যামিলিতেও এই সমস্যার কথাটি শোনা যায় কেন?
227384
২৮ মে ২০১৪ দুপুর ০১:২১
মুজিব সেনা লিখেছেন : কথা ঠিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File