আজকের দিবসটি কি জাহেলিয়াহ?

লিখেছেন লিখেছেন তালিমুল ইলম ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৭:২২:৫৬ সকাল



জাহেলিয়াতের কোনো স্থান-কাল-পাত্র নেই। বিভিন্ন সময়ে জাহেলিয়াত বিভিন্ন পোষাক পরিধান করে আমাদের কাছে হাজির হয়। ইসলামপূর্ব জাহেলিয়াত আর আজকের জাহেলিয়াতের মাঝে মৌলিক কোনো পার্থক্য নেই।সব সময়ের জাহেলিয়াত-ই অন্যায়-জুলুম, মিথ্যা-পাপ, বিশৃখলার দিকে মানুষ্কে ধাবিত করে। কোনো সমাজে জাহেলিয়াতের অনুপ্রবেশ ঘটলেই সে সমাজের নীতি-নৈতিকতার, বিবেক-বুদ্ধি, চিন্তা-চেতনার অবক্ষয় দেখা দেয়। ফলে সে সমাজে ইসলামের সৌন্দর্যকে এড়িয়ে অশ্লীলতায় জীবনের তৃপ্তি খুঁজে পায়। আজকেও তার ব্যতিক্রম নয়। বিজয় আর সংস্কৃতির দোহাই দিয়ে আমাদের মুসলিম সমাজ অশ্লীলতার চরম পর্যায় পোঁছে গেছে। এটি সু-স্পস্ট জাহেলিয়াত ছাড়া আর কিছুই নয়।

আল্লাহ তায়ালা আমাদের মুসলিম ভাই-বোনদের জাহেলিয়াত থেকে আলোর পথে আসার তৌফিক দিক। আমিন।

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File